২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।
উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।
২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।
উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে