ক্রীড়া ডেস্ক
চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
চীনে বন্ধ করা হলো নারীদের টেনিসের সকল আয়োজন। গতকাল এই সিদ্ধান্তের কথা নিশ্চিত করেছেন ওমেন টেনিস অ্যাসোসিয়েশনের (ডব্লিউটি) চেয়ারম্যান স্টিভ সিমন। মূলত নারী খেলোয়াড়দের নিরাপত্তা দিতে না পারার অভিযোগ এনে বাতিল করা হলো প্রতিযোগিতাগুলো। দেশটির শীর্ষ তারকা পেং শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকে নারী খেলোয়াড়দের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় ছিল ক্রীড়া দুনিয়া।
টেনিস তারকা শুয়াই নিখোঁজ হওয়ার পর থেকেই উত্তপ্ত ছিল টেনিস বিশ্ব। সেরেনা উইলিয়ামসসহ অনেক শীর্ষ তারকা এই ঘটনা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। এরপর শুয়াইকে খুঁজে পাওয়া গেলেও থামছিল না উত্তেজনা। সেই জেরে এবার নিষিদ্ধ হলো চীনে নারীদের টেনিসের সব প্রতিযোগিতা। প্রতিযোগিতা বন্ধের বিবৃতিতে সিমন বলেন, ‘আমি তাৎক্ষণিকভাবে চীন ও হংকংয়ে ডব্লিউটিএর সব প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করছি।’
আয়োজন বন্ধের যৌক্তিকতা তুলে ধরে সিমন আরও বলেন, ‘একজন বিবেকবান মানুষ হিসেবে আমি সেখানে অ্যাথলেটদের খেলতে যেতে দিতে পারি না, যেখানে পেং শুয়াইয়ের মতো একজন খেলোয়াড় মুক্তভাবে কথা বলতে পারে না। এমনকি তাঁকে যৌন নির্যাতনের অভিযোগ তুলে নিতে চাপও দেওয়া হয়েছিল।’
এর আগে চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলির বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ আনার পর হঠাৎ করেই নিখোঁজ হন শুয়াই। পরে এক বিবৃতিতে শুয়াইয়ের নিরাপদে থাকার বিষয়টি নিশ্চিত করে আইওসি। বিবৃতিতে জানানো হয়, ৩০ মিনিটের ফোন কলে সুরক্ষিত থাকার কথা নিজেই জানিয়েছেন শুয়াই।
আগের রাতে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেটাই ব্যবধান কমানোর সুযোগ এনে দেয় বার্সেলোনার জন্য। হান্সি ফ্লিকের দল অবশ্য সেটা হাতছাড়া করেনি। লা লিগায় দেপোর্তিভো আলাভেসকে আজ ১-০ গোলে হারিয়েছে তারা। দলের হয়ে একমাত্র জয়সূচক গোলটি করেন রবার্ট লেভানডফস্কি।
৭ ঘণ্টা আগেবিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৭ ঘণ্টা আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
৮ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
৯ ঘণ্টা আগে