২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।
উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।
২০২৩ উইম্বলডন ছেলেদের ফাইনালের উপলক্ষ্য দুই ফাইনালিস্টের কাছে ছিল দুই রকম। নোভাক জোকোভিচের কাছে গতকাল ছিল গ্র্যান্ড স্লামের সংখ্যাটা বাড়িয়ে নেওয়া। আর কার্লোস আলকারাসের কাছে ছিল তা ইতিহাস গড়ার মঞ্চ। সবাইকে চমকে দিয়ে ইতিহাস গড়েছেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকার খেলা দেখে মুগ্ধ হয়েছেন শচীন টেন্ডুলকার।
প্রথম সেটে ৬-১ গেমে জয় দিয়েই গতকাল ফাইনাল শুরু করেন জোকোভিচ। দ্বিতীয় সেট থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাস। পিছিয়ে পড়ে ঘুরে দাঁড়ানোর কাজটা যেখানে সচরাচর জোকো করেন, গতকাল সেই কাজটাই করলেন আলকারাস। টাইব্রেকারে গড়ানো দ্বিতীয় সেট ৮-৬ গেমে জেতেন আলকারাস। এরপর তৃতীয় সেট স্প্যানিশ এই টেনিস তারকা জেতেন ৬-১ গেমে। আর চতুর্থ সেট জোকো জিতলে পঞ্চম সেট হয়ে যায় ম্যাচ নির্ধারণী। ৬-৪ গেমে শেষ সেট জিতে শেষ হাসি হেসেছেন আলকারাস। রুদ্ধশ্বাস এক ফাইনালে উইম্বলডন পায় নতুন রাজা।
উইম্বলডনের হাড্ডাহাড্ডি এই ফাইনাল দেখে শচীন মুগ্ধ। আলকারাসের প্রশংসা করে ভারতীয় এই ব্যাটার বলেন, ‘অসাধারণ এক ফাইনাল দেখলাম। দুই খেলোয়াড়ই দুর্দান্ত টেনিস খেলেছে। আমরা টেনিসের ভবিষ্যৎ এক সুপারস্টারের জাগরণ দেখতে পাচ্ছি। আগামী ১০-১২ বছর কার্লোসের খেলা দেখব যেভাবে আমি রজার ফেদেরারের খেলা দেখতাম। অসংখ্য অভিনন্দন কার্লোস আলকারাস।’
ক্যারিয়ারে এই নিয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জিতলেন আলকারাস। স্প্যানিশ এই টেনিস তারকা এর আগে ২০২২ ইউএস ওপেন জিতেছেন। আর জোকো জিতেছেন ২৩টি গ্র্যান্ড স্লাম।
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
৮ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
৮ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
৯ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১১ ঘণ্টা আগে