ক্রীড়া ডেস্ক
গত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন। কার্লোস আলকারাজ অবশ্য টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়নও। গতকাল সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা।
দিনের প্রথম সেমিফাইনালে ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে হারিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে। স্কোরলাইন ছিল রীতিমতো উড়িয়ে দেওয়া ৬-৩,৬-৩, ৬-৪।
এই জয়ে সিনার শুধু উইম্বলডনের ফাইনালে পৌঁছাননি, প্রমাণ করেছেন বর্তমান সময়ের সেরাদের একজন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে খেলে কোনো ব্রেক পয়েন্টই দেননি জোকোভিচকে। প্রথম দুই সেটে নির্ভুল সার্ভ ও জোরালো গ্রাউন্ড স্ট্রোকের ওপর ভর করে জোকোভিচকে চাপে ফেলেন সিনার। তৃতীয় সেটে এক সময় ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি।
চোটপীড়িত জোকোভিচ শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না। কোয়ার্টার ফাইনালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এই সার্বিয়ান কিংবদন্তি। সেই প্রভাব স্পষ্ট ছিল সেমিফাইনালেও। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি চেষ্টা করেছি সবকিছু দেওয়ার, কিন্তু শরীর সায় দেয়নি। সিনার দারুণ খেলেছে, ওর জয় প্রাপ্য।’
দিনের অন্য সেমিফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ হারিয়েছেন আমেরিকান টেলর ফ্রিটজকে। সেই ম্যাচে অবশ্য ভালো লড়াই হয়েছে। ৬-৪,৭-৫, ৩-৬,৬-৭ (৬-৮) গেমে জেতেন স্প্যানিশ তারকা আলকারাজ। প্রথম সেট হেরে চাপে পড়েছিলেন আলকারাজ, তবে পরের তিন সেটে যেন ঝড় তুললেন। তাঁর গতিময় সার্ভ, জটিল অ্যাঙ্গেল, আর অবিশ্বাস্য কভারেজ ফ্রিটজের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয়।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাজ। ম্যাচ শেষে বলেন, ‘সিনারের সঙ্গে আবার দেখা হচ্ছে, দারুণ একটা ফাইনাল হবে আশা করি। ও দুর্দান্ত ফর্মে আছে। প্রস্তুত থাকতে হবে।’ কাল ফাইনালে দেখা হবে সিনার-আলকারাজের।
গত মাসে রোলাঁ গ্যারোর ফ্রেঞ্চ ওপেনের রুদ্ধশ্বাস ফাইনালে লড়াই হয়েছিল ৫ ঘণ্টা ২৯ মিনিট। সেই লড়াইয়ের রেশ না কাটতেই আবার মুখোমুখি আলকারাজ-সিনার। তবে এবার ভেন্যু ঘাসের কোর্ট, আর মঞ্চের নাম সেন্টার কোর্ট উইম্বলডন। কার্লোস আলকারাজ অবশ্য টুর্নামেন্টের গত দুইবারের চ্যাম্পিয়নও। গতকাল সেমিফাইনাল জিতে ফাইনালের টিকিট নিশ্চিত করেছেন এই দুই তরুণ তারকা।
দিনের প্রথম সেমিফাইনালে ২২ বছর বয়সী ইতালিয়ান তারকা সিনার মাত্র ১ ঘণ্টা ৫৫ মিনিটে সরাসরি সেটে হারিয়েছেন টেনিস কিংবদন্তি নোভাক জোকোভিচকে। স্কোরলাইন ছিল রীতিমতো উড়িয়ে দেওয়া ৬-৩,৬-৩, ৬-৪।
