ইউএস ওপেনে অব্যাহত রয়েছে তারকা পতন। কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচের পর এবার হার্ড কোর্টের এই গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিলেন মেয়েদের বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গফ। চতুর্থ রাউন্ডে তৃতীয় বাছাই আমেরিকান এই তারকাকে বিদায় করেছেন গফেরই স্বদেশি এমা নাভারো। পুরুষ বিভাগ থেকেও বিদায় নিয়েছেন আন্দ্রেই রুভলেভ ও ক্যাসপার রুডের মতো বাছাই তারকা।
নাভারোর বিপক্ষে রোববারের ম্যাচে প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন কোকো। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় সেটে। তখন কারও কারও মনে ভেসে উঠেছিল গত ইউএস ওপেনের ফাইনালের স্মৃতি। আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেটে হেরেও পরের দুই সেট জিতে ফ্ল্যাশিং মিডোয় নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু এদিন নিজেদের সেরা ছন্দে ছিলেন না কোকো। ১৯টি ডাবল ফল্ট করেছেন, আনফোর্স এরর ৬০টি। হেরেছেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে।
কোকো বিদায় নিলেও, পুরুষ বিভাগে শেষ আটে উঠেছেন দুই আমেরিকান ট্রেলর ফ্রিটজ ও ফ্রান্সেস্কো টিয়াফো। চতুর্থ রাউন্ডে ফ্রিটজ ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে। জোকোভিচকে বিদায় করা অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনকে ৬-৪,৭-৬ (৭ /৩),২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিয়াফো। শেষ আট নিশ্চিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভও। পাঁচ সেটের ম্যারাথন ম্যাচে তিনি ৬-৩, ৭-৬ (৭/৩), ১-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে।
মেয়েদের বিভাগে এমা নাভারো ছাড়াও শেষ আটে উঠেছেন বেলারুশে সাবালেঙ্কা, স্পেনের পাওলা বাদোসা ও চীনের ঝেং কুইওয়েন।
ইউএস ওপেনে অব্যাহত রয়েছে তারকা পতন। কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচের পর এবার হার্ড কোর্টের এই গ্র্যান্ড স্লাম থেকে বিদায় নিলেন মেয়েদের বিভাগের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কোকো গফ। চতুর্থ রাউন্ডে তৃতীয় বাছাই আমেরিকান এই তারকাকে বিদায় করেছেন গফেরই স্বদেশি এমা নাভারো। পুরুষ বিভাগ থেকেও বিদায় নিয়েছেন আন্দ্রেই রুভলেভ ও ক্যাসপার রুডের মতো বাছাই তারকা।
নাভারোর বিপক্ষে রোববারের ম্যাচে প্রথম সেটেই পিছিয়ে পড়েছিলেন কোকো। তবে ঘুরে দাঁড়িয়েছিলেন দ্বিতীয় সেটে। তখন কারও কারও মনে ভেসে উঠেছিল গত ইউএস ওপেনের ফাইনালের স্মৃতি। আরিনা সাবালেঙ্কার বিপক্ষে প্রথম সেটে হেরেও পরের দুই সেট জিতে ফ্ল্যাশিং মিডোয় নতুন রানি হিসেবে আত্মপ্রকাশ করেছিলেন। কিন্তু এদিন নিজেদের সেরা ছন্দে ছিলেন না কোকো। ১৯টি ডাবল ফল্ট করেছেন, আনফোর্স এরর ৬০টি। হেরেছেন ৬-৩, ৪-৬, ৬-৩ গেমে।
কোকো বিদায় নিলেও, পুরুষ বিভাগে শেষ আটে উঠেছেন দুই আমেরিকান ট্রেলর ফ্রিটজ ও ফ্রান্সেস্কো টিয়াফো। চতুর্থ রাউন্ডে ফ্রিটজ ৩-৬, ৬-৪, ৬-৩, ৬-২ গেমে হারিয়েছেন অষ্টম বাছাই নরওয়ের ক্যাসপার রুডকে। জোকোভিচকে বিদায় করা অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনকে ৬-৪,৭-৬ (৭ /৩),২-৬, ৬-৩ গেমে হারিয়েছেন তিয়াফো। শেষ আট নিশ্চিত করেছেন বুলগেরিয়ার গ্রিগর দিমিত্রভও। পাঁচ সেটের ম্যারাথন ম্যাচে তিনি ৬-৩, ৭-৬ (৭/৩), ১-৬, ৩-৬, ৬-৩ গেমে হারিয়েছেন ষষ্ঠ বাছাই রাশিয়ার আন্দ্রেই রুবলেভকে।
মেয়েদের বিভাগে এমা নাভারো ছাড়াও শেষ আটে উঠেছেন বেলারুশে সাবালেঙ্কা, স্পেনের পাওলা বাদোসা ও চীনের ঝেং কুইওয়েন।
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
১০ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে