শীর্ষ বাছাই হিসেবেই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। অনেকের হিসেবে সম্ভাব্য চ্যাম্পিয়নও ছিলেন ইগা শিয়াতেক। কিন্তু বাস্তবতা বড় কঠিন হয়ে দেখা দিল পোলিশ প্রতিযোগীর কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ‘আনকোরা’ লিন্ডা নস্কোভার কাছে হেরে গেলেন তিনি।
প্রথম সেটটি দাপটের সঙ্গেই জিতেছিলেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক শিয়াতেক। জিতেছিলেন ৬-৩ গেমে। কিন্তু ওই শেষ। এরপর কোর্টে কৈশোরীয় চাঞ্চল্যের শুরু ১৯ বছর বয়সী লিন্ডা নস্কোভার। শেষ পরের দুই সেট নস্কোভা জেতে নেন ৬-৩, ৬-৪ গেমে।
নস্কোভার এই জয় শিয়াতেকের টানা জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে। এই ম্যাচের আগে টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিলেন শিয়াতেক। কিন্তু সংখ্যাটাকে ১৯ হতে দিলেন না নস্কোভা। দুই ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে জয়ের পর নস্কোভা যেন একটা ঘোরের মধ্যেই ছিলেন। জিতেছেন—এটা বুঝতে একটু সময় লেগেছে তাঁর। বললেন, ‘আমি বাকরুদ্ধ। জানতাম, এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু সত্যিই ভাবতে পারিনি ম্যাচটা এভাবে শেষ হবে। পরের রাউন্ডে যেতে পেরে সত্যিই আমি আনন্দিত।’
দুদিন আগে বাছাই রাশিয়ার আন্না বিক্ষোভের কাছে হেরে অস্ট্রেলিয়ার ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন গতবারের ফাইনালিস্ট এলেন রিবাকিনা।
শীর্ষ বাছাই হিসেবেই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। অনেকের হিসেবে সম্ভাব্য চ্যাম্পিয়নও ছিলেন ইগা শিয়াতেক। কিন্তু বাস্তবতা বড় কঠিন হয়ে দেখা দিল পোলিশ প্রতিযোগীর কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ‘আনকোরা’ লিন্ডা নস্কোভার কাছে হেরে গেলেন তিনি।
প্রথম সেটটি দাপটের সঙ্গেই জিতেছিলেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক শিয়াতেক। জিতেছিলেন ৬-৩ গেমে। কিন্তু ওই শেষ। এরপর কোর্টে কৈশোরীয় চাঞ্চল্যের শুরু ১৯ বছর বয়সী লিন্ডা নস্কোভার। শেষ পরের দুই সেট নস্কোভা জেতে নেন ৬-৩, ৬-৪ গেমে।
নস্কোভার এই জয় শিয়াতেকের টানা জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে। এই ম্যাচের আগে টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিলেন শিয়াতেক। কিন্তু সংখ্যাটাকে ১৯ হতে দিলেন না নস্কোভা। দুই ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে জয়ের পর নস্কোভা যেন একটা ঘোরের মধ্যেই ছিলেন। জিতেছেন—এটা বুঝতে একটু সময় লেগেছে তাঁর। বললেন, ‘আমি বাকরুদ্ধ। জানতাম, এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু সত্যিই ভাবতে পারিনি ম্যাচটা এভাবে শেষ হবে। পরের রাউন্ডে যেতে পেরে সত্যিই আমি আনন্দিত।’
দুদিন আগে বাছাই রাশিয়ার আন্না বিক্ষোভের কাছে হেরে অস্ট্রেলিয়ার ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন গতবারের ফাইনালিস্ট এলেন রিবাকিনা।
জয়রথ ছুটছে বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলের। মে মাসে শ্রীলঙ্কা সফরে যুব ওয়ানডে সিরিজ বাংলাদেশ জিতেছিল ৩–২ ব্যবধানে। এবার এশিয়া কাপ ও অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের প্রস্তুতির পর্ব হিসেবে দক্ষিণ আফ্রিকা সফরে গিয়েছে আজিজুল হাকিমের নেতৃত্বাধীন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। সিরিজের প্রথম ম্যাচেই ১৩০ রানের বড় জয় তুলে..
১০ ঘণ্টা আগেকিছুদিন আগেই ক্রিকেট ছেড়েছেন নিকোলাস পুরান। এবার ক্রিকেট ছাড়ার ঘোষণা দিয়েছেন অলরাউন্ডার আন্দ্রে রাসেল। একের পর এক এভাবে ক্রিকেটারদের জাতীয় দল ছেড়ে যাওয়াকে ভালো চোখে দেখছেন না ব্রায়ান লারা। এর জন্য ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট বোর্ডকেই (সিডব্লুআই) দুষছেন ক্যারিবিয়ান এই ক্রিকেট কিংবদন্তি।
১২ ঘণ্টা আগেঅগোছাল ফুটবলের কারণে শুরুতে অচেনা লাগছিল বাংলাদেশকে। কোচ পিটার বাটলারও তাই একাদশে পরিবর্তন আনতে বাধ্য হন ৩১ মিনিটের মধ্যে। জড়তা কাটিয়ে মেয়েরাও খুঁজে পান ছন্দ। ভুটানকে ৩-০ গোলে হারিয়ে অক্ষত রাখেন টুর্নামেন্টে অপরাজিত থাকার ধারা।
১২ ঘণ্টা আগেম্যাচের শুরু থেকে অপেক্ষা বাংলাদেশ গোল কখন দেবে। কারণ আগের তিন ম্যাচেই প্রথমার্ধে গোলের দেখা পেয়ে যায় পিটার বাটলারের দল। তাও শুরুর দিকে। গোলের দেখা মিলেছে আজও। সেজন্য অপেক্ষা করতে হয় ৩৩ মিনিট। সেই এক গোলে এগিয়ে ভুটানের বিপক্ষে প্রথমার্ধ শেষ করে বাংলাদেশ।
১৩ ঘণ্টা আগে