এই জয়ে সিনার শুধু উইম্বলডনের ফাইনালে পৌঁছাননি, প্রমাণ করেছেন বর্তমান সময়ের সেরাদের একজন তিনি। ম্যাচজুড়ে আধিপত্য বজায় রেখে খেলে কোনো ব্রেক পয়েন্টই দেননি জোকোভিচকে। প্রথম দুই সেটে নির্ভুল সার্ভ ও জোরালো গ্রাউন্ড স্ট্রোকের ওপর ভর করে জোকোভিচকে চাপে ফেলেন সিনার। তৃতীয় সেটে এক সময় ০-৩ ব্যবধানে পিছিয়ে পড়লেও দ্রুত ঘুরে দাঁড়িয়ে সেট জিতে ম্যাচ শেষ করেন তিনি।
চোটপীড়িত জোকোভিচ শারীরিকভাবে পুরোপুরি ফিট ছিলেন না। কোয়ার্টার ফাইনালে পড়ে গিয়ে বাঁ হাঁটুতে চোট পেয়েছিলেন এই সার্বিয়ান কিংবদন্তি। সেই প্রভাব স্পষ্ট ছিল সেমিফাইনালেও। ম্যাচ শেষে জোকোভিচ বলেন, ‘আমি চেষ্টা করেছি সবকিছু দেওয়ার, কিন্তু শরীর সায় দেয়নি। সিনার দারুণ খেলেছে, ওর জয় প্রাপ্য।’
দিনের অন্য সেমিফাইনালে স্প্যানিশ তারকা কার্লোস আলকারাজ হারিয়েছেন আমেরিকান টেলর ফ্রিটজকে। সেই ম্যাচে অবশ্য ভালো লড়াই হয়েছে। ৬-৪,৭-৫, ৩-৬,৬-৭ (৬-৮) গেমে জেতেন স্প্যানিশ তারকা আলকারাজ। প্রথম সেট হেরে চাপে পড়েছিলেন আলকারাজ, তবে পরের তিন সেটে যেন ঝড় তুললেন। তাঁর গতিময় সার্ভ, জটিল অ্যাঙ্গেল, আর অবিশ্বাস্য কভারেজ ফ্রিটজের জয়ের স্বপ্ন গুঁড়িয়ে দেয়।
এই জয়ে টানা তৃতীয়বারের মতো উইম্বলডনের ফাইনালে উঠলেন আলকারাজ। ম্যাচ শেষে বলেন, ‘সিনারের সঙ্গে আবার দেখা হচ্ছে, দারুণ একটা ফাইনাল হবে আশা করি। ও দুর্দান্ত ফর্মে আছে। প্রস্তুত থাকতে হবে।’ কাল ফাইনালে দেখা হবে সিনার-আলকারাজের।
ভুটানে অনূর্ধ্ব-১৭ সাফ চ্যাম্পিয়নশিপে খেলছে বাংলাদেশ নারী ফুটবল দল। বয়সভিত্তিক এই ফুটবলেও অর্পিতা বিশ্বাস,সৌরভী আকন্দ প্রীতিরা খেলছেন দুর্দান্ত। তবে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ দলের ফুটবল ম্যাচ এখন সরাসরি সম্প্রচার নিয়ে তৈরি হয়েছে জটিলতা।
১১ মিনিট আগেব্যাটারদের সঙ্গে ‘মাইন্ড গেম’ খেলে উইকেট নিতে পটু রবিচন্দ্রন অশ্বিন। পাশাপাশি ইউটিউবে ক্রিকেট নিয়ে অনেক গবেষণা করেন বলে ‘ক্রিকেটের বিজ্ঞানী’ও বলা যায় তাঁকে। আইপিএলে দীর্ঘ ১৬ বছর খেলে শিরোপা জয়ের পাশাপাশি গড়েছেন অসংখ্য রেকর্ড। আজ আচমকা তিনি ভারতীয় এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টকে বিদায় বলেছেন তিনি।
৩৪ মিনিট আগেওয়াহাব রিয়াজ আজ ভোরে ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগের (সিপিএল) ম্যাচ দেখতে উঠেছিলেন কিনা জানা নেই। আচ্ছা থাক, ধরে নেওয়া হলো তিনি খেলা দেখেননি। ম্যাচ না দেখলেও পরিসংখ্যান যদি তাঁর নজরে আসে, তাহলে কিছুটা হলেও তিনি স্বস্তি পেতে পারেন।
১ ঘণ্টা আগেজর্জিনা রদ্রিগেজকে ক্রিস্টিয়ানো রোনালদো চেনেন প্রায় ১০ বছর ধরে। গত এক দশকে তাঁদের নিয়ে চলছে নানা আলাপ-আলোচনা। দীর্ঘ সময়ের পরিচিত প্রেমিকাকে কদিন আগে রোনালদো বিয়ের প্রস্তাব দিয়েছেন। বাগদানের সময় যে আংটি রোনালদো উপহার দিয়েছেন, সেটা নিয়ে চলছে নানা কথাবার্তা।
২ ঘণ্টা আগে