পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। ব্যক্তিগত ছন্দ এবার দলীয়ভাবে দেখানোর পালা তাঁর। সেটা দুর্দান্তভাবে করছেনও তিনি। ডেভিস কাপে অবশ্য তিনি একা নন তাঁর সতীর্থরাও দারুণ খেলছেন।
সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে তাঁরা। ২০১০ সালের পর আবারও ডেভিস কাপ জিততে তাঁদের দূরত্ব আর দুই ধাপ। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ফুরাতে পারলে বিমান থেকে লাফ দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জোকোভিচ ও সার্বিয়ার অধিনায়ক ভিক্টর ট্রয়িকি। তবে সেটা যে তাঁরা মজার ছলে বলেছেন তা স্পষ্ট জোকোভিচের শেষ কথায়, ‘যদি এমনটা সরাসরি করতে চাও তাহলে জিতো না।’
শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে সার্বিয়াকে জয় এনে দেন মিওমির কেনমানভিক। প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ৭-৬ (২),৭-৬ (৬) গেমে হারান সার্বিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে সতীর্থের দেখা পথেই জয় পান জোকোভিচ। ক্যামেরুন নিকে ৬-৪, ৬-৪ গেমে হারান টেনিসের শীর্ষ বাছাই। জয়টি ডেভিস কাপের এককে টানা ২১তম জয় টেনিস কিংবদন্তির। যা সার্বিয়ার রেকর্ড। আগামীকাল রাতে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালি।
পুরুষ এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন নোভাক জোকোভিচ। ব্যক্তিগত ছন্দ এবার দলীয়ভাবে দেখানোর পালা তাঁর। সেটা দুর্দান্তভাবে করছেনও তিনি। ডেভিস কাপে অবশ্য তিনি একা নন তাঁর সতীর্থরাও দারুণ খেলছেন।
সেই ধারাবাহিকতা বজায় রেখে গতকাল ডেভিস কাপের সেমিফাইনালে উঠেছে সার্বিয়া। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গ্রেট ব্রিটেনকে ২-০ ব্যবধানে হারিয়েছে তাঁরা। ২০১০ সালের পর আবারও ডেভিস কাপ জিততে তাঁদের দূরত্ব আর দুই ধাপ। দীর্ঘ ১৩ বছরের অপেক্ষা ফুরাতে পারলে বিমান থেকে লাফ দেওয়ার ঘোষণা দিয়েছেন জোকোভিচরা।
ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এমনটিই জানিয়েছেন জোকোভিচ ও সার্বিয়ার অধিনায়ক ভিক্টর ট্রয়িকি। তবে সেটা যে তাঁরা মজার ছলে বলেছেন তা স্পষ্ট জোকোভিচের শেষ কথায়, ‘যদি এমনটা সরাসরি করতে চাও তাহলে জিতো না।’
শেষ আটের লড়াইয়ে প্রথম ম্যাচে সার্বিয়াকে জয় এনে দেন মিওমির কেনমানভিক। প্রতিপক্ষ জ্যাক ড্রাপারকে ৭-৬ (২),৭-৬ (৬) গেমে হারান সার্বিয়ান তারকা। দ্বিতীয় ম্যাচে সতীর্থের দেখা পথেই জয় পান জোকোভিচ। ক্যামেরুন নিকে ৬-৪, ৬-৪ গেমে হারান টেনিসের শীর্ষ বাছাই। জয়টি ডেভিস কাপের এককে টানা ২১তম জয় টেনিস কিংবদন্তির। যা সার্বিয়ার রেকর্ড। আগামীকাল রাতে সেমিফাইনালে তাঁদের প্রতিপক্ষ ইতালি।
দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
১ ঘণ্টা আগেপ্রথম তিনটি টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের মতো পরের তিনটি ফাইনালেও (২০২৭,২০২৯, ২০৩১) আয়োজক হিসেবে ইংল্যান্ডের নাম ঘোষণা করেছে আইসিসি। যদিও ভারত চেয়েছিল ২০২৭ সালের আসর আয়োজন করতে। তবে অতীতের তিন আসরে ইংল্যান্ডের আয়োজনের অভিজ্ঞতা মুগ্ধ করেছে আইসিসিকে।
২ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে দাঁড়াতেই দিলেন না তাসকিনরা। ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে গেছে সফরকারীরা। পাকিস্তানের তিন ব্যাটারই শুধু দুই অঙ্কের ঘরে পোঁছাতে পেরেছেন।
৩ ঘণ্টা আগেমিরপুরে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে দুর্দান্ত বোলিংয়ে পাওয়ার-প্লেতে পাকিস্তানকে রীতিমতো কাঁপিয়ে দিয়েছে বাংলাদেশ। ৬ ওভার শেষে ৪ উইকেটে ৪১ রান পাকিস্তানের। একটি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শেখ মেহেদী, মোস্তাফিজুর রহমান ও তানজিম হাসান সাকিব।
৪ ঘণ্টা আগে