গাড়িতে ওয়েম্বলি থেকে উইম্বলডনে যেতে সময় লাগে এক ঘণ্টার একটু বেশি সময়। ইউরোর ফাইনাল নিয়ে ব্যস্ততা না থাকলে হয়তো উইম্বলডনের সেন্টার কোর্টের দিকেই চলে যেতেন জর্জিনহো–জর্জিও কিয়েল্লিনিরা। গ্যালারিতে বসে একজনকে সমর্থন দিতেন। ওয়েম্বলিতে যখন কিয়েল্লিনিরা নামবেন ইউরোর ফাইনাল খেলতে, তার আগে উইম্বলডনে আরেক ইতিলিয়ান নামবেন নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লামটা জিততে।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় ওয়েম্বলিতে মাঠে নামবে ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর ইতালি। এর ঠিক ছয় ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭ টায় উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের মুখোমুখি হবেন ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি।
ইতালি ফুটবল দল ফাইনাল খেলছে বলে খানিকটা আড়ালেই পড়ে গেছেন বেরেত্তিনি। তবে তাঁর অর্জনও কম নয়! নিয়মিত বিরতি দিয়ে প্রায়ই ফুটবলে সাফল্য পেয়েছে ইতালি। টেনিসে সেখানে অনেকটাই পিছিয়ে তারা। সেমিফাইনালে বেরেত্তিনি হাঙ্গেরির হুবার্ট হুরকাৎসকে হারিয়ে হয়েছেন অনেক ‘প্রথমের’ সাক্ষী। সেই অচলায়তন ভেঙে প্রায় ৪৫ বছর পর গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন কোনো ইতালিয়ান। এর আগে নারী-পুরুষ মিলিয়ে উইম্বলডনের ফাইনাল খেলা হয়নি কোনো ইতালিয়ানের। বেরেত্তিনি সেটিই করে দেখিয়েছেন।
তবে ফাইনালে জয় পাওয়াটা হয়তো মোটেও সহজ হবে না বেরেত্তিনির সামনে। তার প্রতিপক্ষ সেই জোকোভিচ, যাঁর কাছেই কদিন আগে প্রথম দুই সেটে এগিয়ে হেরে গিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।
শুধু ফুটবল-টেনিসেই নয়, ইতালির গৌরবগাথা চলছে সংগীতেও। ১৯৯০ সালের পর এই লন্ডনেই ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা জিতেছে ইতালি। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড মানেসকিনের গান জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের টপচার্টের সেরা দশে।
গাড়িতে ওয়েম্বলি থেকে উইম্বলডনে যেতে সময় লাগে এক ঘণ্টার একটু বেশি সময়। ইউরোর ফাইনাল নিয়ে ব্যস্ততা না থাকলে হয়তো উইম্বলডনের সেন্টার কোর্টের দিকেই চলে যেতেন জর্জিনহো–জর্জিও কিয়েল্লিনিরা। গ্যালারিতে বসে একজনকে সমর্থন দিতেন। ওয়েম্বলিতে যখন কিয়েল্লিনিরা নামবেন ইউরোর ফাইনাল খেলতে, তার আগে উইম্বলডনে আরেক ইতিলিয়ান নামবেন নোভাক জোকোভিচকে হারিয়ে প্রথম গ্র্যান্ড স্লামটা জিততে।
বাংলাদেশ সময় আজ রাত ১টায় ওয়েম্বলিতে মাঠে নামবে ইউরোর দুই ফাইনালিস্ট ইংল্যান্ড আর ইতালি। এর ঠিক ছয় ঘণ্টা আগে অর্থাৎ সন্ধ্যা ৭ টায় উইম্বলডনে বর্তমান চ্যাম্পিয়ন জোকোভিচের মুখোমুখি হবেন ইতালিয়ান মাত্তেও বেরেত্তিনি।
ইতালি ফুটবল দল ফাইনাল খেলছে বলে খানিকটা আড়ালেই পড়ে গেছেন বেরেত্তিনি। তবে তাঁর অর্জনও কম নয়! নিয়মিত বিরতি দিয়ে প্রায়ই ফুটবলে সাফল্য পেয়েছে ইতালি। টেনিসে সেখানে অনেকটাই পিছিয়ে তারা। সেমিফাইনালে বেরেত্তিনি হাঙ্গেরির হুবার্ট হুরকাৎসকে হারিয়ে হয়েছেন অনেক ‘প্রথমের’ সাক্ষী। সেই অচলায়তন ভেঙে প্রায় ৪৫ বছর পর গ্র্যান্ড স্লামের ফাইনালে উঠলেন কোনো ইতালিয়ান। এর আগে নারী-পুরুষ মিলিয়ে উইম্বলডনের ফাইনাল খেলা হয়নি কোনো ইতালিয়ানের। বেরেত্তিনি সেটিই করে দেখিয়েছেন।
তবে ফাইনালে জয় পাওয়াটা হয়তো মোটেও সহজ হবে না বেরেত্তিনির সামনে। তার প্রতিপক্ষ সেই জোকোভিচ, যাঁর কাছেই কদিন আগে প্রথম দুই সেটে এগিয়ে হেরে গিয়েছিলেন ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে।
শুধু ফুটবল-টেনিসেই নয়, ইতালির গৌরবগাথা চলছে সংগীতেও। ১৯৯০ সালের পর এই লন্ডনেই ইউরোভিশন সংগীত প্রতিযোগিতা জিতেছে ইতালি। দেশটির জনপ্রিয় ব্র্যান্ড মানেসকিনের গান জায়গা করে নিয়েছে যুক্তরাজ্যের টপচার্টের সেরা দশে।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৫ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
৬ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
৬ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
৮ ঘণ্টা আগে