Ajker Patrika

জয় দিয়ে জন্মদিন রাঙালেন নাদাল

আপডেট : ০৪ জুন ২০২১, ১৫: ৫৩
জয় দিয়ে জন্মদিন রাঙালেন নাদাল

ঢাকা: কাল রাফায়েল নাদালের জন্মদিন ছিল। আর জন্মদিনে এমন একটা জয়ই যেন প্রত্যাশিত ছিল লাল দুর্গের রাজার! ৩৫তম জন্মদিনটা স্প্যানিশ টেনিস তারকা স্মরণীয় করে রাখলেন দুর্দান্ত এক জয়ে। ফ্রেঞ্চ ওপেনের দ্বিতীয় রাউন্ডে ফরাসি টেনিস তারকা রিচার্ড গাসকেতকে সরাসরি সেটে (৬-০,৭-৫, ৬-২ গেমে) হারিয়ে তৃতীয় রাউন্ডে পৌঁছে গেলেন এই স্প্যানিশ তারকা।

কাল শুরু থেকেই দুর্দান্ত ছিলেন নাদাল। ২২ মিনিটেই ৬-০ গেমে প্রথম সেট জিতে নেন রাফা। প্রথম সেটে পাত্তা না পাওয়া গাসকেত দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেছে তবে শেষ পর্যন্ত জিততে পারেননি। ৫-৫ গেমে সমতায় ফেরার পর সার্ভ ব্রেক করে ৭-৫ গেমে জিতে টানা দ্বিতীয় সেটও জেতেন নাদাল।

তৃতীয় সেটেও লড়াই জমে উঠেছিল তবে এবারও পেরে উটতে পারেননি গাসকেত। ৬-২ গেমে ফরাসি তারকাকে হারিয়ে সরাসরি সরাসরি সেটে জিতে তৃতীয় রাউন্ডে পৌঁছে যান স্প্যানিশ টেনিস তারকা।এমন দুর্দান্ত জয়ের পর উচ্ছ্বাসটা ধরে রাখতে পারেননি নাদাল। ম্যাচ শেষে স্প্যানিশ টেনিস তারকা বলেছেন, ‘সরাসরি সেটে জেতার মজাই আলাদা। সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা আমি ভালো খেলছি।’

কাল ৩৫ তম জন্মদিনে নাদাল কোনো উপহার পেয়েছিলেন কি না জানা নেই। তবে এমন দুর্দান্ত জয় রাফার কাছে জন্মদিনের উপহারের চেয়ে কোনো অংশে কম নয়। আগামীকাল ইংল্যান্ডের ক্যামেরন নরির বিপক্ষে টুর্নামেন্টের তৃতীয় রাউন্ড খেলবেন স্প্যানিশ টেনিস তারকা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জীবনের শেষ ইচ্ছার কথা ফেসবুকে প্রকাশ, বাস্তবেও ঘটল তাই

দুশ্চিন্তা, হতাশা দূর হবে হাদিসে বর্ণিত এই চার দোয়ায়

মালিকানা না, শুধু লাইসেন্সিং অপারেটর নিয়োগ: চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ

ট্রাম্প-সি বৈঠকের আগে যুক্তরাষ্ট্র-চীন বাণিজ্য চুক্তির রূপরেখা চূড়ান্ত

৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুতি নিচ্ছে বামপন্থীরা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