গাড়িতে ওয়েম্বলি থেকে উইম্বলডনে যেতে সময় লাগে এক ঘণ্টার একটু বেশি সময়। ইউরোর ফাইনাল নিয়ে ব্যস্ততা না থাকলে হয়তো উইম্বলডনের সেন্টার কোর্টের দিকেই চলে যেতেন জর্জিনহো–জর্জিও কিয়েল্লিনিরা। গ্যালারিতে বসে একজনকে সমর্থন দিতেন। ওয়েম্বলিতে যখন কিয়েল্লিনিরা নামবেন ইউরোর ফাইনাল খেলতে, তার আগে উইম্বলডনে আরেক ইতিলিয়ান নামবেন নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লামটা জিততে।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় ওয়েম্বলিতে মাঠে নামবে ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর ইতালি। এর ঠিক ছয় ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭ টায় উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের মুখোমুখি হবেন ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি।
ইতালি ফুটবল দল ফাইনাল খেলছে বলে খানিকটা আড়ালেই পড়ে গেছেন বেরেত্তিনি। তবে তাঁর অর্জনও কম নয়! নিয়মিত বিরতি দিয়ে প্রায়ই ফুটবলে সাফল্য পেয়েছে ইতালি। টেনিসে সেখানে অনেকটাই পিছিয়ে তারা। সেমিফাইনালে বেরেত্তিনি হাঙ্গেরির হুবার্ট হুরকাৎসকে হারিয়ে হয়েছেন অনেক ‘প্রথমের’ সাক্ষী। সেই অচলায়তন ভেঙে প্রায় ৪৫ বছর পর গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন কোনো ইতালিয়ান। এর আগে নারী-পুরুষ মিলিয়ে উইম্বলডনের ফাইনাল খেলা হয়নি কোনো ইতালিয়ানের। বেরেত্তিনি সেটিই করে দেখিয়েছেন।
তবে ফাইনালে জয় পাওয়াটা হয়তো মোটেও সহজ হবে না বেরেত্তিনির সামনে। তার প্রতিপক্ষ সেই জোকোভিচ, যাঁর কাছেই কদিন আগে প্রথম দুই সেটে এগিয়ে হেরে গিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।
শুধু ফুটবল-টেনিসেই নয়, ইতালির গৌরবগাথা চলছে সংগীতেও। ১৯৯০ সালের পর এই লন্ডনেই ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা জিতেছে ইতালি। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড মানেসকিনের গান জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের টপচার্টের সেরা দশে।
গাড়িতে ওয়েম্বলি থেকে উইম্বলডনে যেতে সময় লাগে এক ঘণ্টার একটু বেশি সময়। ইউরোর ফাইনাল নিয়ে ব্যস্ততা না থাকলে হয়তো উইম্বলডনের সেন্টার কোর্টের দিকেই চলে যেতেন জর্জিনহো–জর্জিও কিয়েল্লিনিরা। গ্যালারিতে বসে একজনকে সমর্থন দিতেন। ওয়েম্বলিতে যখন কিয়েল্লিনিরা নামবেন ইউরোর ফাইনাল খেলতে, তার আগে উইম্বলডনে আরেক ইতিলিয়ান নামবেন নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লামটা জিততে।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় ওয়েম্বলিতে মাঠে নামবে ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর ইতালি। এর ঠিক ছয় ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭ টায় উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের মুখোমুখি হবেন ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি।
ইতালি ফুটবল দল ফাইনাল খেলছে বলে খানিকটা আড়ালেই পড়ে গেছেন বেরেত্তিনি। তবে তাঁর অর্জনও কম নয়! নিয়মিত বিরতি দিয়ে প্রায়ই ফুটবলে সাফল্য পেয়েছে ইতালি। টেনিসে সেখানে অনেকটাই পিছিয়ে তারা। সেমিফাইনালে বেরেত্তিনি হাঙ্গেরির হুবার্ট হুরকাৎসকে হারিয়ে হয়েছেন অনেক ‘প্রথমের’ সাক্ষী। সেই অচলায়তন ভেঙে প্রায় ৪৫ বছর পর গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন কোনো ইতালিয়ান। এর আগে নারী-পুরুষ মিলিয়ে উইম্বলডনের ফাইনাল খেলা হয়নি কোনো ইতালিয়ানের। বেরেত্তিনি সেটিই করে দেখিয়েছেন।
তবে ফাইনালে জয় পাওয়াটা হয়তো মোটেও সহজ হবে না বেরেত্তিনির সামনে। তার প্রতিপক্ষ সেই জোকোভিচ, যাঁর কাছেই কদিন আগে প্রথম দুই সেটে এগিয়ে হেরে গিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।
শুধু ফুটবল-টেনিসেই নয়, ইতালির গৌরবগাথা চলছে সংগীতেও। ১৯৯০ সালের পর এই লন্ডনেই ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা জিতেছে ইতালি। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড মানেসকিনের গান জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের টপচার্টের সেরা দশে।
সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১৩৪ রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ দল। শুরুতে দ্রুত উইকেট হারালেও জাকের আলী অনিকের ফিফটি ও শেখ মেহেদীর কার্যকর এক ইনিংসের সৌজন্যে লড়াইয়ের স্কোর গড়ে তারা। শেষ বলে আউট হওয়ার আগে ৪৮ বলে ৫৫ রানের গুরুত্বপূর্ণ এক ইনিংস খেলেছেন জাকের। ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হয় বাংল
১৫ মিনিট আগেহোটেলের লবিতে ঢুকতেই চোখে পড়ল বাফুফে সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষারের সঙ্গে কোথাও বেরিয়ে পড়ছেন নারী দলের কোচ পিটার বাটলার। সাংবাদিকদের দেখে মাঝখানে অবশ্য দাঁড়িয়েছিলেন। কিন্তু কুশল বিনিময়ের পর আর কোনো দেরি করেননি।
২১ মিনিট আগেবেঁচে থাকলে আগামী ১ আগস্ট ৫৬ বছরে পা রাখতেন গ্রাম থর্প। দীর্ঘসময় বিষণ্নতায় ভোগার পর গত বছর মুক্তি পেতে তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছিলেন। তবে তাঁকে এখনো ভোলেনি ইংল্যান্ড ও তাঁর দল সারে। চলতি ভারত-ইংল্যান্ড সিরিজের শেষ টেস্টে প্রয়াত এই ব্যাটারকে তাঁর ৫৬তম জন্মদিনে স্মরণের উদ্যোগ নেওয়া হয়েছে।
৩২ মিনিট আগেমিরপুরে সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে পাকিস্তানের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে মাঠে নেমেছে বাংলাদেশ দল। তবে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে সফরকারী বোলারদের তোপেরমুখে রীতিমতো কাঁপছে স্বাগতিকেরা। পাওয়ার-প্লেতে বাংলাদেশ হারিয়েছে ৪ উইকেট। স্কোরে জমা করেছে ২৯ রান।
১ ঘণ্টা আগে