Ajker Patrika

করোনায় অলিম্পিক শেষ আমেরিকান টেনিস তারকার

করোনায় অলিম্পিক শেষ আমেরিকান টেনিস তারকার

করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন আরও এক অ্যাথলেট। ১৭ বছর বয়সী আমেরিকান টেনিস তারকা কোকো গাফের করোনা পজিটিভ হওয়ায় অংশ নেওয়া হচ্ছে না এবারের অলিম্পিকে।

গফ এবারের অলিম্পিকে অংশ নিলে ২০০০ সালের পর সবচেয়ে কম বয়সী টেনিস তারকা হিসেবে অলিম্পিকে খেলার কীর্তি গড়তেন। শেষ মুহূর্তে করোনা আক্রান্ত হওয়ায় অলিম্পিকে অংশ না নেওয়াদের তালিকাতেই পড়ে গেলেন।

গাফের আগে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকারা। এদের কেউই অবশ্য গফের মতো বাধ্য হয়ে নাম প্রত্যাহার করে নেননি, সেখানে গফ একরকম বাধ্য হয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। এক টুইট বার্তায় গাফ নিজেই অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘খুব হতাশা নিয়ে করোনা পজিটিভ হওয়ার কথা জানাচ্ছি। এই মুহূর্তে আর টোকিও অলিম্পিকে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

এবার হতাশ হলেও আশা ছাড়ছেন না গাফ। বাছাইয়ের ২৫ নম্বরে থাকা ১৭ বয়সী এই টেনিস তারকা মনে করেন, সামনে অলিম্পিকে অংশ নেওয়ার আরও সুযোগ তিনি পাবেন। গাফ বলছেন, ‘অলিম্পিকে আমেরিকার প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। আশা করছি ভবিষ্যতে স্বপ্নপূরণ করার আরও সুযোগ আসবে।’

 

বিষয়:

টেনিস
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পিস্তল দিয়ে বাবলার পিঠে এলোপাতাড়ি গুলি করে মুহূর্তেই সটকে পড়ে মুখোশধারীরা

পাঁচ শরিয়াহ ব্যাংকের ৭৫ লাখ গ্রাহকের আমানত কী নিরাপদ, যা জানালেন গভর্নর

গভীর রাতে পিনাকীর বাড়ির সামনে আগুন জ্বেলে মোবাইল ফোনে ছবি তুলে চলে গেল দুই যুবক

নেছারাবাদে স্কুলছাত্রীকে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ, থানায় মামলা

জুলাই বিপ্লবওয়ালারা ঐক্যবদ্ধভাবে নতুন সংবিধান চাইলে, সেটাই হতো: অ্যাটর্নি জেনারেল

এলাকার খবর
Loading...