চোটের কারণে এবার ইন্ডিয়ান ওয়েলসেও খেলা হচ্ছে না রাফায়েল নাদালের। গতকাল ১০০০ মাস্টার্স সিরিজের এই টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
এক বিবৃতিতে নাদাল জানিয়েছেন, ‘বড় দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, অসাধারণ টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলস থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে আমাকে। আমি কঠোর পরিশ্রম করছি...তবু গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলার মতো অবস্থায় যেতে পারিনি আমি।’
২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালের এই ঘোষণা এমন সময়ে এলো, যার চার দিন আগে লাস ভেগাসে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন স্বদেশি কার্লোস আলকারাসের সঙ্গে। সেই ম্যাচে অবশ্য হরে গিয়েছিলেন নাদাল। ৬ মার্চ শুরু হওয়া ইন্ডিয়ান ওয়েলসের প্রথম রাউন্ডে গতকাল কানাডার মিলোচ রাওনিচের বিপক্ষে খেলার কথা ছিল তাঁর।
ঠিক দুই মাস আগে ঊরুর পেশির চোটের কারণে এমন এক ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাদাল। তাঁর আগের বছরের পুরোটা অবশ্য গেছে চোটের পেটে। পেটের পীড়া তো ছিলই, যোগ হয়েছিল অন্যান্য চোটও। সব মিলিয়ে ৩৪৯ দিন পর অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে ফিরলেও চোট মেলবোর্ন পার্কে খেলতে দেয়নি তাঁকে। এবার নিজেকে সরিয়ে নিলেন ইন্ডিয়ান ওয়েলস থেকে। নাদাল বললেন, ‘এটি সহজ সিদ্ধান্ত ছিল না। আসলে এটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি তো নিজেকে সঙ্গে কিংবা হাজার হাজার সমর্থকদের মিথ্যা বলতে পারি না।’
কিন্তু সবশেষ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করাটা একটা প্রশ্নই তুলে দিয়েছে—৩৭ বছর বয়সী নাদালের আদৌ কোর্টে ফেরা হবে কি?
চোটের কারণে এবার ইন্ডিয়ান ওয়েলসেও খেলা হচ্ছে না রাফায়েল নাদালের। গতকাল ১০০০ মাস্টার্স সিরিজের এই টুর্নামেন্ট থেকে নিজেকে প্রত্যাহারের ঘোষণা দিলেন স্প্যানিশ এই টেনিস তারকা।
এক বিবৃতিতে নাদাল জানিয়েছেন, ‘বড় দুঃখের সঙ্গে জানাতে হচ্ছে যে, অসাধারণ টুর্নামেন্ট ইন্ডিয়ান ওয়েলস থেকে নাম প্রত্যাহার করে নিতে হচ্ছে আমাকে। আমি কঠোর পরিশ্রম করছি...তবু গুরুত্বপূর্ণ এই টুর্নামেন্টের আগে সর্বোচ্চ পর্যায়ের টেনিস খেলার মতো অবস্থায় যেতে পারিনি আমি।’
২২টি গ্র্যান্ড স্ল্যামজয়ী নাদালের এই ঘোষণা এমন সময়ে এলো, যার চার দিন আগে লাস ভেগাসে একটি প্রদর্শনী ম্যাচ খেলেছিলেন স্বদেশি কার্লোস আলকারাসের সঙ্গে। সেই ম্যাচে অবশ্য হরে গিয়েছিলেন নাদাল। ৬ মার্চ শুরু হওয়া ইন্ডিয়ান ওয়েলসের প্রথম রাউন্ডে গতকাল কানাডার মিলোচ রাওনিচের বিপক্ষে খেলার কথা ছিল তাঁর।
ঠিক দুই মাস আগে ঊরুর পেশির চোটের কারণে এমন এক ঘোষণা দিয়ে অস্ট্রেলিয়ান ওপেন থেকে নিজেকে সরিয়ে নিয়েছিলেন নাদাল। তাঁর আগের বছরের পুরোটা অবশ্য গেছে চোটের পেটে। পেটের পীড়া তো ছিলই, যোগ হয়েছিল অন্যান্য চোটও। সব মিলিয়ে ৩৪৯ দিন পর অস্ট্রেলিয়ান ওপেনের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট ব্রিসবেন ইন্টারন্যাশনালে ফিরলেও চোট মেলবোর্ন পার্কে খেলতে দেয়নি তাঁকে। এবার নিজেকে সরিয়ে নিলেন ইন্ডিয়ান ওয়েলস থেকে। নাদাল বললেন, ‘এটি সহজ সিদ্ধান্ত ছিল না। আসলে এটি কঠিন সিদ্ধান্ত। কিন্তু আমি তো নিজেকে সঙ্গে কিংবা হাজার হাজার সমর্থকদের মিথ্যা বলতে পারি না।’
কিন্তু সবশেষ টুর্নামেন্ট থেকে নাম প্রত্যাহার করাটা একটা প্রশ্নই তুলে দিয়েছে—৩৭ বছর বয়সী নাদালের আদৌ কোর্টে ফেরা হবে কি?
জিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৫ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৬ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
৭ ঘণ্টা আগেসেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
৮ ঘণ্টা আগে