ফ্রেঞ্চ ওপেনে টানা দ্বিতীয় ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিয়ে জিতেছিলেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৪ ঘণ্টা ২৯ মিনিটের ম্যাচ জয়ের পর গত কাল চতুর্থ রাউন্ডেও দিতে হয়েছে ম্যারাথন দৌড়। ৪ ঘণ্টা ৩৯ মিনিটের ম্যারাথন লড়াইয়ে অবশ্য মহাকাব্যিক জয় পেয়েছেন সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক।
কিন্তু আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনডোলার বিপক্ষে ৬-১,৫-৭, ৩-৬,৭-৫, ৬-৩ গেমে জয়ের পরেও কোনো লাভ হলো না জোকোভিচের। ফ্রেঞ্চ ওপেন থেকে যে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি। সার্বিয়ান তারকার নাম প্রত্যাহার করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ, ‘ডান হাঁটুর পেশি ছিঁড়ে যাওয়ায় রোঁলা গারো থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন জোকোভিচ।’
গতকাল কোর্টে বেশ কয়েকবার পিছলে পড়ায় হাঁটুতে ব্যথা পান জোকোভিচ। এ নিয়ে কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, ‘ছেলেরা খুব ভালো কাজ করেছে। আমাদের থেকে আপনারা ভালো জানেন। এটা মোটেও পিচ্ছিল ছিল না, আর বিপজ্জনকও নয়। সাবাশ, সুপারভাইজার এবং সবাইকে। গ্রাউন্ডস স্টাফ, সাবাশ।’
সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছিলেন জোকোভিচ। সার্বিয়ান তারকা বলেছিলেন, ‘জানি না আগামীকাল কী ঘটবে অথবা কোর্টে নামতে পারব কিনা। তবে আশা করছি নামব। এখন দেখা যাক কী ঘটে।’
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এমআরআই পরীক্ষা করানোর পর জানা গেল জোকোভিচের শঙ্কাটাই সত্যি। এতে ক্যাপসার রুডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা হচ্ছে না আর। টুর্নামেন্ট শেষ হওয়ায় জনিক সিনারের কাছে শীর্ষস্থানও হারিয়েছেন জোকোভিচ।
ফ্রেঞ্চ ওপেনে টানা দ্বিতীয় ম্যাচে স্নায়ুর পরীক্ষা দিয়ে জিতেছিলেন নোভাক জোকোভিচ। তৃতীয় রাউন্ডে লরেঞ্জো মুসেত্তির বিপক্ষে ৪ ঘণ্টা ২৯ মিনিটের ম্যাচ জয়ের পর গত কাল চতুর্থ রাউন্ডেও দিতে হয়েছে ম্যারাথন দৌড়। ৪ ঘণ্টা ৩৯ মিনিটের ম্যারাথন লড়াইয়ে অবশ্য মহাকাব্যিক জয় পেয়েছেন সর্বোচ্চ ২৪ গ্র্যান্ড স্লামের মালিক।
কিন্তু আর্জেন্টিনার ফ্রান্সিসকো সেরুনডোলার বিপক্ষে ৬-১,৫-৭, ৩-৬,৭-৫, ৬-৩ গেমে জয়ের পরেও কোনো লাভ হলো না জোকোভিচের। ফ্রেঞ্চ ওপেন থেকে যে নাম প্রত্যাহার করে নিতে বাধ্য হয়েছেন তিনি। সার্বিয়ান তারকার নাম প্রত্যাহার করার বিষয়টি এক বিবৃতিতে নিশ্চিত করেছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ, ‘ডান হাঁটুর পেশি ছিঁড়ে যাওয়ায় রোঁলা গারো থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হয়েছেন জোকোভিচ।’
গতকাল কোর্টে বেশ কয়েকবার পিছলে পড়ায় হাঁটুতে ব্যথা পান জোকোভিচ। এ নিয়ে কর্মকর্তাদের ওপর ক্ষোভ প্রকাশ করে ব্যঙ্গাত্মকভাবে বলেছেন, ‘ছেলেরা খুব ভালো কাজ করেছে। আমাদের থেকে আপনারা ভালো জানেন। এটা মোটেও পিচ্ছিল ছিল না, আর বিপজ্জনকও নয়। সাবাশ, সুপারভাইজার এবং সবাইকে। গ্রাউন্ডস স্টাফ, সাবাশ।’
সঙ্গে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়ার শঙ্কাও প্রকাশ করেছিলেন জোকোভিচ। সার্বিয়ান তারকা বলেছিলেন, ‘জানি না আগামীকাল কী ঘটবে অথবা কোর্টে নামতে পারব কিনা। তবে আশা করছি নামব। এখন দেখা যাক কী ঘটে।’
তবে কয়েক ঘণ্টার ব্যবধানে এমআরআই পরীক্ষা করানোর পর জানা গেল জোকোভিচের শঙ্কাটাই সত্যি। এতে ক্যাপসার রুডের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে তাঁর খেলা হচ্ছে না আর। টুর্নামেন্ট শেষ হওয়ায় জনিক সিনারের কাছে শীর্ষস্থানও হারিয়েছেন জোকোভিচ।
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
২০ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে