ক্রীড়া ডেস্ক
গত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন। কার্লোস আলকারাজ অবশ্য টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়নও। গতকাল সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা।
দিনের প্রথম সেমিফাইনালে ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে হারিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে। স্কোরলাইন ছিল রীতিমতো উড়িয়ে দেওয়া ৬-৩,৬-৩, ৬-৪।
এই জয়ে সিনার শুধু উইম্বলডনের ফাইনালে পৌঁছাননি, প্রমাণ করেছেন বর্তমান সময়ের সেরাদের একজন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে খেলে কোনো ব্রেক পয়েন্টই দেননি জোকোভিচকে। প্রথম দুই সেটে নির্ভুল সার্ভ ও জোরালো গ্রাউন্ড স্ট্রোকের ওপর ভর করে জোকোভিচকে চাপে ফেলেন সিনার। তৃতীয় সেটে এক সময় ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি।
চোটপীড়িত জোকোভিচ শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না। কোয়ার্টার ফাইনালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এই সার্বিয়ান কিংবদন্তি। সেই প্রভাব স্পষ্ট ছিল সেমিফাইনালেও। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি চেষ্টা করেছি সবকিছু দেওয়ার, কিন্তু শরীর সায় দেয়নি। সিনার দারুণ খেলেছে, ওর জয় প্রাপ্য।’
দিনের অন্য সেমিফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ হারিয়েছেন আমেরিকান টেলর ফ্রিটজকে। সেই ম্যাচে অবশ্য ভালো লড়াই হয়েছে। ৬-৪,৭-৫, ৩-৬,৬-৭ (৬-৮) গেমে জেতেন স্প্যানিশ তারকা আলকারাজ। প্রথম সেট হেরে চাপে পড়েছিলেন আলকারাজ, তবে পরের তিন সেটে যেন ঝড় তুললেন। তাঁর গতিময় সার্ভ, জটিল অ্যাঙ্গেল, আর অবিশ্বাস্য কভারেজ ফ্রিটজের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয়।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাজ। ম্যাচ শেষে বলেন, ‘সিনারের সঙ্গে আবার দেখা হচ্ছে, দারুণ একটা ফাইনাল হবে আশা করি। ও দুর্দান্ত ফর্মে আছে। প্রস্তুত থাকতে হবে।’ কাল ফাইনালে দেখা হবে সিনার-আলকারাজের।
গত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন। কার্লোস আলকারাজ অবশ্য টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়নও। গতকাল সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা।
দিনের প্রথম সেমিফাইনালে ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে হারিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে। স্কোরলাইন ছিল রীতিমতো উড়িয়ে দেওয়া ৬-৩,৬-৩, ৬-৪।
এই জয়ে সিনার শুধু উইম্বলডনের ফাইনালে পৌঁছাননি, প্রমাণ করেছেন বর্তমান সময়ের সেরাদের একজন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে খেলে কোনো ব্রেক পয়েন্টই দেননি জোকোভিচকে। প্রথম দুই সেটে নির্ভুল সার্ভ ও জোরালো গ্রাউন্ড স্ট্রোকের ওপর ভর করে জোকোভিচকে চাপে ফেলেন সিনার। তৃতীয় সেটে এক সময় ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি।
চোটপীড়িত জোকোভিচ শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না। কোয়ার্টার ফাইনালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এই সার্বিয়ান কিংবদন্তি। সেই প্রভাব স্পষ্ট ছিল সেমিফাইনালেও। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি চেষ্টা করেছি সবকিছু দেওয়ার, কিন্তু শরীর সায় দেয়নি। সিনার দারুণ খেলেছে, ওর জয় প্রাপ্য।’
দিনের অন্য সেমিফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ হারিয়েছেন আমেরিকান টেলর ফ্রিটজকে। সেই ম্যাচে অবশ্য ভালো লড়াই হয়েছে। ৬-৪,৭-৫, ৩-৬,৬-৭ (৬-৮) গেমে জেতেন স্প্যানিশ তারকা আলকারাজ। প্রথম সেট হেরে চাপে পড়েছিলেন আলকারাজ, তবে পরের তিন সেটে যেন ঝড় তুললেন। তাঁর গতিময় সার্ভ, জটিল অ্যাঙ্গেল, আর অবিশ্বাস্য কভারেজ ফ্রিটজের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয়।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাজ। ম্যাচ শেষে বলেন, ‘সিনারের সঙ্গে আবার দেখা হচ্ছে, দারুণ একটা ফাইনাল হবে আশা করি। ও দুর্দান্ত ফর্মে আছে। প্রস্তুত থাকতে হবে।’ কাল ফাইনালে দেখা হবে সিনার-আলকারাজের।
গ্র্যান্ড স্লাম ফাইনাল হারের নজির নেই তাঁর। আগের পাঁচবারের পাঁচটিতেই পেয়েছেন শিরোপার দেখা। ষষ্ঠবারে এসেও রেকর্ড অক্ষুণ্ন রাখলেন ইগা শিয়াতেক৷ যুক্তরাষ্ট্রের অ্যামান্ডা অ্যানিসিমোভাকে ৬-০, ৬-০ গেমে হারিয়ে পেলেন উইম্বলডনের নতুন রানির মুকুট।
৩ ঘণ্টা আগে‘২৪ ঘণ্টা আগেও ক্রিকেট নিয়ে ইতালিয়ানদের ধারণা ছিল প্রায় শূন্যের কোটায়। এখন কিছু লোক জানতে শুরু করেছে’—ঠিক এভাবেই বলছিলেন ইতালি ক্রিকেট ফেডারেশনের প্রথম চেয়ারম্যান ও আজীবনের সভাপতি সিমোন গাম্বোনি। ১৫ বছর বয়সে যে স্বপ্নটা তিনি দেখেছিলেন, তা পূর্ণতায় রূপ নিয়েছে গতকাল। ইউরোপিয়ান বাছাই থেকে নেদারল্যান্ডস
৪ ঘণ্টা আগেঅধিনায়ক সামনে থেকে দলকে নেতৃত্ব দিতে পারছেন না। বাংলাদেশ টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস ওয়ানডে দলেই একাদশে জায়গা পাচ্ছেন না। শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টি-টোয়েন্টিতেও ব্যর্থ হয়েছেন তিনি। লিটনকে নিয়ে চিন্তিত বাংলাদেশ কোচও। ফিল সিমন্স লিটনের আত্মবিশ্বাসে যথেষ্ট ঘাটতি দেখছেন।
৬ ঘণ্টা আগেপ্রায় আড়াই ঘণ্টার বৈঠকে আসেনি কোনো সিদ্ধান্ত। হয়েছে শুধুই আলোচনা। সিদ্ধান্তে আসতে জাতীয় দল কমিটি চার-পাঁচদিন পর বসবে আবারও। ফর্টিসে আজকের এজেন্ডা ছিল জাতীয় দলের প্রীতি ম্যাচ ও অনূর্ধ্ব-২৩ দলের ক্যাম্প নিয়ে।
৭ ঘণ্টা আগে