২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।
উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।
২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।
উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।
লর্ডসে ভারতের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ডকে শাস্তি দিলেও ভারত কোনো শাস্তি পায়নি। তবে এবার মেয়েদের সিরিজে ভারত-ইংল্যান্ড দুই দলকেই শাস্তি দিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। যেখানে ভারতের একজন ক্রিকেটার পেয়েছেন কঠিন শাস্তি। এক্ষেত্রে পুরো ইংল্যান্ড দলকে করা হয়েছে জরিমানা।
১৩ মিনিট আগেপাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের আগে আজ বেলা ২টায় মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশ দলের অনুশীলন হওয়ার কথা ছিল। তবে পূর্বনির্ধারিত এই অনুশীলন বাতিল করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেলঙ্কা জয় করে দেশে ফেরার পর বাংলাদেশ ক্রিকেট দল এখন ফুরফুরে মেজাজে। তবে দেশে ফিরলেও লিটন দাস-তানজিদ হাসান তামিমদের বিশ্রাম নেওয়ার সুযোগ নেই। কারণ, পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-পাকিস্তান তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ।
২ ঘণ্টা আগে২০২৬ ফুটবল বিশ্বকাপ শুরু হতে এক বছরও সময় বাকি নেই। যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোতে হতে যাওয়া বিশ্বকাপ নিয়ে এখনই চলছে নানা জল্পনা-কল্পনা। শোনা যাচ্ছে আগামী বিশ্বকাপে বদলে যেতে পারে ফুটবলের একটি নিয়ম।
২ ঘণ্টা আগে