Ajker Patrika

ফ্রেঞ্চ ওপেন বয়কট ওসাকার

আপডেট : ০১ জুন ২০২১, ১৪: ৫০
ফ্রেঞ্চ ওপেন বয়কট ওসাকার

ঢাকা: পরশু ফ্রেঞ্চ ওপেন শুরুর দিনেই মোটা অঙ্কের জরিমানা গুনেছিলেন নাওমি ওসাকা। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে না গিয়ে জরিমানা গুনতে হয়েছে এই জাপানি তারকার। জরিমানার সঙ্গে ফ্রেঞ্চ ওপেন কর্তৃপক্ষ তাঁকে বহিষ্কারের হুমকিও দিয়েছিল। তবে কাল নিজেই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন ওসাকা।

ফ্রেঞ্চ ওপেন শুরুর এক সপ্তাহ আগে সংবাদ সম্মেলনে না যাওয়ার ঘোষণা দিয়েছিলেন ওসাকা। কারণ হিসেবে জানিয়েছিলেন, সাংবাদিকদের প্রশ্নে তিনি ‘মানসিকভাবে অসুস্থ’ বোধ করেন। প্রথম ম্যাচ জিতেও তাই সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলেননি এই জাপানি তারকা। ফলে ১৫০০০ ডলার (প্রায় ১৩ লাখ টাকা) জরিমানা গুনতে হয় তাঁকে। তখনই ফ্রেঞ্চ ওপেন টুর্নামেন্ট কর্তৃপক্ষ আগামী গ্রান্ড স্ল্যাম থেকে ওসাকাকে বহিষ্কারের হুমকি দিয়েছিল।

তবে এবার স্বেচ্ছায় টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছেন ওসাকা। টুর্নামেন্ট থেকে সরে যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে হতাশা ব্যক্ত করেছেন চারবার গ্রান্ড স্ল্যাম জয়ী এই তারকা। কাল নিজের ইনস্টাগ্রামে এক পোস্টে লিখেছেন, ‘টুইটারে আমার একটা পোস্ট নিয়ে যে এমন হবে কল্পনাও করিনি। সব দিক বিবেচনা করে তাই টুর্নামেন্ট থেকে সরে দাঁড়িয়েছি।’

ওসাকার এমন মানসিক অবসাদে ভোগা এবারই প্রথম নয়। ২০১৮ ইউএস ওপেন থেকে এমন মানসিক অবসাদে ভুগছেন জাপানি টেনিস তারকা। নিজেকে অন্তর্মুখী স্বভাবের দাবি করে চারবারের গ্রান্ড স্ল্যামজয়ী লিখেছেন, ‘সাংবাদিকদের প্রতি আমার কোনো রাগ নেই, তাঁরা সবসময় আমার পাশে ছিলেন। আমি আসলে অন্তর্মুখী স্বভাবের। মানুষের সঙ্গে খুব বেশি কথা বলি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তৃতীয়বার বিধ্বস্ত হলো বিমানবাহিনীর এফ-৭, এই চীনা যুদ্ধবিমানের বৈশিষ্ট্য কী

উত্তরায় বিমান বিধ্বস্ত: পাইলটসহ নিহত ২২, আহত দেড় শতাধিক, মঙ্গলবার রাষ্ট্রীয় শোক

৯ লাখ টন চাল কিনবে বাংলাদেশ, আশায় বুক বাঁধছেন ভারতীয় ব্যবসায়ীরা

উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত

পাইলটের মা-বাবাকে বিমানবাহিনীর উড়োজাহাজে নেওয়া হলো ঢাকায়

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত