এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামলেন। ইতালিয়ান তারকার প্রতিপক্ষ ছিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো ফাইনালে উঠে এসে।
সেই ফাইনালও জিতলেন ক্রেজিকোভা। দর্শক হয়ে আসা প্রিন্সেস অব ওয়েলসের সামনে পরলেন উইম্বলডনের নতুন রানির ‘মুকুট’। সেন্টার কোর্টে আজ পাওলিনিকে হারালেন ৬-২,২-৬ ও ৬-৪ গেমে। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর গ্র্যান্ড স্ল্যামে পাওলিনির টানা দ্বিতীয় ফাইনালে হার। উইম্বলডনের আগে এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হারেন ২৮ বছর বয়সী তারকা। প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে সমান ব্যবধানে জিতেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেটে হেরে বসেন লড়াই করেও।
এই উইম্বলডনের আগে ঘাসের কোর্টে কোনো জয়ই ছিল না জেসমিন পাওলিনির! সেই পাওলিনিই আজ ঘাসের কোর্টের গ্র্যান্ড স্লাম উইম্বলডন জয়ের লড়াইয়ে নামলেন। ইতালিয়ান তারকার প্রতিপক্ষ ছিলেন চেক প্রজাতন্ত্রের বারবোরা ক্রেজিকোভা।
দুই প্রতিযোগীর সাধারণ মিল—উইম্বলডনে এটাই তাঁদের প্রথম ফাইনাল। এর আগে অবশ্য ক্রেজিকোভা ২০২১ সালে ফ্রেঞ্চ ওপেন জিতেছেন, সে বছরই উইম্বলডনে ছিল তাঁর সেরা পারফরম্যান্স; উঠে এসেছিলেন চতুর্থ রাউন্ডে। তবে তাঁর পাওয়ার যোগ্যতা যে আরও বেশি, সেটি ক্রেজিকোভা প্রমাণ করেছেন এই উইম্বলডনে। প্রথমবারের মতো ফাইনালে উঠে এসে।
সেই ফাইনালও জিতলেন ক্রেজিকোভা। দর্শক হয়ে আসা প্রিন্সেস অব ওয়েলসের সামনে পরলেন উইম্বলডনের নতুন রানির ‘মুকুট’। সেন্টার কোর্টে আজ পাওলিনিকে হারালেন ৬-২,২-৬ ও ৬-৪ গেমে। ক্যারিয়ারে এটি তাঁর দ্বিতীয় গ্র্যান্ড স্ল্যাম। আর গ্র্যান্ড স্ল্যামে পাওলিনির টানা দ্বিতীয় ফাইনালে হার। উইম্বলডনের আগে এ বছর ফ্রেঞ্চ ওপেনের ফাইনালেও হারেন ২৮ বছর বয়সী তারকা। প্রথম সেটে ৬-২ ব্যবধানে হারের পর দ্বিতীয় সেটে সমান ব্যবধানে জিতেছিলেন তিনি। কিন্তু তৃতীয় সেটে হেরে বসেন লড়াই করেও।
এশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
২৭ মিনিট আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
২ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
৩ ঘণ্টা আগেটি-টোয়েন্টি সিরিজে ধবলধোলাইয়ের বদলা নিয়েছে আফগানিস্তান। ওয়ানডেতে বাংলাদেশকে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ করেছে আফগানরা। পুরো সিরিজে বাংলাদেশকে দুমড়ে-মুচড়ে দিয়েছে হাশমাতুল্লাহ শাহিদীর নেতৃত্বাধীন আফগানিস্তান। দুর্দান্ত এই পারফরম্যান্সের পর সুখবর পেলেন আফগান ক্রিকেটাররা।
৫ ঘণ্টা আগে