Ajker Patrika

প্যারিস অলিম্পিকে খেলতে পারবেন তো নাদাল 

প্যারিস অলিম্পিকে খেলতে পারবেন তো নাদাল 

চোটের সঙ্গে রাফায়েল নাদালের লড়াইটা অনেক দিন ধরেই। টেনিস কোর্টে অপরিচিত হয়ে উঠেছেন স্প্যানিশ টেনিস তারকা। ২২ বারের গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকার প্যারিস অলিম্পিকে খেলা নিয়েও রয়েছে অনিশ্চয়তা। 

রোলাঁ গারোঁতে অনুশীলন করতে গিয়ে ঊরুতে চোট পেয়েছেন নাদাল। স্প্যানিশ টেনিস তারকার চোটের অবস্থা সম্পর্কে জানিয়েছেন তাঁর কোচ কার্লোস ময়া। ময়া গতকাল স্প্যানিশ রেডিওকে বলেন, ‘গতকাল (বুধবার) সকালে সে অস্বস্তি বোধ করছিল। বিকেলে আরও কম অনুশীলন করেছে। বেশি খারাপ অবস্থা হওয়ার আগেই সে অনুশীলন বন্ধ করে দিয়েছে।’ 

প্যারিস অলিম্পিকে খেলার চেয়েও নাদালের এই বিশ্রাম প্রয়োজন বলে মনে করছেন ময়া। নাদালের কোচ স্প্যানিশ রেডিওকে বলেন, ‘সে (নাদাল) খেলবে কি খেলবে না—সেটার নিশ্চয়তা আমি দিতে পারছি না। এই মুহূর্তে তার বিশ্রাম দরকার। চিকিৎসা করতে হবে।’ 

চোটের পর গতকাল কোনো অনুশীলন করেননি নাদাল। কোচ ময়া বলেছেন, ‘নাদাল সবচেয়ে দায়িত্বশীল কাজটা করেছেন। এই মুহূর্তে তাকে জোর করার দরকার নেই। সে ভালোভাবে সেরে ওঠে কি না সেটাই এখন দেখার। আগামীকাল (আজ) এবং শনিবার তার কি অবস্থা হয় সেটা দেখব।’ 

এবারের অলিম্পিকে সিঙ্গেল, ডাবলস দুটোতেই খেলার কথা নাদালের। রোলাঁ গারোঁতে ডাবলসে স্প্যানিশ তারকার সঙ্গী উদীয়মান টেনিস তারকা কার্লোস আলকারাস। নাদাল, আলকারাস দুজনের একসঙ্গে খেলা স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক বলে মনে করছেন ময়া। নাদালের কোচ বলেন, ‘সে অবশ্যই এসব অলিম্পিকে খেলতে মুখিয়ে থাকে। সিঙ্গেলস, ডাবলস দুটোই সে খেলতে চাই। আলকারাসের সঙ্গে ডাবলসে খেলতে সে মুখিয়ে আছে। প্রথমবারের মতো তারা একসঙ্গে খেলতে যাচ্ছেন। স্প্যানিশ টেনিসের জন্য ঐতিহাসিক কিছু একটা হতে যাচ্ছে।’ 

চোট কাটিয়ে দীর্ঘ দিন পর এ বছর টেনিসে ফিরেছেন নাদাল। ২০২২ ফ্রেঞ্চ ওপেন জেতার পর গত সপ্তাহে সুইডেনের বাস্তাদে প্রথম এটিপি ফাইনালেও ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে পর্তুগালের নুনো বোর্হেসের কাছে হেরে যান। একক ইভেন্টে পরশু হাঙ্গেরির মারতন ফুচোভিসের বিপক্ষে খেলার কথা নাদালের। ফুচোভিসকে হারাতে পারলে দ্বিতীয় রাউন্ডে সম্ভবত নোভাক জোকোভিচের মুখোমুখি হবেন নাদাল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত