ক্রীড়া ডেস্ক
টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার। যাঁর রয়েছে শুধু অগণিত ভক্ত। টেনিস থেকে এমন একজন ব্যক্তিত্বের অবসরের ঘোষণায় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে হাহাকার। ক্রীড়াঙ্গন বলার কারণ, তিনি শুধু টেনিস খেলোয়াড়দের আদর্শ নন, অন্যান্য খেলোয়াড়দেরও আদর্শ। বিশ্ব ক্রীড়াঙ্গনের উদীয়মান থেকে কিংবদন্তি সবার আদর্শ তিনি। বিদায়বেলায় তাঁকে সামাজিক মাধ্যমে অনিঃশেষ শ্রদ্ধা, প্রশংসা ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন অন্য খেলার তারকারা।
ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি লিখেছেন, ‘একজন প্রতিভাবান, টেনিস ইতিহাসে অদ্বিতীয় ও যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। কোর্টের আনন্দগুলো মিস করব।’
ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘রজার ফেদেরার, কি দুর্দান্ত এক ক্যারিয়ার। আমরা তোমার ব্র্যান্ড টেনিসের প্রেমে পড়েছিলাম। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস কখনো অবসরে যায় না, আমাদের অংশ হয়ে যায়।’
ইউরোপা লিগে প্রথম গোল করার পর গতকাল সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করলে ফুটবল কিংবদন্তি বলেছেন, ‘শরীর কোনো সমস্যা নয় মনের জোরেই বড়। রজার ফেদেরার এ ক্ষেত্রে বড় উদাহরণ। উনি আমার আদর্শ।’
কিছুদিন আগে অবসরের ইঙ্গিত দেওয়া নারী টেনিসের লিজেন্ড সেরানা উইলিয়ামস বলেছেন, ‘আমি সর্বদা তোমার দিকে তাকিয়েছি এবং প্রশংসা করেছি। তোমাকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে যা করবে তার জন্য অপেক্ষা করছি। আমাদের দুজনের পথ একই।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বলেছন, ‘কিংবদন্তির বিদায়। শুধু খেলা নয়, ব্যক্তিগত জীবনেও আপনি অনুকরণীয়। এ জীবনে আপনার মতো স্পোর্টসম্যান আর হয়তো দেখবো না।’
ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার। অবসরের ঘোষণা দিলেও তিনি বিদায় নেবেন আগামী মাসে রড লেভার টুর্নামেন্ট খেলে। প্রতিযোগিতাটিতে একই দলের হয়ে খেলবেন টেনিসের অন্য দুই নক্ষত্র রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের সঙ্গে। টুর্নামেন্টটি শুরু হবে ২৩ সেপ্টেম্বরে।
টেনিসের কিংবদন্তি রজার ফেদেরার। যাঁর রয়েছে শুধু অগণিত ভক্ত। টেনিস থেকে এমন একজন ব্যক্তিত্বের অবসরের ঘোষণায় ক্রীড়াঙ্গনে শুরু হয়েছে হাহাকার। ক্রীড়াঙ্গন বলার কারণ, তিনি শুধু টেনিস খেলোয়াড়দের আদর্শ নন, অন্যান্য খেলোয়াড়দেরও আদর্শ। বিশ্ব ক্রীড়াঙ্গনের উদীয়মান থেকে কিংবদন্তি সবার আদর্শ তিনি। বিদায়বেলায় তাঁকে সামাজিক মাধ্যমে অনিঃশেষ শ্রদ্ধা, প্রশংসা ও শুভকামনায় ভাসিয়ে দিচ্ছেন অন্য খেলার তারকারা।
ফুটবলের কিংবদন্তি লিওনেল মেসি লিখেছেন, ‘একজন প্রতিভাবান, টেনিস ইতিহাসে অদ্বিতীয় ও যেকোনো ক্রীড়াবিদের জন্য উদাহরণ। নতুন অধ্যায়ের জন্য শুভকামনা। কোর্টের আনন্দগুলো মিস করব।’
