হাসি, কান্না ও অঘটনে কেটেছে অলিম্পিকের প্রথম দিন। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনের ইয়ান কিয়ান স্বর্ণপদক জেতা দিয়ে শুরু এবারের পদক জয়ের লড়াই। প্রথম দিনেই চীনের ঘরে গেছে ৩ সোনা। চীন ছাড়া আরও ৮টি দেশ প্রথম দিন সোনা জিতেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে প্রথম পদক জিতেছে ভারত। ভারোত্তলনে ভারতকে পদক এনে দেন মীরাবাঈ চানু। তবে জয়–পরাজয়ের আনন্দ–বেদনার মাঝে উত্তাপ ছড়িয়েছে টোকিও উষ্ণ আবহাওয়া ও আর্দ্রতা।
এদিন দারুণভাবে ক্যালেন্ডার গোল্ডেন স্লামের পথে যাত্রা শুরু করেছেন নোভাক জোকোভিচ। শুরুর দিন বলিভিয়ার হুগো ডেলিয়েনকে ৬–২,৬–২ গেমে হারিয়েছেন সার্বিয়ান সুপারস্টার। তবে জোকোভিচের এই জয়ের পর আলোচনায় এসেছে টোকিওর আবহাওয়া। অবশ্য জোকোভিচের আগেই টোকিওর গরম নিয়ে আপত্তির কথা জানান রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। বলেছেন, এটা তাঁর বাজে অভিজ্ঞতাগুলো একটি। মেদভেদেভের সঙ্গে এক মত পোষণ করে জোকোভিচ বলেছেন, ‘আর্দ্রতা এখানে ভয়ংকর! আমি তাঁর (মেদভেদেভ) সঙ্গে শতভাগ একমত।’
জোকোভিচ আরও যোগ করেছেন, ‘সম্ভবত আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) ভালো বলতে পারবে, কেন তারা দিনের মাঝামাঝিতে ম্যাচের সময় বেছে নিয়েছে। তারা ম্যাচের সময় বদলাবে কি না জানি না। করলে সেটা ভালো হয়।’
জোকোভিচ ও মেদভেদেভের সঙ্গে একই সুরে গরম আবহাওয়া নিয়ে আপত্তি তুলেছেন কানাডিয়ান সাইক্লিস্ট মাইকেল উডস ও অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট রিচিয়ে পোর্টে। পোর্টে বলেছেন, ‘গরম এবং অন্য সব মিলিয়ে এটা বাইকে আমার সবচেয়ে কঠিন দিন ছিল।’
হাসি, কান্না ও অঘটনে কেটেছে অলিম্পিকের প্রথম দিন। সকালে নারীদের ১০ মিটার এয়ার রাইফেলে চীনের ইয়ান কিয়ান স্বর্ণপদক জেতা দিয়ে শুরু এবারের পদক জয়ের লড়াই। প্রথম দিনেই চীনের ঘরে গেছে ৩ সোনা। চীন ছাড়া আরও ৮টি দেশ প্রথম দিন সোনা জিতেছে। দক্ষিণ এশিয়ার দেশগুলোর মাঝে প্রথম পদক জিতেছে ভারত। ভারোত্তলনে ভারতকে পদক এনে দেন মীরাবাঈ চানু। তবে জয়–পরাজয়ের আনন্দ–বেদনার মাঝে উত্তাপ ছড়িয়েছে টোকিও উষ্ণ আবহাওয়া ও আর্দ্রতা।
এদিন দারুণভাবে ক্যালেন্ডার গোল্ডেন স্লামের পথে যাত্রা শুরু করেছেন নোভাক জোকোভিচ। শুরুর দিন বলিভিয়ার হুগো ডেলিয়েনকে ৬–২,৬–২ গেমে হারিয়েছেন সার্বিয়ান সুপারস্টার। তবে জোকোভিচের এই জয়ের পর আলোচনায় এসেছে টোকিওর আবহাওয়া। অবশ্য জোকোভিচের আগেই টোকিওর গরম নিয়ে আপত্তির কথা জানান রাশিয়ান টেনিস তারকা দানিল মেদভেদেভ। বলেছেন, এটা তাঁর বাজে অভিজ্ঞতাগুলো একটি। মেদভেদেভের সঙ্গে এক মত পোষণ করে জোকোভিচ বলেছেন, ‘আর্দ্রতা এখানে ভয়ংকর! আমি তাঁর (মেদভেদেভ) সঙ্গে শতভাগ একমত।’
জোকোভিচ আরও যোগ করেছেন, ‘সম্ভবত আইটিএফ (ইন্টারন্যাশনাল টেনিস ফেডারেশন) ভালো বলতে পারবে, কেন তারা দিনের মাঝামাঝিতে ম্যাচের সময় বেছে নিয়েছে। তারা ম্যাচের সময় বদলাবে কি না জানি না। করলে সেটা ভালো হয়।’
জোকোভিচ ও মেদভেদেভের সঙ্গে একই সুরে গরম আবহাওয়া নিয়ে আপত্তি তুলেছেন কানাডিয়ান সাইক্লিস্ট মাইকেল উডস ও অস্ট্রেলিয়ান সাইক্লিস্ট রিচিয়ে পোর্টে। পোর্টে বলেছেন, ‘গরম এবং অন্য সব মিলিয়ে এটা বাইকে আমার সবচেয়ে কঠিন দিন ছিল।’
অনূর্ধ্ব-২৩ এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি নিতে বাহরাইনের বিপক্ষে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৬ ও ২২ আগস্ট হবে ম্যাচ দুটি। আজ জাতীয় দল কমিটির সভায় নেওয়া হয়েছে এই সিদ্ধান্ত। তবে অনূর্ধ্ব-২৩ দলের কোচ কে হবেন সে ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
১৮ মিনিট আগেছাড়াছাড়ি হয়ে গেল ক্রীড়াঙ্গনের তারকা দম্পতি বাস্তিয়ান শোয়েনস্টেইগার ও আনা ইভানোভিচের। মত পার্থক্যের কারণে ভেঙে গেছে সাবেক ফুটবল ও টেনিস তারকার ৯ বছরের সংসার।
১ ঘণ্টা আগেপ্রথমবারের এশিয়ান কাপ ফুটসাল বাছাইয়ে অংশ নিচ্ছে বাংলাদেশ। যদিও এখনো দল চূড়ান্ত হয়নি। সে লক্ষ্য হ্যান্ডবল স্টেডিয়ামে চলছে ট্রায়াল। ৬৩০ খেলোয়াড়ের মধ্যে প্রাথমিকভাবে ৫৩ জনকে বাছাই করা হয়েছে। যা পরে নামিয়ে আনা হবে ১৪ তে। এর মধ্যে ফুটসালে হেড কোচ নিয়োগ দিয়েছে বাফুফে। দায়িত্ব পেয়েছেন ইরানের সাঈদ খোদারাহমি
৩ ঘণ্টা আগেমাঠ হোক বা মাঠের বাইরে—যেকোনো কিছুতেই নেইমারকে নিয়ে এখন চলে কথাবার্তা। আলোচনায় থাকতেই যে তিনি বেশি পছন্দ করেন। এবার তিনি ‘ব্যাটম্যান’ সিনেমার সেই বিখ্যাত ব্যাটমোবাইল গাড়ি কিনেছেন ২৫ কোটি টাকা খরচ করে।
৩ ঘণ্টা আগে