Ajker Patrika

দাপুটে জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু আলকারাজের

ক্রীড়া ডেস্ক    
দুর্দান্ত জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছেন কার্লোস আলকারাজ। ছবি: এএফপি
দুর্দান্ত জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছেন কার্লোস আলকারাজ। ছবি: এএফপি

ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডে দুর্দান্ত জয়ে শিরোপা রক্ষার অভিযান শুরু করেছেন কার্লোস আলকারাজ। আজ রোলাঁ গারোঁয় স্প্যানিশ তারকা ইতালির প্রতিযোগী জুলিও জেপিয়েরিকে সরাসরি সেটে ৬-৩, ৬-৪, ৬-২ হারিয়েছেন।

ক্লে কোর্টে প্রায় ২ ঘণ্টার লড়াই শেষে জয়ের উচ্ছ্বাস করেন ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আলকারাজ। এই জয়ে আলকারাজ তাঁর গ্র্যান্ডস্লাম টুর্নামেন্টে প্রথম রাউন্ডে টানা ১৭ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড গড়েছেন।

তবে ম্যাচশেষে আলকারাজ জানিয়েছেন লড়াইটা সহজ ছিল না। স্প্যানিশ তারকা বলেন, ‘এটা ভালো লড়াই ছিল। টুর্নামেন্টের প্রথম রাউন্ড সব সময় সহজ হয় না, বিশেষ করে আপনি যদি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হন। কিন্তু আমি বেশ ভালোভাবেই শুরু করি এবং পুরো ম্যাচজুড়ে ছন্দটা ধরে রাখি। রোলাঁ গারোঁতে এমন শুরুর জন্য আমি সত্যিই গর্বিত।’

দ্বিতীয় রাউন্ডে আলকারাজের প্রতিপক্ষ হবেন হাঙ্গেরিয়ান খেলোয়াড় ফাবিয়ান মারোজসান। যিনি ২০২৩ সালে রোম মাস্টার্সে আলকারাজকে পরাজিত করেছিলেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এক ভিসায় ছয় দেশ

এর জবাব দেশে দিইনি, জাপানে দিলে বিপদ হবে: পদত্যাগ প্রশ্নে ড. ইউনূস

চারটি গুলির পর নিরস্ত্র মেজর সিনহার গলায় পাড়া দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয়: অ্যাটর্নি জেনারেল

চট্টগ্রামে নারীকে লাথি মেরে ফেলে দেওয়া ‘শিবিরের লোক’ আকাশ চৌধুরীকে ধরছে না পুলিশ

‘বাংলাদেশের বিপক্ষে জিতলেও পাকিস্তানের কোনো লাভ হবে না’

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত