ক্রীড়া ডেস্ক
তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’
আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
সাবালেংকার বিদায় মানে র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।
তিন ঘণ্টা ১৩ মিনিটের কাব্যিক জয়ে ফ্রেঞ্চ ওপেনের ফাইনাল নিশ্চিত করেছেন চেক প্রজাতন্ত্রের মেয়ে ক্যারোলিনা মুচোভা। ফেবারিট হিসেবে রোলাঁ গারোয় নামা আরিয়ানা সাবালেংকাকে ৭-৬ (৭-৫),৬-৭ (৫-৭),৭-৫ গেমে হারিয়েছেন ৩৬ বছর বয়সী তারকা। র্যাঙ্কিংয়ের নিচের দিকের খেলোয়াড় হিসেবে ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠার কীর্তি গড়লেন তিনি।
এবারই প্রথম কোনো গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন ৪৩তম বাছাই মুচোভা। এর আগে তাঁর সর্বোচ্চ দৌড় ছিল ২০২১ অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনাল। হারলেও দুর্দান্ত লড়াই করেছেন সাবালেংকা। প্রথম সেটে মুচোভা টাইব্রেকারে জিতলেও দ্বিতীয় সেটে একইভাবে সমতায় ফেরেন বেলারুশিয়ান মেয়ে। তবে নারী এককের ২ নম্বর বাছাই তৃতীয় সেটে হেরে বসেন ৭-৫ ব্যবধানে।
বছরের প্রথম গ্র্যান্ড স্লাম জিতে ২০২৩ সাল শুরু করেছিলেন সাবালেংকা। ক্যারিয়ারের দ্বিতীয় গ্র্যান্ড স্লামের অপেক্ষার ইতিটা এবার ক্লে-কোর্টে টানতে চেয়েছিলেন তিনি। রোলাঁ গারোতে এবারই প্রথম শেষ চারে খেললেন ২৫ বছর বয়সী তারকা।
প্রথমবারের মতো ফ্রেঞ্চ ওপেনের ফাইনালে ওঠে উচ্ছ্বসিত মুচোভা। ম্যাচ শেষে কোর্টে তিনি বলেছেন, ‘আমি নিজের খেলাটা খেলার চেষ্টা করেছি। আমি আনন্দিত যে এটা কাজে দিয়েছে। আমার দলকে ধন্যবাদ। আমরা একসঙ্গে কাজ করেছি, তাই এই সাফল্যটা আমাদের।’
আজ রাতে ফ্রেঞ্চ ওপেনের নারী এককের আরেক সেমিতে শীর্ষ বাছাই ইগা সিয়াতেকের মুখোমুখি হবেন ব্রাজিলের বিয়াত্রিচ হাদ্দাদ মাইয়া। দেখার বিষয়, মুচোভা কাকে পাচ্ছেন আগামী শনিবারের (১০ জুন) ফাইনালে।
সাবালেংকার বিদায় মানে র্যাঙ্কিংয়ের শীর্ষেই থাকছেন সিয়াতেক।
শেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
১ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৬ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৬ ঘণ্টা আগেরাজপুত্র ফিরে এসেছেন। সাও পাওলোর সান্তোস শহরে মানুষের ব্যতিব্যস্ততা বেড়ে গেছে। ভারী বর্ষণ উপেক্ষা করে শহরের মানুষ জড়ো হতে থাকে সান্তোসের মাঠ ভিলা বেলমিরোয়। রাজপত্রকে বরণ করে নিতে হবে যে! সেই রাজপুত্র নেইমার।
৭ ঘণ্টা আগে