কাসপার রুডকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন স্তেফানোস সিৎসিফাস। এ নিয়ে এ টুর্নামেন্টে চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক।
গত রাতে রুদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিফাস। ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি তাঁর।
এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকে দাপট দেখান সিৎসিফাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজীয় রুড। সিৎসিফাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিফাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’
শিরোপা জিতে এটিপি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন সিৎসিফাস। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। চার ধাপ এগিয়ে ছয়ে রুড। এবারের মন্টে কার্লোর ফাইনালে ওঠার পথে সিৎসিফাস হারিয়েছেন র্যাঙ্কিংয়ের দশে থাকা দুই তারকা আলেক্সান্দর জাভেরভ ও ইয়ানিক সিনারকে।
সেই সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁলেন সিৎসিফাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’
কাসপার রুডকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন স্তেফানোস সিৎসিফাস। এ নিয়ে এ টুর্নামেন্টে চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক।
গত রাতে রুদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিফাস। ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি তাঁর।
এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকে দাপট দেখান সিৎসিফাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজীয় রুড। সিৎসিফাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিফাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’
শিরোপা জিতে এটিপি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন সিৎসিফাস। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। চার ধাপ এগিয়ে ছয়ে রুড। এবারের মন্টে কার্লোর ফাইনালে ওঠার পথে সিৎসিফাস হারিয়েছেন র্যাঙ্কিংয়ের দশে থাকা দুই তারকা আলেক্সান্দর জাভেরভ ও ইয়ানিক সিনারকে।
সেই সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁলেন সিৎসিফাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
২ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৩ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৪ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৬ ঘণ্টা আগে