প্রযুক্তি ডেস্ক
গুরুত্বপূর্ণ মানুষদের পোস্টের পর্যালোচনা প্রক্রিয়ায় পরিবর্তন আনছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অন্যান্য জনপ্রিয় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট যে ক্রস-চেক সুবিধা পেত, তা শিগগিরই সংস্কার করা হবে। ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবী করা হয় মেটা গুরুত্বপুর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে এই স্বয়ংক্রিয় ফিচার। পরবর্তীতে এ নিয়ে সমালোচনার মুখে পড়ে মেটা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, ক্রস-চেক কার্যক্রম নিয়ে ওভারসাইট বোর্ড মোট ৩২টি সুপারিশ করেছিল। এগুলোর সম্পূর্ণ বা আংশিক বাস্তবায়ন করা হবে। এর আগে, গুরুত্বপূর্ণ বা ভিআইপিদের দেওয়া ফিচারে এই ৩২টি পরিবর্তন আনতে সুপারিশ করে বোর্ড।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘ক্রসচেক ফিচারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই পদক্ষেপ এই প্রক্রিয়াকে উন্নত এবং আরও কার্যকর, জবাবদিহিমূলক ও ন্যায়সংগত করে তুলবে।’
ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্কদের আপত্তিকর ছবি মুছতে নতুন একটি টুল তৈরিতে প্রাথমিকভাবে অর্থায়ন করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এই টুল ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুরা নিজেরাই তাদের ছবি ও ভিডিওর ব্যাপারে রিপোর্ট করতে পারবে। আবার প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও ওই ধরনের ছবি বা ভিডিও সামনে এলে এই টুলের মাধ্যমে রিপোর্ট করতে বা মুছে ফেলতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটির নাম ‘টেক ইট ডাউন’। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, বিনামূল্যে ব্যবহারের সুবিধার জন্য এই টুল তৈরিতে প্রাথমিক অর্থায়ন করছে মেটা। এই টুল ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে থাকা অপ্রাপ্তবয়স্কদের নগ্ন, আংশিক নগ্ন বা যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও মুছে ফেলতে এবং পুনরায় শেয়ার করার অপশন বন্ধ করতে পারবেন। মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম এরই মধ্যে এই টুল প্রয়োগের জন্য ওনলিফ্যানস, পর্নহাব, মাইন্ডগিক ও ইউবুর সঙ্গে যৌথ চুক্তি করেছে।
এনসিএমইসির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল ডিলাউন বলেন, ‘আমরা এ টুল তৈরি করেছি কারণ, অনেক শিশু এ সকল কারণে হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েছে।
আমরা আশা করি, শিশুরা এই টুল সম্পর্কে সচেতন হবে। এ ছাড়া, তাদের মধ্যে একধরনের স্বস্তিতে থাকবে এই ভেবে যে, যেকোনো আপত্তিকর ছবি মুছে ফেলার জন্য এই টুল আছে। তাদের সাহায্য করতে এনসিএমইসি আছে।’
গুরুত্বপূর্ণ মানুষদের পোস্টের পর্যালোচনা প্রক্রিয়ায় পরিবর্তন আনছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। মূলত গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গসহ অন্যান্য জনপ্রিয় ফেসবুক ও ইনস্টাগ্রাম ব্যবহারকারীর পোস্ট যে ক্রস-চেক সুবিধা পেত, তা শিগগিরই সংস্কার করা হবে। ২০২১ সালে ওয়াশিংটন পোস্টের এক প্রতিবেদনে দাবী করা হয় মেটা গুরুত্বপুর্ণ ব্যক্তিদের ক্ষেত্রে ঢাল হিসেবে ব্যবহার করছে এই স্বয়ংক্রিয় ফিচার। পরবর্তীতে এ নিয়ে সমালোচনার মুখে পড়ে মেটা।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, মেটা জানায়, ক্রস-চেক কার্যক্রম নিয়ে ওভারসাইট বোর্ড মোট ৩২টি সুপারিশ করেছিল। এগুলোর সম্পূর্ণ বা আংশিক বাস্তবায়ন করা হবে। এর আগে, গুরুত্বপূর্ণ বা ভিআইপিদের দেওয়া ফিচারে এই ৩২টি পরিবর্তন আনতে সুপারিশ করে বোর্ড।
মেটার গ্লোবাল অ্যাফেয়ার্স প্রেসিডেন্ট নিক ক্লেগ এক ব্লগ পোস্টে লিখেছেন, ‘ক্রসচেক ফিচারে উল্লেখযোগ্য পরিবর্তন আসবে। এই পদক্ষেপ এই প্রক্রিয়াকে উন্নত এবং আরও কার্যকর, জবাবদিহিমূলক ও ন্যায়সংগত করে তুলবে।’
ইন্টারনেটে অপ্রাপ্তবয়স্কদের আপত্তিকর ছবি মুছতে নতুন একটি টুল তৈরিতে প্রাথমিকভাবে অর্থায়ন করছে ফেসবুকের মূল প্রতিষ্ঠান মেটা। এই টুল ব্যবহার করে অপ্রাপ্তবয়স্ক শিশুরা নিজেরাই তাদের ছবি ও ভিডিওর ব্যাপারে রিপোর্ট করতে পারবে। আবার প্রাপ্তবয়স্ক ব্যক্তিরাও ওই ধরনের ছবি বা ভিডিও সামনে এলে এই টুলের মাধ্যমে রিপোর্ট করতে বা মুছে ফেলতে পারবেন।
দ্য ভার্জের প্রতিবেদন অনুযায়ী, টুলটির নাম ‘টেক ইট ডাউন’। এক ব্লগ পোস্টে মেটা জানিয়েছে, বিনামূল্যে ব্যবহারের সুবিধার জন্য এই টুল তৈরিতে প্রাথমিক অর্থায়ন করছে মেটা। এই টুল ব্যবহার করে ব্যবহারকারী বিভিন্ন ওয়েবসাইটে থাকা অপ্রাপ্তবয়স্কদের নগ্ন, আংশিক নগ্ন বা যৌনতাপূর্ণ ছবি বা ভিডিও মুছে ফেলতে এবং পুনরায় শেয়ার করার অপশন বন্ধ করতে পারবেন। মেটার ফেসবুক ও ইনস্টাগ্রাম এরই মধ্যে এই টুল প্রয়োগের জন্য ওনলিফ্যানস, পর্নহাব, মাইন্ডগিক ও ইউবুর সঙ্গে যৌথ চুক্তি করেছে।
এনসিএমইসির প্রেসিডেন্ট এবং প্রধান নির্বাহী কর্মকর্তা মিশেল ডিলাউন বলেন, ‘আমরা এ টুল তৈরি করেছি কারণ, অনেক শিশু এ সকল কারণে হতাশাজনক পরিস্থিতির মুখে পড়েছে।
আমরা আশা করি, শিশুরা এই টুল সম্পর্কে সচেতন হবে। এ ছাড়া, তাদের মধ্যে একধরনের স্বস্তিতে থাকবে এই ভেবে যে, যেকোনো আপত্তিকর ছবি মুছে ফেলার জন্য এই টুল আছে। তাদের সাহায্য করতে এনসিএমইসি আছে।’
যুক্তরাষ্ট্রের একটি স্টার্টআপ প্রতিষ্ঠান বিশ্বের প্রথম ‘ফ্লাইং কার’ বা উড়ন্ত গাড়ি উদ্ভাবনের দাবি করেছে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ক্যালিফোর্নিয়ার একটি দাঁড়ানো গাড়ির ওপর দিয়ে উড়ে যাওয়ার সফল পরীক্ষা চালিয়েছে।
৩ ঘণ্টা আগেপ্রযুক্তি জগতে স্মার্টফোন নিয়ে অ্যাপল ও স্যামসাংয়ের প্রতিযোগিতা বরাবরই আলোচনার কেন্দ্রে থাকে। ২০১৪ সালে বড় পর্দার ফোনে এগিয়ে ছিল স্যামসাং, আর অ্যাপল ভক্তরা চাইছিলেন একটি বড় স্ক্রিনের আইফোন। অবশেষে আইফোন ৬ আনার মাধ্যমে অ্যাপল সেই দাবি পূরণ করে। সেবার জয় হয়েছিল অ্যাপলের।
৩ ঘণ্টা আগেব্যাংক অ্যাকাউন্ট ও ডিজিটাল পরিচয় চুরির নতুন এক কৌশলে প্রতারণার শিকার হচ্ছেন বহু ব্যবহারকারী। প্রতারণার এই নতুন রূপটি পরিচিত হচ্ছে ‘হোয়াটসঅ্যাপ স্ক্রিন-শেয়ারিং প্রতারণা’ নামে। সরল এই কৌশলেই প্রতারকেরা ব্যবহারকারীর একান্ত ব্যক্তিগত তথ্য ও ব্যাংক অ্যাক্সেস হাতিয়ে নিচ্ছে বলে সতর্ক করেছে বিভিন্ন সাইবার
৪ ঘণ্টা আগেবর্তমান সময়ে প্রযুক্তি জগতে অ্যাপল সম্ভবত সবচেয়ে বেশি পরিচিত এবং প্রভাবশালী একটি প্রতিষ্ঠান। উদ্ভাবনী শক্তি, সাধারণ ডিজাইন এবং উচ্চমানের পণ্যের জন্য অ্যাপলের আলাদা একটি খ্যাতি রয়েছে। আজকের দিনে অ্যাপল শুধু একটি হার্ডওয়্যার নির্মাতা নয়, বরং এটি একটি সাংস্কৃতিক প্রতীক। প্রতিটি নতুন আইফোন বা ম্যাকবুকের
৬ ঘণ্টা আগে