ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—একই প্রতিপক্ষ যখন আবার মুখোমুখি হয়, তখন বহুল প্রচলিত কথারও পুনরাবৃত্তি হয়। উইম্বলডনের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচ। প্রতিশোধ তো বটেই, জোকোভিচের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি।
২০২৩ ইউএস ওপেন জিতে পুরুষ এককের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। শুধু পুরুষদের মধ্যেই, পুরুষ-নারী সব মিলিয়েই গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় যৌথভাবে শীর্ষে সার্বিয়ান টেনিস তারকা। নারী এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। ২০২৪ উইম্বলডন জিতলে সব মিলিয়ে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড নিজের করে নেবেন জোকোভিচ। উইম্বলডনের শিরোপার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবেন আলকারাস ও জোকোভিচ।
উইম্বলডনের দুটি সেমিফাইনালই হয়েছে গতকাল। প্রথম সেমিফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন আলকারাস। লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। আলকারাসের বিপক্ষে প্রথম সেটে টাইব্রেকারে জেতেন মেদভেদেভ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাসের। ৬-৭,৬-৩, ৬-৪,৬-৪ গেমে মেদভেদেভকে হারিয়ে ফাইনালে ওঠেন আলকারাস। দ্বিতীয় সেমিফাইনালে একদম হেসেখেলে জিতেছেন জোকোভিচ। ইতালির লরেনৎসো মুসেত্তিকে ৬-৪,৭-৬, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডন ফাইনালের টিকিট কাটেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখার পর বেহালা বাজানোর মতো উদযাপন করেন।
২০২৩ উইম্বলডনে জোকোভিচকে হারিয়েছিলেন আলকারাজ। এক বছর পর আবারও যখন একই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি তাঁরা, জোকোভিচ স্মরণ করলেন অতীত ইতিহাসের কথা। সার্বিয়ান টেনিস তারকা সেমিফাইনাল শেষে বলেছেন, ‘উইম্বলডন ফাইনালে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে আমাকে এরই মধ্যে সে এখানে হারিয়েছে। কোনো অংশে লড়াই কম হবে বলে মনে করছি না।’
২০২২ ইউএস ওপেন, ২০২৩ উইম্বলডন, ২০২৪ ইউএস ওপেন—এরই মধ্যে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন আলকারাস। ২১ বছর বয়সী টেনিস তারকার ক্যাবিনেটে অনেক গ্র্যান্ড স্লাম আসবে বলে মনে করেন জোকোভিচ, ‘আমার দেখা ২১ বছর বয়সী অন্যতম সেরা তারকা সে। নিঃসন্দেহে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সে অনেক গ্র্যান্ড স্লাম জিতবে। তবে দুদিনের মধ্যে না। যখন আমি অবসরে যাব, তখন সে জিতবে।
ইতিহাস নিজেই নিজের পুনরাবৃত্তি ঘটায়—একই প্রতিপক্ষ যখন আবার মুখোমুখি হয়, তখন বহুল প্রচলিত কথারও পুনরাবৃত্তি হয়। উইম্বলডনের ফাইনালে আবারও মুখোমুখি হচ্ছেন কার্লোস আলকারাস ও নোভাক জোকোভিচ। প্রতিশোধ তো বটেই, জোকোভিচের সামনে এখন ইতিহাস গড়ার হাতছানি।
২০২৩ ইউএস ওপেন জিতে পুরুষ এককের সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন জোকোভিচ। শুধু পুরুষদের মধ্যেই, পুরুষ-নারী সব মিলিয়েই গ্র্যান্ড স্লাম জয়ের তালিকায় যৌথভাবে শীর্ষে সার্বিয়ান টেনিস তারকা। নারী এককে সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লাম জিতেছেন অস্ট্রেলিয়ার মার্গারেট কোর্ট। ২০২৪ উইম্বলডন জিতলে সব মিলিয়ে সর্বোচ্চ ২৫ গ্র্যান্ড স্লাম জয়ের রেকর্ড নিজের করে নেবেন জোকোভিচ। উইম্বলডনের শিরোপার লড়াইয়ে আগামীকাল মুখোমুখি হবেন আলকারাস ও জোকোভিচ।
উইম্বলডনের দুটি সেমিফাইনালই হয়েছে গতকাল। প্রথম সেমিফাইনালে দানিল মেদভেদেভকে হারিয়ে ফাইনালের টিকিট কাটেন আলকারাস। লড়াইটা হয়েছে হাড্ডাহাড্ডি। আলকারাসের বিপক্ষে প্রথম সেটে টাইব্রেকারে জেতেন মেদভেদেভ। সেখান থেকেই ঘুরে দাঁড়ানোর শুরু আলকারাসের। ৬-৭,৬-৩, ৬-৪,৬-৪ গেমে মেদভেদেভকে হারিয়ে ফাইনালে ওঠেন আলকারাস। দ্বিতীয় সেমিফাইনালে একদম হেসেখেলে জিতেছেন জোকোভিচ। ইতালির লরেনৎসো মুসেত্তিকে ৬-৪,৭-৬, ৬-৪ গেমে হারিয়ে উইম্বলডন ফাইনালের টিকিট কাটেন জোকোভিচ। সার্বিয়ান টেনিস তারকা শিরোপা নির্ধারণী ম্যাচে পা রাখার পর বেহালা বাজানোর মতো উদযাপন করেন।
২০২৩ উইম্বলডনে জোকোভিচকে হারিয়েছিলেন আলকারাজ। এক বছর পর আবারও যখন একই টুর্নামেন্টের ফাইনালে মুখোমুখি তাঁরা, জোকোভিচ স্মরণ করলেন অতীত ইতিহাসের কথা। সার্বিয়ান টেনিস তারকা সেমিফাইনাল শেষে বলেছেন, ‘উইম্বলডন ফাইনালে পাঁচ সেটের রোমাঞ্চকর লড়াইয়ে আমাকে এরই মধ্যে সে এখানে হারিয়েছে। কোনো অংশে লড়াই কম হবে বলে মনে করছি না।’
২০২২ ইউএস ওপেন, ২০২৩ উইম্বলডন, ২০২৪ ইউএস ওপেন—এরই মধ্যে তিনটি গ্র্যান্ড স্লাম জিতেছেন আলকারাস। ২১ বছর বয়সী টেনিস তারকার ক্যাবিনেটে অনেক গ্র্যান্ড স্লাম আসবে বলে মনে করেন জোকোভিচ, ‘আমার দেখা ২১ বছর বয়সী অন্যতম সেরা তারকা সে। নিঃসন্দেহে তার ভবিষ্যৎ অনেক উজ্জ্বল। সে অনেক গ্র্যান্ড স্লাম জিতবে। তবে দুদিনের মধ্যে না। যখন আমি অবসরে যাব, তখন সে জিতবে।
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে