ক্রীড়া ডেস্ক
ঢাকা: কাল রাফায়েল নাদালের জন্মদিন ছিল। আর জন্মদিনে এমন একটা জয়ই যেন প্রত্যাশিত ছিল লাল দুর্গের রাজার! ৩৫তম জন্মদিনটা স্প্যানিশ টেনিস তারকা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক জয়ে। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফরাসি টেনিস তারকা রিচার্ড গাসকেতকে সরাসরি সেটে (৬-০,৭-৫, ৬-২ গেমে) হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এই স্প্যানিশ তারকা।
কাল শুরু থেকেই দুর্দান্ত ছিলেন নাদাল। ২২ মিনিটেই ৬-০ গেমে প্রথম সেট জিতে নেন রাফা। প্রথম সেটে পাত্তা না পাওয়া গাসকেত দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। ৫-৫ গেমে সমতায় ফেরার পর সার্ভ ব্রেক করে ৭-৫ গেমে জিতে টানা দ্বিতীয় সেটও জেতেন নাদাল।
তৃতীয় সেটেও লড়াই জমে উঠেছিল তবে এবারও পেরে উটতে পারেননি গাসকেত। ৬-২ গেমে ফরাসি তারকাকে হারিয়ে সরাসরি সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান স্প্যানিশ টেনিস তারকা।এমন দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেননি নাদাল। ম্যাচ শেষে স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘সরাসরি সেটে জেতার মজাই আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি ভালো খেলছি।’
কাল ৩৫ তম জন্মদিনে নাদাল কোনো উপহার পেয়েছিলেন কি না জানা নেই। তবে এমন দুর্দান্ত জয় রাফার কাছে জন্মদিনের উপহারের চেয়ে কোনো অংশে কম নয়। আগামীকাল ইংল্যান্ডের ক্যামেরন নরির বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড খেলবেন স্প্যানিশ টেনিস তারকা।
ঢাকা: কাল রাফায়েল নাদালের জন্মদিন ছিল। আর জন্মদিনে এমন একটা জয়ই যেন প্রত্যাশিত ছিল লাল দুর্গের রাজার! ৩৫তম জন্মদিনটা স্প্যানিশ টেনিস তারকা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক জয়ে। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফরাসি টেনিস তারকা রিচার্ড গাসকেতকে সরাসরি সেটে (৬-০,৭-৫, ৬-২ গেমে) হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এই স্প্যানিশ তারকা।
কাল শুরু থেকেই দুর্দান্ত ছিলেন নাদাল। ২২ মিনিটেই ৬-০ গেমে প্রথম সেট জিতে নেন রাফা। প্রথম সেটে পাত্তা না পাওয়া গাসকেত দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। ৫-৫ গেমে সমতায় ফেরার পর সার্ভ ব্রেক করে ৭-৫ গেমে জিতে টানা দ্বিতীয় সেটও জেতেন নাদাল।
তৃতীয় সেটেও লড়াই জমে উঠেছিল তবে এবারও পেরে উটতে পারেননি গাসকেত। ৬-২ গেমে ফরাসি তারকাকে হারিয়ে সরাসরি সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান স্প্যানিশ টেনিস তারকা।এমন দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেননি নাদাল। ম্যাচ শেষে স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘সরাসরি সেটে জেতার মজাই আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি ভালো খেলছি।’
কাল ৩৫ তম জন্মদিনে নাদাল কোনো উপহার পেয়েছিলেন কি না জানা নেই। তবে এমন দুর্দান্ত জয় রাফার কাছে জন্মদিনের উপহারের চেয়ে কোনো অংশে কম নয়। আগামীকাল ইংল্যান্ডের ক্যামেরন নরির বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড খেলবেন স্প্যানিশ টেনিস তারকা।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৩ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৬ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৭ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৮ ঘণ্টা আগে