ক্রীড়া ডেস্ক
‘জীবনে, সবকিছুর শুরু ও শেষ আছে’—এই বলে গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাফায়েল নাদাল। জানিয়েছিলেন ডেভিস কাপ ফাইনালে স্পেনের হয়ে খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন টেনিস কিংবদন্তি। তাঁর সেই বিদায় বলার দিনও ঘনিয়ে এল।
মালাগায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ডেভিস কাপ। নাদালের ২৩ বছরের ক্যারিয়ারের যতিচ্ছেদ পড়তে যাচ্ছে এখানেই। আবেগাপ্লুত বিদায়ের আগে ৩৮ বছর বয়সী স্পেনিয়ার্ড জিততে চান এই টুর্নামেন্টের শিরোপা। পাঁচ বছর আগে তাঁর নেতৃত্বে মাদ্রিদে ডেভিস কাপ জিতেছিল স্পেন। তবে এবার তিনি ডাবলস নাকি সিঙ্গেলসে খেলবেন সেটি নিশ্চিত করেননি।
তবে সবকিছু নির্ভর করছে ফিটনেসের ওপর। এ নিয়ে গতকাল স্পেনিশ টেনিস ফেডারেশনকে নাদাল বলেছেন, ‘প্রথমে, আমি অনুশীলনে কেমন অনুভব করি সেটি দেখতে হবে। যদি সিঙ্গেলসে জেতার সুযোগ না থাকার মতো মনে হয়, তাহলে খেলব না।’
২২ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর কয়েক বছর ধরে চোটের কারণে বেশির ভাগ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে নাদালকে। ফিরলেও স্বরূপে দেখা যায়নি। এ কারণেই ডেভিস কাপের আগে ফিটনেস নিয়ে যত চিন্তা তাঁর। ক্যারিয়ারের সপ্তাহ শুরুর আগে তিনি আরও বলেছেন, ‘যদি প্রস্তুত বোধ না করি, প্রথমেই আমি অধিনায়কের (ডেভিড ফেরার) সঙ্গে কথা বলব। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই কয়েকবার তাঁকে বলেছি, আমার শেষ সপ্তাহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে।’
নাদাল জুটি বাঁধবেন কার্লোস আলকারাসের সঙ্গে। এ বছর দুজনে ডাবলসে একসঙ্গে খেলেছেন প্যারিস অলিম্পিকে। পূর্বসূরির অবসর নিয়ে আলকারাস বলেছেন, ‘হয়তো সবচেয়ে বিশেষ টুর্নামেন্টটিই আমি খেলতে যাচ্ছি, রাফার শেষ টুর্নামেন্ট। আমি সত্যিই চায়, তিনি শিরোপা জিতে অবসর নিক। এটা সত্যি আমার জন্য আবেগময় ও বিশেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’
‘জীবনে, সবকিছুর শুরু ও শেষ আছে’—এই বলে গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাফায়েল নাদাল। জানিয়েছিলেন ডেভিস কাপ ফাইনালে স্পেনের হয়ে খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন টেনিস কিংবদন্তি। তাঁর সেই বিদায় বলার দিনও ঘনিয়ে এল।
মালাগায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ডেভিস কাপ। নাদালের ২৩ বছরের ক্যারিয়ারের যতিচ্ছেদ পড়তে যাচ্ছে এখানেই। আবেগাপ্লুত বিদায়ের আগে ৩৮ বছর বয়সী স্পেনিয়ার্ড জিততে চান এই টুর্নামেন্টের শিরোপা। পাঁচ বছর আগে তাঁর নেতৃত্বে মাদ্রিদে ডেভিস কাপ জিতেছিল স্পেন। তবে এবার তিনি ডাবলস নাকি সিঙ্গেলসে খেলবেন সেটি নিশ্চিত করেননি।
তবে সবকিছু নির্ভর করছে ফিটনেসের ওপর। এ নিয়ে গতকাল স্পেনিশ টেনিস ফেডারেশনকে নাদাল বলেছেন, ‘প্রথমে, আমি অনুশীলনে কেমন অনুভব করি সেটি দেখতে হবে। যদি সিঙ্গেলসে জেতার সুযোগ না থাকার মতো মনে হয়, তাহলে খেলব না।’
২২ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর কয়েক বছর ধরে চোটের কারণে বেশির ভাগ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে নাদালকে। ফিরলেও স্বরূপে দেখা যায়নি। এ কারণেই ডেভিস কাপের আগে ফিটনেস নিয়ে যত চিন্তা তাঁর। ক্যারিয়ারের সপ্তাহ শুরুর আগে তিনি আরও বলেছেন, ‘যদি প্রস্তুত বোধ না করি, প্রথমেই আমি অধিনায়কের (ডেভিড ফেরার) সঙ্গে কথা বলব। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই কয়েকবার তাঁকে বলেছি, আমার শেষ সপ্তাহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে।’
নাদাল জুটি বাঁধবেন কার্লোস আলকারাসের সঙ্গে। এ বছর দুজনে ডাবলসে একসঙ্গে খেলেছেন প্যারিস অলিম্পিকে। পূর্বসূরির অবসর নিয়ে আলকারাস বলেছেন, ‘হয়তো সবচেয়ে বিশেষ টুর্নামেন্টটিই আমি খেলতে যাচ্ছি, রাফার শেষ টুর্নামেন্ট। আমি সত্যিই চায়, তিনি শিরোপা জিতে অবসর নিক। এটা সত্যি আমার জন্য আবেগময় ও বিশেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’
ফুটবলের পাশাপাশি অন্যান্য খেলাতেও এখন মিলছে প্রবাসীদের বিচরণ। জিনাত ফেরদৌস অবশ্য অনেক আগেই নামের পাশে জুড়ে দিয়েছেন বাংলাদেশের পতাকা। তবে প্রথমবারের মতো জাতীয় প্রতিযোগিতায় অংশ নেবেন যুক্তরাষ্ট্র প্রবাসী এই অ্যাথলেট।
১৮ মিনিট আগেনিউজিল্যান্ড, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছে টেস্ট সিরিজ হারের শঙ্কায় ভারত। ম্যানচেস্টারে ওল্ড ট্রাফোর্ড টেস্টে হতাশার নতুন দৃশ্য দেখল তারা। জসপ্রীত বুমরা-মোহম্মদ সিরাজরা ইংলিশ ব্যাটারদের টলাতেই পারছেন না। নিজেদের প্রথম ইনিংসে এরই মধ্যে ইংল্যান্ড ৭ উইকেটে ৫৪৪ রান তুলেছে। ১০ বছর পর আবার বিদেশের মাঠ
১ ঘণ্টা আগেরিকি পন্টিং আগেই বলতেন শচীন টেন্ডুলকারকে ছাড়িয়ে যেতে পারেন জো রুট। ওল্ড ট্রাফোর্ডে রুটের আরেকটি সেঞ্চুরির পর অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়কের সে বিশ্বাস আরও পোক্ত হয়েছে। ছাড়িয়ে ‘যেতে পারেন’ নয়, এখন রিকি পন্টিং বলছেন, ছাড়িয়ে যাবেন! পন্টিংয়ের ভাষায়, ‘গত চার-পাঁচ বছরে তাঁর ক্যারিয়ারের যে ধারা, তাতে কোনো তা
২ ঘণ্টা আগেএম চিন্নাস্বামী স্টেডিয়ামে গত ৪ জুন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর আইপিএলের শিরোপা উদ্যাপনের অনুষ্ঠানে পদদলিত হয়ে ১১ জন নিহত এবং ৫০ জনের বেশি আহত হন। এ ঘটনায় তদন্ত কমিটিও গঠন করে কোর্ট। এবার চিন্নাস্বামী স্টেডিয়ামে বড় ইভেন্ট আয়োজনে ‘অসুরক্ষিত’ বলছে তদন্ত কমিশনের রিপোর্ট।
৩ ঘণ্টা আগে