কাসপার রুডকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন স্তেফানোস সিৎসিফাস। এ নিয়ে এ টুর্নামেন্টে চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক।
গত রাতে রুদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিফাস। ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি তাঁর।
এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকে দাপট দেখান সিৎসিফাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজীয় রুড। সিৎসিফাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিফাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’
শিরোপা জিতে এটিপি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন সিৎসিফাস। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। চার ধাপ এগিয়ে ছয়ে রুড। এবারের মন্টে কার্লোর ফাইনালে ওঠার পথে সিৎসিফাস হারিয়েছেন র্যাঙ্কিংয়ের দশে থাকা দুই তারকা আলেক্সান্দর জাভেরভ ও ইয়ানিক সিনারকে।
সেই সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁলেন সিৎসিফাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’
কাসপার রুডকে হারিয়ে মন্টে কার্লো মাস্টার্সের শিরোপা জিতলেন স্তেফানোস সিৎসিফাস। এ নিয়ে এ টুর্নামেন্টে চার বছরের মধ্যে তৃতীয়বার চ্যাম্পিয়ন হলেন এই গ্রিক।
গত রাতে রুদকে ৬-১, ৬-৪ গেমে হারিয়েছেন সিৎসিফাস। ২০২১ সালে প্রথম মন্টে কার্লো জেতেন ২৫ বছর বয়সী তারকা। পরের বছরও চ্যাম্পিয়ন হন তিনি। তবে ২০২৩ সালে ফাইনালে ওঠা হয়নি তাঁর।
এবার শিরোপা পুনরুদ্ধারের পথে শুরু থেকে দাপট দেখান সিৎসিফাস। আর ফাইনালে প্রথম সেট জেতেন মাত্র ৩৬ মিনিটে। তবে দ্বিতীয় সেটে ঘুরে দাঁড়াতে চেষ্টা করেন নরওয়েজীয় রুড। সিৎসিফাস শেষ দুই গেম জেতার আগে ব্যবধানটা ৪-৪ করেন তিনি।
সাম্প্রতিক সময়ে বেশ খারাপ সময় যাচ্ছিল সিৎসিফাসের। তবে মন্টে কার্লোতে দাপুটে জয়ে শিরোপা পুনরুদ্ধার করতে পেরে খুশি তিনি, ‘আমার খুব খারাপ সময় যাচ্ছিল। তাই মঞ্চে ফেরা ও জিততে পেরে খুশি।’
শিরোপা জিতে এটিপি র্যাঙ্কিংয়েও বড় লাফ দিলেন সিৎসিফাস। পাঁচ ধাপ এগিয়ে সাতে উঠে এসেছেন তিনি। চার ধাপ এগিয়ে ছয়ে রুড। এবারের মন্টে কার্লোর ফাইনালে ওঠার পথে সিৎসিফাস হারিয়েছেন র্যাঙ্কিংয়ের দশে থাকা দুই তারকা আলেক্সান্দর জাভেরভ ও ইয়ানিক সিনারকে।
সেই সঙ্গে আরেকটি মাইলফলকও ছুঁলেন সিৎসিফাস। মন্টে কার্লোতে তিন বা তার বেশি শিরোপা জেতা রাফায়েল নাদাল, বিয়র্ন বোর্গ, টমাস মাস্টার ও ইলি নাস্তাসের পাশে বসলেন ‘গ্রীক যোদ্ধা’
নাহিদ রানার বোলিং ও গতি নিয়ে সাবেক কিংবদন্তিরাও প্রশংসা করেছেন। বিভিন্ন সময় তাঁর যত্ন নেওয়ার পরামর্শ দিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি)। কিন্তু জিম্বাবুয়ে দলকে এখনো মোকাবিলা করতে হয়নি নাহিদ রানা বোলিং। সবকিছু ঠিক থাকলে আগামীকাল থেকে শুরু হতে যাওয়া সিলেট টেস্টেই জিম্বাবুয়ের বিপক্ষে প্রথমবার...
৪ মিনিট আগেসিলেটে কাল থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম টেস্ট। চার বছর পর নিজেদের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট খেলবে বাংলাদেশ। লিটন দাস-তাসকিন আহেমদরা না থাকলেও তরুণ ও অভিজ্ঞের দারুণ মিশ্রণ স্বাগতিক দলে। সফরকারীরাও বেশ শক্তিশালী দল নিয়েই বাংলাদেশ সফরে এসেছে। লড়াইটা সহজ হবে না বলেই মনে করছে দুই দলই।
১ ঘণ্টা আগেনাহিদ রানা। বাংলাদেশের পেস সম্ভাবনার আরেক নাম। শুরুতে শুধু তাঁর বলে গতি থাকলেও তাতে ছিল না তেমন নিয়ন্ত্রণ। তবে এখন দ্রুতগতির বলেও নিয়ন্ত্রণ আনতে পারছেন। আর যেদিন থেকে কাজটি করতে পারছেন, সাফল্য ধরা দিচ্ছে তাঁকে।
২ ঘণ্টা আগেবলটি ধেয়ে আসছিল এলমান মতিনের দিকেই। কিন্তু নাগালের বাইরে হওয়ায় নিয়ন্ত্রণে নিতে পারেননি তিনি। উল্টো তা রিসিভ করতে হয় মাঠের বাইরে থাকা এক সাংবাদিককে। তাঁর এমন দক্ষতায় মতিন হাসিমুখে বলে ওঠেন ‘নাইস’। ইংল্যান্ডে বেড়ে ওঠা এই তরুণ ফুটবলারের বাংলায় কথা বলতে তেমন কোনো জড়তা নেই, বাচনভঙ্গি স্বভাবতই ইংরেজদের...
৩ ঘণ্টা আগে