চোটের সঙ্গে লড়ছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন ফেদেরার নিজেই। কঠিন এই সময়ে ফেদেরার পাশে পেলেন কোর্টে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান মহাতারকা জোকোভিচ বলেছেন, কোর্টে এবং কোর্টের বাইরে টেনিসের জন্য ফেদেরারের থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ফেদেরারের ঠিক বিপরীত সময় পার করছেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন তিনি। এটিপি ফাইনালসেও দারুণভাবে ছুটছেন তিনি। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবেলভকে হারানোর পর তিনি কথা বলেছেন ফেদেরারকে নিয়েও। জোকোভিচ বলেন, ‘রজার (ফেদেরার) আমাদের খেলার আইকন। বিশ্বব্যাপী প্রচুর মানুষ তাঁকে ভালোবাসে। তার খেলা দেখতে তারা পছন্দ করে।’
শুধু মানুষের ভালোবাসার কারণেই নয়, টেনিসের স্বার্থেও ফেদেরারকে ফের কোর্টে দেখতে উন্মুখ জোকোভিচ, ‘টেনিসের স্বার্থে কোর্টের ভেতরে-বাইরে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার জন্য হলেও আমি ফেদেরারকে অন্তত আরেকবার খেলতে দেখতে চাই। আমি নিশ্চিত সে এভাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে না। অবশ্যই সে তার শেষ চেষ্টা করবে।’
কোর্টে বরাবরই ফেদেরারকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন জোকোভিচ। তবে কোর্টের বাইরে কিংবদন্তি ফেদেরারের অর্জন ও অবদানকে স্মরণ করতে একটুও কার্পণ্য করেননি এই সার্বিয়ান তারকা। টেনিসে ফেদেরারের অবদান স্মরণ করে জোকোভিচ আরও বলেন, ‘যা কিছু সে অর্জন করেছে এবং যা কিছু সে দিয়েছে, আবার কোর্টে ফেরাটা তার প্রাপ্য। পাশাপাশি এখান থেকে সুন্দর বিদায় পাওয়াটাও তার প্রাপ্য।’
চোটের সঙ্গে লড়ছেন সর্বকালের অন্যতম সেরা টেনিস তারকা রজার ফেদেরার। আগামী বছরের মাঝামাঝি সময় পর্যন্ত কোর্টে ফিরতে পারবেন না বলে জানিয়েছেন ফেদেরার নিজেই। কঠিন এই সময়ে ফেদেরার পাশে পেলেন কোর্টে বড় প্রতিদ্বন্দ্বীদের একজন নোভাক জোকোভিচকে। সার্বিয়ান মহাতারকা জোকোভিচ বলেছেন, কোর্টে এবং কোর্টের বাইরে টেনিসের জন্য ফেদেরারের থাকা খুবই গুরুত্বপূর্ণ।
ফেদেরারের ঠিক বিপরীত সময় পার করছেন জোকোভিচ। বছরের চার গ্র্যান্ড স্লামের তিনটিই জিতেছেন তিনি। এটিপি ফাইনালসেও দারুণভাবে ছুটছেন তিনি। রাশিয়ান প্রতিপক্ষ আন্দ্রে রুবেলভকে হারানোর পর তিনি কথা বলেছেন ফেদেরারকে নিয়েও। জোকোভিচ বলেন, ‘রজার (ফেদেরার) আমাদের খেলার আইকন। বিশ্বব্যাপী প্রচুর মানুষ তাঁকে ভালোবাসে। তার খেলা দেখতে তারা পছন্দ করে।’
শুধু মানুষের ভালোবাসার কারণেই নয়, টেনিসের স্বার্থেও ফেদেরারকে ফের কোর্টে দেখতে উন্মুখ জোকোভিচ, ‘টেনিসের স্বার্থে কোর্টের ভেতরে-বাইরে তার উপস্থিতি খুবই গুরুত্বপূর্ণ। এই খেলার জন্য হলেও আমি ফেদেরারকে অন্তত আরেকবার খেলতে দেখতে চাই। আমি নিশ্চিত সে এভাবে তার ক্যারিয়ার শেষ করতে চাইবে না। অবশ্যই সে তার শেষ চেষ্টা করবে।’
কোর্টে বরাবরই ফেদেরারকে কঠিন চ্যালেঞ্জ দিয়েছেন জোকোভিচ। তবে কোর্টের বাইরে কিংবদন্তি ফেদেরারের অর্জন ও অবদানকে স্মরণ করতে একটুও কার্পণ্য করেননি এই সার্বিয়ান তারকা। টেনিসে ফেদেরারের অবদান স্মরণ করে জোকোভিচ আরও বলেন, ‘যা কিছু সে অর্জন করেছে এবং যা কিছু সে দিয়েছে, আবার কোর্টে ফেরাটা তার প্রাপ্য। পাশাপাশি এখান থেকে সুন্দর বিদায় পাওয়াটাও তার প্রাপ্য।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১২ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১২ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১৩ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৪ ঘণ্টা আগে