Ajker Patrika

টেনিস টুর্নামেন্টে পাওয়া পুরস্কার ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের দেবেন জাবির 

আপডেট : ০২ নভেম্বর ২০২৩, ২০: ৩৬
টেনিস টুর্নামেন্টে পাওয়া পুরস্কার ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের দেবেন জাবির 

ওনস জাবিরকে হারিয়েই জুলাইয়ে ২০২৩ উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসভা। সেদিন রুদ্ধশ্বাস লড়াই শেষে প্রথম রানি খুঁজে পেয়েছিল উইম্বলডন। তিন মাসেরও বেশি সময় পর এবার ভন্দ্রোসোভার বিপক্ষে প্রতিশোধ নিয়েছেন জাবির। 

ডব্লিউটিএ ফাইনালস টুর্নামেন্টে এস্তাদিও প্যারাডিসাসে গতকাল মুখোমুখি হয়েছিলেন জাবির ও ভন্দ্রোসোভা। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান জাবির। যা প্রায় চার মাস আগে হওয়া উইম্বলডন ফাইনালের প্রথম সেটের ফলের সমান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে যান জাবির। প্রায় চার মাস পর ‘প্রতিশোধের’ ম্যাচে সরাসরি সেটে জিতলেও জাবিরের মুখে ছিল না হাসি। গাজায় যুদ্ধের ভয়াবহ দেখে তিনি কেঁদে ফেলেছেন। টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ পুরস্কার ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শেষে তিউনিসিয়ান টেনিস তারকা বলেন, ‘বর্তমান বিশ্বে যা হচ্ছে, তাতে আমি খুশি না। আমার খুবই খারাপ লাগছে। একের পর এক বাচ্চা মারা যেতে দেখে খুবই খারাপ লাগছে। এটা খুবই হৃদয়বিদারক। ফিলিস্তিনিদের সাহায্য করতে আমার পুরস্কারের কিছু অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’ 

গাজায় ইসরায়েলি সহিংসতায় কমপক্ষে ৮৮০৫ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে রয়েছে ৩৬৪৮ শিশু। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এসব সহিংসতার ঘটনা। জাবির বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জাতিসংঘে চিঠি লিখলেন মোগল সম্রাটের বংশধর, সুরক্ষা চাইলেন আওরঙ্গজেবের সমাধির

সেভেন সিস্টার্সে বিনিয়োগ টানতে বিশেষ সম্মেলন আয়োজন করছে ভারত

কবি রফিক আজাদের স্মৃতিবিজড়িত বাড়ি ভেঙে ফেলা হচ্ছে

আফ্রিকা থেকে পিঁপড়া যাচ্ছে ইউরোপে, কেনিয়ার বিমানবন্দরে জব্দ কয়েক লাখ

কফিশপে মারধরের শিকার সেই তরুণীর খোঁজ মিলেছে, থানায় জিজ্ঞাসাবাদ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত