Ajker Patrika

কেলেঙ্কারির জেরে চীনে বন্ধ হলো নারীদের টেনিস প্রতিযোগিতা

কেলেঙ্কারির জেরে চীনে বন্ধ হলো নারীদের টেনিস প্রতিযোগিতা

চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া। 

টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’ 

আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’ 

এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফোন-ইন্টারনেট ভাতা পাচ্ছেন মাঠ প্রশাসনের সব কর্মচারী

ভাড়া বাড়িতে চলা ১৬ বিশ্ববিদ্যালয়ে ভর্তিসহ সব শিক্ষা কার্যক্রম বন্ধের নির্দেশ

পিপির বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব ৪৯ জন সহকারী পিপির

জোবাইদার নিরাপত্তার নামে প্রতিবেশীদের বিরক্ত না করার নির্দেশ তারেক রহমানের

শান্ত যে কারণে টি-টোয়েন্টি দলে, মিরাজ কেন নেই

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত