পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। ব্যক্তিগত ছন্দ এবার দলীয়ভাবে দেখানোর পালা তাঁর। সেটা দুর্দান্তভাবে করছেনও তিনি। ডেভিস কাপে অবশ্য তিনি একা নন তাঁর সতীর্থরাও দারুণ খেলছেন।
সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে তাঁরা। ২০১০ সালের পর আবারও ডেভিস কাপ জিততে তাঁদের দূরত্ব আর দুই ধাপ। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ফুরাতে পারলে বিমান থেকে লাফ দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জোকোভিচ ও সার্বিয়ার অধিনায়ক ভিক্টর ট্রয়িকি। তবে সেটা যে তাঁরা মজার ছলে বলেছেন তা স্পষ্ট জোকোভিচের শেষ কথায়, ‘যদি এমনটা সরাসরি করতে চাও তাহলে জিতো না।’
শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে সার্বিয়াকে জয় এনে দেন মিওমির কেনমানভিক। প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ৭-৬ (২),৭-৬ (৬) গেমে হারান সার্বিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে সতীর্থের দেখা পথেই জয় পান জোকোভিচ। ক্যামেরুন নিকে ৬-৪, ৬-৪ গেমে হারান টেনিসের শীর্ষ বাছাই। জয়টি ডেভিস কাপের এককে টানা ২১তম জয় টেনিস কিংবদন্তির। যা সার্বিয়ার রেকর্ড। আগামীকাল রাতে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালি।
পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। ব্যক্তিগত ছন্দ এবার দলীয়ভাবে দেখানোর পালা তাঁর। সেটা দুর্দান্তভাবে করছেনও তিনি। ডেভিস কাপে অবশ্য তিনি একা নন তাঁর সতীর্থরাও দারুণ খেলছেন।
সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে তাঁরা। ২০১০ সালের পর আবারও ডেভিস কাপ জিততে তাঁদের দূরত্ব আর দুই ধাপ। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ফুরাতে পারলে বিমান থেকে লাফ দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জোকোভিচ ও সার্বিয়ার অধিনায়ক ভিক্টর ট্রয়িকি। তবে সেটা যে তাঁরা মজার ছলে বলেছেন তা স্পষ্ট জোকোভিচের শেষ কথায়, ‘যদি এমনটা সরাসরি করতে চাও তাহলে জিতো না।’
শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে সার্বিয়াকে জয় এনে দেন মিওমির কেনমানভিক। প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ৭-৬ (২),৭-৬ (৬) গেমে হারান সার্বিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে সতীর্থের দেখা পথেই জয় পান জোকোভিচ। ক্যামেরুন নিকে ৬-৪, ৬-৪ গেমে হারান টেনিসের শীর্ষ বাছাই। জয়টি ডেভিস কাপের এককে টানা ২১তম জয় টেনিস কিংবদন্তির। যা সার্বিয়ার রেকর্ড। আগামীকাল রাতে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালি।
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে