Ajker Patrika

নাদালকে শিরোপা দিয়ে বিদায় দিতে চান আলকারাস

ক্রীড়া ডেস্ক    
নাদালকে শিরোপা দিয়ে বিদায় দিতে চান আলকারাস। ছবি: এএফপি
নাদালকে শিরোপা দিয়ে বিদায় দিতে চান আলকারাস। ছবি: এএফপি

‘জীবনে, সবকিছুর শুরু ও শেষ আছে’—এই বলে গত অক্টোবরে অবসরের ঘোষণা দিয়েছিলেন রাফায়েল নাদাল। জানিয়েছিলেন ডেভিস কাপ ফাইনালে স্পেনের হয়ে খেলে আনুষ্ঠানিকভাবে বিদায় বললেন টেনিস কিংবদন্তি। তাঁর সেই বিদায় বলার দিনও ঘনিয়ে এল।

মালাগায় ২০ নভেম্বর থেকে শুরু হচ্ছে ডেভিস কাপ। নাদালের ২৩ বছরের ক্যারিয়ারের যতিচ্ছেদ পড়তে যাচ্ছে এখানেই। আবেগাপ্লুত বিদায়ের আগে ৩৮ বছর বয়সী স্পেনিয়ার্ড জিততে চান এই টুর্নামেন্টের শিরোপা। পাঁচ বছর আগে তাঁর নেতৃত্বে মাদ্রিদে ডেভিস কাপ জিতেছিল স্পেন। তবে এবার তিনি ডাবলস নাকি সিঙ্গেলসে খেলবেন সেটি নিশ্চিত করেননি।

তবে সবকিছু নির্ভর করছে ফিটনেসের ওপর। এ নিয়ে গতকাল স্পেনিশ টেনিস ফেডারেশনকে নাদাল বলেছেন, ‘প্রথমে, আমি অনুশীলনে কেমন অনুভব করি সেটি দেখতে হবে। যদি সিঙ্গেলসে জেতার সুযোগ না থাকার মতো মনে হয়, তাহলে খেলব না।’

২২ তম গ্র্যান্ড স্ল্যাম জয়ের পর কয়েক বছর ধরে চোটের কারণে বেশির ভাগ সময় কোর্টের বাইরে থাকতে হয়েছে নাদালকে। ফিরলেও স্বরূপে দেখা যায়নি। এ কারণেই ডেভিস কাপের আগে ফিটনেস নিয়ে যত চিন্তা তাঁর। ক্যারিয়ারের সপ্তাহ শুরুর আগে তিনি আরও বলেছেন, ‘যদি প্রস্তুত বোধ না করি, প্রথমেই আমি অধিনায়কের (ডেভিড ফেরার) সঙ্গে কথা বলব। পেশাদার টেনিস খেলোয়াড় হিসেবে ইতিমধ্যেই কয়েকবার তাঁকে বলেছি, আমার শেষ সপ্তাহের ভিত্তিতে কোনো সিদ্ধান্ত না নিতে।’

নাদাল জুটি বাঁধবেন কার্লোস আলকারাসের সঙ্গে। এ বছর দুজনে ডাবলসে একসঙ্গে খেলেছেন প্যারিস অলিম্পিকে। পূর্বসূরির অবসর নিয়ে আলকারাস বলেছেন, ‘হয়তো সবচেয়ে বিশেষ টুর্নামেন্টটিই আমি খেলতে যাচ্ছি, রাফার শেষ টুর্নামেন্ট। আমি সত্যিই চায়, তিনি শিরোপা জিতে অবসর নিক। এটা সত্যি আমার জন্য আবেগময় ও বিশেষ টুর্নামেন্ট হতে যাচ্ছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গলাধাক্কার পর ছোট্ট মেয়েটিকে লাঠি দিয়ে পেটালেন কফিশপের কর্মচারী

বিশ্বব্যাংকে সিরিয়ার ঋণ পরিশোধ করে দিচ্ছে সৌদি আরব

মাত্র তিনজনের জন্য লাখ লাখ মানুষ মরছে, কাদের কথা বললেন ট্রাম্প

‘চরিত্র হননের চেষ্টা’: গ্রেপ্তারি পরোয়ানার পর দুদককে পাল্টা আক্রমণ টিউলিপের

জুয়ার বিজ্ঞাপনের প্রচার: আলোচিত টিকটকার জান্নাতের স্বামী তোহা কারাগারে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত