শীর্ষ বাছাই হিসেবেই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। অনেকের হিসেবে সম্ভাব্য চ্যাম্পিয়নও ছিলেন ইগা শিয়াতেক। কিন্তু বাস্তবতা বড় কঠিন হয়ে দেখা দিল পোলিশ প্রতিযোগীর কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ‘আনকোরা’ লিন্ডা নস্কোভার কাছে হেরে গেলেন তিনি।
প্রথম সেটটি দাপটের সঙ্গেই জিতেছিলেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক শিয়াতেক। জিতেছিলেন ৬-৩ গেমে। কিন্তু ওই শেষ। এরপর কোর্টে কৈশোরীয় চাঞ্চল্যের শুরু ১৯ বছর বয়সী লিন্ডা নস্কোভার। শেষ পরের দুই সেট নস্কোভা জেতে নেন ৬-৩, ৬-৪ গেমে।
নস্কোভার এই জয় শিয়াতেকের টানা জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে। এই ম্যাচের আগে টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিলেন শিয়াতেক। কিন্তু সংখ্যাটাকে ১৯ হতে দিলেন না নস্কোভা। দুই ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে জয়ের পর নস্কোভা যেন একটা ঘোরের মধ্যেই ছিলেন। জিতেছেন—এটা বুঝতে একটু সময় লেগেছে তাঁর। বললেন, ‘আমি বাকরুদ্ধ। জানতাম, এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু সত্যিই ভাবতে পারিনি ম্যাচটা এভাবে শেষ হবে। পরের রাউন্ডে যেতে পেরে সত্যিই আমি আনন্দিত।’
দুদিন আগে বাছাই রাশিয়ার আন্না বিক্ষোভের কাছে হেরে অস্ট্রেলিয়ার ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন গতবারের ফাইনালিস্ট এলেন রিবাকিনা।
শীর্ষ বাছাই হিসেবেই শুরু করেছিলেন অস্ট্রেলিয়ান ওপেন। অনেকের হিসেবে সম্ভাব্য চ্যাম্পিয়নও ছিলেন ইগা শিয়াতেক। কিন্তু বাস্তবতা বড় কঠিন হয়ে দেখা দিল পোলিশ প্রতিযোগীর কাছে। অস্ট্রেলিয়ান ওপেনের তৃতীয় রাউন্ডে চেক প্রজাতন্ত্রের ‘আনকোরা’ লিন্ডা নস্কোভার কাছে হেরে গেলেন তিনি।
প্রথম সেটটি দাপটের সঙ্গেই জিতেছিলেন চারটি গ্র্যান্ড স্লামের মালিক শিয়াতেক। জিতেছিলেন ৬-৩ গেমে। কিন্তু ওই শেষ। এরপর কোর্টে কৈশোরীয় চাঞ্চল্যের শুরু ১৯ বছর বয়সী লিন্ডা নস্কোভার। শেষ পরের দুই সেট নস্কোভা জেতে নেন ৬-৩, ৬-৪ গেমে।
নস্কোভার এই জয় শিয়াতেকের টানা জয়ের ধারায় ছেদ টেনে দিয়েছে। এই ম্যাচের আগে টানা ১৮ ম্যাচ অপরাজিত ছিলেন শিয়াতেক। কিন্তু সংখ্যাটাকে ১৯ হতে দিলেন না নস্কোভা। দুই ঘণ্টা ২০ মিনিট লড়াই শেষে জয়ের পর নস্কোভা যেন একটা ঘোরের মধ্যেই ছিলেন। জিতেছেন—এটা বুঝতে একটু সময় লেগেছে তাঁর। বললেন, ‘আমি বাকরুদ্ধ। জানতাম, এটা দারুণ একটা ম্যাচ হতে যাচ্ছে। কিন্তু সত্যিই ভাবতে পারিনি ম্যাচটা এভাবে শেষ হবে। পরের রাউন্ডে যেতে পেরে সত্যিই আমি আনন্দিত।’
দুদিন আগে বাছাই রাশিয়ার আন্না বিক্ষোভের কাছে হেরে অস্ট্রেলিয়ার ওপেনের দ্বিতীয় রাউন্ড থেকে বিদায় নেন গতবারের ফাইনালিস্ট এলেন রিবাকিনা।
লিওনেল মেসির ম্যাচ মানেই যেন নিত্যনতুন রেকর্ড। ক্লাব ফুটবল, আন্তর্জাতিক ফুটবল—আর্জেন্টাইন তারকা ফুটবলার খেললেই রেকর্ড হয়ে যায়। দল, ব্যক্তিগত রেকর্ড ছাপিয়ে দর্শকেরও রেকর্ড দেখা যায়। কারণ, কিংবদন্তি মেসিকে দেখতেই স্টেডিয়ামে আসেন কয়েক হাজার দর্শক।
৩৮ মিনিট আগেচার বছর পর টেস্ট খেলতে নামছে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিলেটে আজ শুরু হচ্ছে দুই ম্যাচের টেস্ট সিরিজ। প্রথম টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
১ ঘণ্টা আগেঅনুশীলন শেষে কাল টিম বাসে ওঠার আগে মুশফিকুর রহিম উইকেট একটু দেখে এলেন। সবুজাভ উইকেট দেখে ঢাকা থেকে উড়ে যাওয়া কিউরেটর গামিনি ডি সিলভার সঙ্গে হালকা রসিকতাও বুঝি করলেন বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ ব্যাটার।
২ ঘণ্টা আগেপ্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
১২ ঘণ্টা আগে