সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন নোভাক জোকোভিচ। এবার সার্বিয়ান টেনিস তারকা ফেডকে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ লরিয়াস অ্যাওয়ার্ডস জয়েও।
গত রাতে মাদ্রিদে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জোকোভিচ। এ নিয়ে পঞ্চমবার মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামের মালিক। অবসরের আগে পাঁচবার এই পুরস্কার জিতেছেন ২০ গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরারও।
আরেক টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের হাতেও উঠেছে লরিয়াসের পুরস্কার। তাঁর রাফা নাদাল ফাউন্ডেশন পেয়েছে ‘স্পোর্ট ফর গুড অ্যাওয়ার্ড’। স্পেন ও ভারতে তরুণ টেনিস খেলোয়াড়দের সাহায্য করতে দারুণ অবদান রাখছে তাঁর টেনিস একাডেমি।
জোকোভিচ মাদ্রিদ সফরে থাকলেও খেলছেন না এ সপ্তাহে শুরু মাদ্রিদ ওপেনে। পরশু রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বসে তিনি দেখেছেন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো। গত বছর তিনটি গ্র্যান্ড স্লাম জিতে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘পঞ্চমবার এই পুরস্কার জিতে অত্যন্ত সম্মানিত বোধ করছি। মনে হচ্ছে ২০১২ সালে ফিরে গেছি, ২৪ বছর বয়সে সেবার আমি প্রথম এই পুরস্কার জিতেছিলাম। ১২ বছর পরও এখানে থাকতে পেরে আমি গর্বিত।’
ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জিতেছেন আইতানা বোনমাতি। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ ফুটবল তারকা। প্রথম নারী ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। গত বছর স্পেনকে নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বোনমাতি। স্পেন নারী ফুটবল দলও পেয়েছে লরিয়াসের বর্ষসেরা দলের স্বীকৃতি।
পুরস্কার পেয়েছেন জুড বেলিংহামও। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার প্রথম মৌসুমেই অসাধারণ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করে চলেছেন তিনি। তাঁরই পুরস্কার হিসেবে ইংলিশ মিডফিল্ডার ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের সিমোনে বাইলস। তিনবারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি পাওয়া বাইলস গত বছর বেলজিয়ামে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতেন। ১৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্কেটবোর্ডার আরিসা ট্রিউ নির্বাচিত হয়েছেন ‘অ্যাকশন স্পোর্টসপার্সন অব দ্য ইয়ার’। শারীরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদের মধ্যে এই পুরস্কার জিতেছেন ডাচ হুইলচেয়ার টেনিস খেলোয়াড় দিদে দে গ্রুত।
২০০০ সাল থেকে ৬৯ জন অভিজ্ঞ জুরি বোর্ডের বিচারে লরিয়াস একাডেমি ক্রীড়াবিদদের মাঝে বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে আসছে।
সর্বোচ্চ গ্র্যান্ড স্লাম জয়ে টেনিস কিংবদন্তি রজার ফেদেরারকে অনেক আগেই ছাড়িয়ে গেছেন নোভাক জোকোভিচ। এবার সার্বিয়ান টেনিস তারকা ফেডকে ছুঁয়ে ফেললেন সর্বোচ্চ লরিয়াস অ্যাওয়ার্ডস জয়েও।
গত রাতে মাদ্রিদে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন জোকোভিচ। এ নিয়ে পঞ্চমবার মর্যাদাপূর্ণ এই পুরস্কার জিতলেন রেকর্ড ২৪ গ্র্যান্ড স্লামের মালিক। অবসরের আগে পাঁচবার এই পুরস্কার জিতেছেন ২০ গ্র্যান্ড স্লাম বিজয়ী ফেদেরারও।
আরেক টেনিস কিংবদন্তি রাফায়েল নাদালের হাতেও উঠেছে লরিয়াসের পুরস্কার। তাঁর রাফা নাদাল ফাউন্ডেশন পেয়েছে ‘স্পোর্ট ফর গুড অ্যাওয়ার্ড’। স্পেন ও ভারতে তরুণ টেনিস খেলোয়াড়দের সাহায্য করতে দারুণ অবদান রাখছে তাঁর টেনিস একাডেমি।
জোকোভিচ মাদ্রিদ সফরে থাকলেও খেলছেন না এ সপ্তাহে শুরু মাদ্রিদ ওপেনে। পরশু রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে বসে তিনি দেখেছেন রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার এল ক্লাসিকো। গত বছর তিনটি গ্র্যান্ড স্লাম জিতে লরিয়াসের বর্ষসেরা ক্রীড়াবিদ নির্বাচিত ৩৬ বছর বয়সী তারকা বলেছেন, ‘পঞ্চমবার এই পুরস্কার জিতে অত্যন্ত সম্মানিত বোধ করছি। মনে হচ্ছে ২০১২ সালে ফিরে গেছি, ২৪ বছর বয়সে সেবার আমি প্রথম এই পুরস্কার জিতেছিলাম। ১২ বছর পরও এখানে থাকতে পেরে আমি গর্বিত।’
ব্যক্তিগত ও দলীয় পুরস্কার জিতেছেন আইতানা বোনমাতি। বর্ষসেরা নারী ক্রীড়াবিদ নির্বাচিত হয়েছেন স্প্যানিশ ফুটবল তারকা। প্রথম নারী ফুটবলার হিসেবে এই পুরস্কার জিতলেন তিনি। গত বছর স্পেনকে নারী ফুটবল বিশ্বকাপের শিরোপা জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন বোনমাতি। স্পেন নারী ফুটবল দলও পেয়েছে লরিয়াসের বর্ষসেরা দলের স্বীকৃতি।
পুরস্কার পেয়েছেন জুড বেলিংহামও। বরুসিয়া ডর্টমুন্ড ছেড়ে রিয়াল মাদ্রিদে আসার প্রথম মৌসুমেই অসাধারণ পারফরম্যান্সে সবাইকে মুগ্ধ করে চলেছেন তিনি। তাঁরই পুরস্কার হিসেবে ইংলিশ মিডফিল্ডার ‘ব্রেকথ্রু অব দ্য ইয়ার’ নির্বাচিত হয়েছেন। ‘কামব্যাক অব দ্য ইয়ার’ পুরস্কার জিতেছেন যুক্তরাষ্ট্রের সিমোনে বাইলস। তিনবারের বর্ষসেরা নারী ক্রীড়াবিদের স্বীকৃতি পাওয়া বাইলস গত বছর বেলজিয়ামে বিশ্ব আর্টিস্টিক জিমন্যাস্টিকস চ্যাম্পিয়নশিপে স্বর্ণ জেতেন। ১৪ বছর বয়সী অস্ট্রেলিয়ান স্কেটবোর্ডার আরিসা ট্রিউ নির্বাচিত হয়েছেন ‘অ্যাকশন স্পোর্টসপার্সন অব দ্য ইয়ার’। শারীরিকভাবে অক্ষম ক্রীড়াবিদদের মধ্যে এই পুরস্কার জিতেছেন ডাচ হুইলচেয়ার টেনিস খেলোয়াড় দিদে দে গ্রুত।
২০০০ সাল থেকে ৬৯ জন অভিজ্ঞ জুরি বোর্ডের বিচারে লরিয়াস একাডেমি ক্রীড়াবিদদের মাঝে বিভিন্ন বিভাগে পুরস্কার দিয়ে আসছে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৩ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৪ ঘণ্টা আগে