ক্রীড়া ডেস্ক
এভাবেও ফিরে আসা যায়—কার্লোস আলকারাজের গত রাতের ম্যাচ দেখে অনেকের এমন কথাই মনে পড়াটা স্বাভাবিক। আর একটু হলেই ম্যাচটা যেখানে হেরে বসতেন, সেখানে জয় তো অনেক দূরের পথ। তবে নিজের ওপর ভরসা রেখে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন। ফলও পেয়েছেন হাতেনাতে।
রোলা গাঁরোতে গত রাতে আলকারাজ-ইয়ানিক সিনারের ফাইনালটা হয়েছে উত্তেজনাপূর্ণ। প্রথম তিন সেটের মধ্যে দুটিতে জেতায় অনেকটাই এগিয়ে থাকেন সিনার। চতুর্থ সেটে আলকারাজের বিপক্ষে এক পর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে ছিলেন সিনার। এই গেমে পয়েন্টের হিসেবে ৪০-০ পয়েন্টে এগিয়ে। এমন অবস্থা থেকে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে আলকারাজ টাইব্রেকারে নিয়ে গেলেন সেটটি। এই সেট তো বটেই, শেষ সেটটাও টাইব্রেকারে জিতে এবারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ। অল্পের জন্য রোলাঁ গারো নতুন রাজা পেতে পেতেও পাওয়া হলো না।
রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর আলকারাজ জানিয়েছেন, প্রত্যাবর্তনের গল্প লেখার আত্মবিশ্বাস নিজের ওপর সব সময়ই ছিল। ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘সে লাস্ট পয়েন্ট জেতা না অব্দি ম্যাচ শেষ হয়নি। ম্যাচ হারতে একটা পয়েন্ট দূরেই ছিলাম। হ্যাঁ, অনেক সময় গ্র্যান্ড স্লামের ফাইনাল বা অন্য ম্যাচে ম্যাচ পয়েন্টে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ায় খেলোয়াড়েরা। গ্র্যান্ড স্লাম ফাইনালে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জয়ী খেলোয়াড়দের একজন হতে চেয়েছিলাম।’
ইয়ানিক সিনারের সঙ্গে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেটা আগেই টের পেয়েছিলেন আলকারাজ। তবে প্রতিপক্ষ যিনিই থাকুন, সেটা নিয়ে না চিন্তা করে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাই ছিল আলকারাজের মাথায়। ৫ ঘণ্টা ২৯ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে তাই শেষ হাসি হেসেছেন তিনি। ম্যাচ শেষে ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘নিজের ওপর সব সময় বিশ্বাস রাখি। কখনোই নিজেকে নিয়ে সন্দিহান ছিলাম না। আমার মাথায় তখন এক পয়েন্টের চিন্তা ছিল। এক পয়েন্টের পরে আরও এক পয়েন্ট নিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছি। নিজের ওপর বিশ্বাস রেখেছি। এভাবেই আমি ভেবেছি। ম্যাচে আজ (গতকাল) অনেক রুদ্ধশ্বাস মুহূর্ত ছিল। আমি বলতে চাচ্ছি, পাগলাটে এক খেলা হয়েছে।’
আলকারাজকে প্রথম দুই সেটে গতকাল ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন সিনার। যার মধ্যে দ্বিতীয় সেটে সিনার টাইব্রেকারে ৭-৪ গেমে জেতেন। তৃতীয় সেটে আলকারাজ জেতেন ৬-৪ গেমে। এখান থেকেই অসাধারণভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ টেনিস তারকা। টাইব্রেকারে শেষ দুই সেট ৭-৩, ১০-২ গেমে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়েন আলকারাজ। ২২ বছর বয়সে তিনি পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছেন। দুইবার করে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা। ইউএস ওপেন জিতেছেন একবার।
এভাবেও ফিরে আসা যায়—কার্লোস আলকারাজের গত রাতের ম্যাচ দেখে অনেকের এমন কথাই মনে পড়াটা স্বাভাবিক। আর একটু হলেই ম্যাচটা যেখানে হেরে বসতেন, সেখানে জয় তো অনেক দূরের পথ। তবে নিজের ওপর ভরসা রেখে শেষ মুহূর্ত পর্যন্ত লড়েছেন। ফলও পেয়েছেন হাতেনাতে।
রোলা গাঁরোতে গত রাতে আলকারাজ-ইয়ানিক সিনারের ফাইনালটা হয়েছে উত্তেজনাপূর্ণ। প্রথম তিন সেটের মধ্যে দুটিতে জেতায় অনেকটাই এগিয়ে থাকেন সিনার। চতুর্থ সেটে আলকারাজের বিপক্ষে এক পর্যায়ে ৫-৩ গেমে এগিয়ে ছিলেন সিনার। এই গেমে পয়েন্টের হিসেবে ৪০-০ পয়েন্টে এগিয়ে। এমন অবস্থা থেকে তিনটি ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে আলকারাজ টাইব্রেকারে নিয়ে গেলেন সেটটি। এই সেট তো বটেই, শেষ সেটটাও টাইব্রেকারে জিতে এবারের ফ্রেঞ্চ ওপেনের শিরোপা জিতলেন আলকারাজ। অল্পের জন্য রোলাঁ গারো নতুন রাজা পেতে পেতেও পাওয়া হলো না।
রুদ্ধশ্বাস ম্যাচ জয়ের পর আলকারাজ জানিয়েছেন, প্রত্যাবর্তনের গল্প লেখার আত্মবিশ্বাস নিজের ওপর সব সময়ই ছিল। ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘সে লাস্ট পয়েন্ট জেতা না অব্দি ম্যাচ শেষ হয়নি। ম্যাচ হারতে একটা পয়েন্ট দূরেই ছিলাম। হ্যাঁ, অনেক সময় গ্র্যান্ড স্লামের ফাইনাল বা অন্য ম্যাচে ম্যাচ পয়েন্টে পিছিয়ে থেকে ঘুরে দাঁড়ায় খেলোয়াড়েরা। গ্র্যান্ড স্লাম ফাইনালে ম্যাচ পয়েন্ট বাঁচিয়ে জয়ী খেলোয়াড়দের একজন হতে চেয়েছিলাম।’
ইয়ানিক সিনারের সঙ্গে লড়াইটা যে হাড্ডাহাড্ডি হবে, সেটা আগেই টের পেয়েছিলেন আলকারাজ। তবে প্রতিপক্ষ যিনিই থাকুন, সেটা নিয়ে না চিন্তা করে চ্যাম্পিয়ন হওয়ার চিন্তাই ছিল আলকারাজের মাথায়। ৫ ঘণ্টা ২৯ মিনিটের উত্তেজনাপূর্ণ লড়াই শেষে তাই শেষ হাসি হেসেছেন তিনি। ম্যাচ শেষে ২২ বছর বয়সী স্প্যানিশ টেনিস তারকা বলেন, ‘নিজের ওপর সব সময় বিশ্বাস রাখি। কখনোই নিজেকে নিয়ে সন্দিহান ছিলাম না। আমার মাথায় তখন এক পয়েন্টের চিন্তা ছিল। এক পয়েন্টের পরে আরও এক পয়েন্ট নিয়ে ম্যাচ বাঁচানোর চেষ্টা করেছি। নিজের ওপর বিশ্বাস রেখেছি। এভাবেই আমি ভেবেছি। ম্যাচে আজ (গতকাল) অনেক রুদ্ধশ্বাস মুহূর্ত ছিল। আমি বলতে চাচ্ছি, পাগলাটে এক খেলা হয়েছে।’
আলকারাজকে প্রথম দুই সেটে গতকাল ৬-৪, ৭-৬ গেমে হারিয়েছেন সিনার। যার মধ্যে দ্বিতীয় সেটে সিনার টাইব্রেকারে ৭-৪ গেমে জেতেন। তৃতীয় সেটে আলকারাজ জেতেন ৬-৪ গেমে। এখান থেকেই অসাধারণভাবে ঘুরে দাঁড়ান স্প্যানিশ টেনিস তারকা। টাইব্রেকারে শেষ দুই সেট ৭-৩, ১০-২ গেমে জিতে টানা দ্বিতীয়বারের মতো ফ্রেঞ্চ ওপেন জয়ের কীর্তি গড়েন আলকারাজ। ২২ বছর বয়সে তিনি পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ের কীর্তি গড়েছেন। দুইবার করে জিতেছেন ফ্রেঞ্চ ওপেন ও উইম্বলডন শিরোপা। ইউএস ওপেন জিতেছেন একবার।
প্রথম দুই ম্যাচ হেরে ধবলধোলাই হওয়ার খুব কাছাকাছি এসে পড়েছিল বাংলাদেশ। এই অবস্থায় করণীয় ছিল একটাই—নিজেদের নিংড়ে দিয়ে খেলা। কিন্তু বাংলাদেশ দলের বাজে এই সিরিজের শেষটাও হলো বাজেভাবে। কাল ২৯৪ রানের লক্ষ্য তাড়ায় ২৭.১ ওভারে ৯৩ রানে অলআউট হয়ে ২০০ রানে হেরেছে বাংলাদেশ।
২ ঘণ্টা আগেহংকংয়ের বিপক্ষে আজ একমাত্র গোলটি এসেছে রাকিব হোসেনের পা থেকে। গত জুনে সিঙ্গাপুরের বিপক্ষেও গোল করেছিলেন তিনি। দুটো ম্যাচই রাকিবকে শেষ করতে হয়েছে আক্ষেপ নিয়ে। কারণ বাংলাদেশ যে জয়ের স্বাদ পায়নি।
৩ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপ বাছাইপর্বে বাজে সময় পার করছে সুইডেন। সেই বাজে সময়কে আরও দীর্ঘ করে সবশেষ ম্যাচে কসোভোর কাছে ১–০ গোলে হেরেছে সুইডিশরা। এই হারে কপাল পুড়ল দলটির প্রধান কোচ ইয়ন ডাল টমাসনের।
৪ ঘণ্টা আগেরাকিব হোসেন গোল পেয়েই যাবেন, এমন আভাস মিলছিল। হংকং তখন ১০ জন নিয়ে খেলছে। বাংলাদেশের আক্রমণের সামনে কোনোভাবে দাঁড়াতে পারছিল না হংকং। একের পর এক চাপে শেষ পর্যন্ত ভেঙে যায় তাদের রক্ষণ। ৮৫ মিনিটে ফাহামিদুল ইসলামের অ্যাসিস্ট থেকে বল জালে ফেলতে আর কোনো ভুল করেননি রাকিব। বিজ্ঞাপন বোর্ডের ওপর বসে ফাহামিদুলক
৫ ঘণ্টা আগে