ক্রিকেটের কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘রজার ফেদেরার, কি দুর্দান্ত এক ক্যারিয়ার। আমরা তোমার ব্র্যান্ড টেনিসের প্রেমে পড়েছিলাম। ধীরে ধীরে তোমার টেনিস অভ্যাসে পরিণত হয়েছে। অভ্যাস কখনো অবসরে যায় না, আমাদের অংশ হয়ে যায়।’
ইউরোপা লিগে প্রথম গোল করার পর গতকাল সংবাদ সম্মেলনের মুখোমুখি হয়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো। তাঁকে অবসর নিয়ে প্রশ্ন করলে ফুটবল কিংবদন্তি বলেছেন, ‘শরীর কোনো সমস্যা নয় মনের জোরেই বড়। রজার ফেদেরার এ ক্ষেত্রে বড় উদাহরণ। উনি আমার আদর্শ।’
কিছুদিন আগে অবসরের ইঙ্গিত দেওয়া নারী টেনিসের লিজেন্ড সেরানা উইলিয়ামস বলেছেন, ‘আমি সর্বদা তোমার দিকে তাকিয়েছি এবং প্রশংসা করেছি। তোমাকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে যা করবে তার জন্য অপেক্ষা করছি। আমাদের দুজনের পথ একই।’
বাংলাদেশের সাবেক অধিনায়ক মাশরাফি বলেছন, ‘কিংবদন্তির বিদায়। শুধু খেলা নয়, ব্যক্তিগত জীবনেও আপনি অনুকরণীয়। এ জীবনে আপনার মতো স্পোর্টসম্যান আর হয়তো দেখবো না।’
ক্যারিয়ারে ২০টি গ্র্যান্ড স্লাম জিতেছেন ফেদেরার। অবসরের ঘোষণা দিলেও তিনি বিদায় নেবেন আগামী মাসে রড লেভার টুর্নামেন্ট খেলে। প্রতিযোগিতাটিতে একই দলের হয়ে খেলবেন টেনিসের অন্য দুই নক্ষত্র রাফায়েল নাদাল ও নোভাক জোকোভিচের সঙ্গে। টুর্নামেন্টটি শুরু হবে ২৩ সেপ্টেম্বরে।
পুরো ম্যাচে আক্রমণ করে গেল আল নাসর। কাঙ্ক্ষিত ফল তুলে নিল প্রতিপক্ষ আল ওরাবাহ! সৌদি প্রো লিগে নিজেদের শেষ তিন ম্যাচে দ্বিতীয় হার দেখল ক্রিস্টিয়ানো রোনালদোর দল আল নাসর। গতকাল রাতে আল জাউফ ইউনিভার্সিটি স্টেডিয়ামে আল ওরাবাহর কাছে ২-১ গোলে হেরেছে তারা।
১ ঘণ্টা আগেআইসিসি চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল নিশ্চিত করেছে তিনটি দল। আরেকটি দল কারা যাবে সে হিসেব মিলবে আজ ইংল্যান্ড-দক্ষিণ আফ্রিকা ম্যাচে। সেমিতে যাওয়ার দারুণ সম্ভাবনা রয়েছে প্রোটিয়াদের। কাগজ-কলমে তাদের ‘বি’ গ্রুপের আরেকটি দল আফগানিস্তানেরও সুযোগ রয়েছে। নেট রান রেটে প্রোটিয়াদের চেয়ে অনেক পিছিয়ে আফগানরা।
২ ঘণ্টা আগেবৃষ্টির কারণে আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট ভাগাভাগি করেছে অস্ট্রেলিয়া। ৪ পয়েন্ট নিয়ে ‘বি’ গ্রুপ থেকে চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনালে নিশ্চিত করেছে অজিরা। সেমিফাইনালে গ্রুপের দ্বিতীয় দল কারা যাচ্ছে, সেটি জানা যাবে আজ। দক্ষিণ আফ্রিকা ও আফগানিস্তানের সমান ৩ পয়েন্ট করে।
২ ঘণ্টা আগেগ্রিনল্যান্ডের কথা শুনলে প্রথমেই হয়তো বরফের বিষয়টি উঠে আসবে। বছরে ৮-১০ মাস বরফে ঢাকা থাকে এই দেশ। তাই সেখানে নিয়মিত ফুটবল খেলার সুযোগ নেই বলতে গেলে। তবু গ্রিনল্যান্ড স্বপ্ন দেখছে, স্বপ্ন দেখাচ্ছেও। ৬ হাজার মাইল পথ পেরিয়ে এই সপ্তাহে ব্রাজিলে একটি ম্যাচ খেলতে যাবে গ্রিনল্যান্ড ফুটবল দল।
৩ ঘণ্টা আগে