Ajker Patrika

করোনায় অলিম্পিক শেষ আমেরিকান টেনিস তারকার

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

করোনায় আক্রান্ত হয়ে ছিটকে গেলেন আরও এক অ্যাথলেট। ১৭ বছর বয়সী আমেরিকান টেনিস তারকা কোকো গাফের করোনা পজিটিভ হওয়ায় অংশ নেওয়া হচ্ছে না এবারের অলিম্পিকে।

গফ এবারের অলিম্পিকে অংশ নিলে ২০০০ সালের পর সবচেয়ে কম বয়সী টেনিস তারকা হিসেবে অলিম্পিকে খেলার কীর্তি গড়তেন। শেষ মুহূর্তে করোনা আক্রান্ত হওয়ায় অলিম্পিকে অংশ না নেওয়াদের তালিকাতেই পড়ে গেলেন।

গাফের আগে টোকিও অলিম্পিক থেকে নাম প্রত্যাহার করে নিয়েছিলেন রজার ফেদেরার, রাফায়েল নাদাল আর সেরেনা উইলিয়ামসের মতো টেনিস তারকারা। এদের কেউই অবশ্য গফের মতো বাধ্য হয়ে নাম প্রত্যাহার করে নেননি, সেখানে গফ একরকম বাধ্য হয়ে নিজের নাম প্রত্যাহার করে নিয়েছে। এক টুইট বার্তায় গাফ নিজেই অলিম্পিক থেকে নাম প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন। টুইটারে তিনি লিখেছেন, ‘খুব হতাশা নিয়ে করোনা পজিটিভ হওয়ার কথা জানাচ্ছি। এই মুহূর্তে আর টোকিও অলিম্পিকে অংশ নেওয়া আমার পক্ষে সম্ভব নয়।’

এবার হতাশ হলেও আশা ছাড়ছেন না গাফ। বাছাইয়ের ২৫ নম্বরে থাকা ১৭ বয়সী এই টেনিস তারকা মনে করেন, সামনে অলিম্পিকে অংশ নেওয়ার আরও সুযোগ তিনি পাবেন। গাফ বলছেন, ‘অলিম্পিকে আমেরিকার প্রতিনিধিত্ব করা আমার স্বপ্ন ছিল। আশা করছি ভবিষ্যতে স্বপ্নপূরণ করার আরও সুযোগ আসবে।’

 

বিষয়:

টেনিস
Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত