ওনস জাবিরকে হারিয়েই জুলাইয়ে ২০২৩ উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসভা। সেদিন রুদ্ধশ্বাস লড়াই শেষে প্রথম রানি খুঁজে পেয়েছিল উইম্বলডন। তিন মাসেরও বেশি সময় পর এবার ভন্দ্রোসোভার বিপক্ষে প্রতিশোধ নিয়েছেন জাবির।
ডব্লিউটিএ ফাইনালস টুর্নামেন্টে এস্তাদিও প্যারাডিসাসে গতকাল মুখোমুখি হয়েছিলেন জাবির ও ভন্দ্রোসোভা। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান জাবির। যা প্রায় চার মাস আগে হওয়া উইম্বলডন ফাইনালের প্রথম সেটের ফলের সমান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে যান জাবির। প্রায় চার মাস পর ‘প্রতিশোধের’ ম্যাচে সরাসরি সেটে জিতলেও জাবিরের মুখে ছিল না হাসি। গাজায় যুদ্ধের ভয়াবহ দেখে তিনি কেঁদে ফেলেছেন। টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ পুরস্কার ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শেষে তিউনিসিয়ান টেনিস তারকা বলেন, ‘বর্তমান বিশ্বে যা হচ্ছে, তাতে আমি খুশি না। আমার খুবই খারাপ লাগছে। একের পর এক বাচ্চা মারা যেতে দেখে খুবই খারাপ লাগছে। এটা খুবই হৃদয়বিদারক। ফিলিস্তিনিদের সাহায্য করতে আমার পুরস্কারের কিছু অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গাজায় ইসরায়েলি সহিংসতায় কমপক্ষে ৮৮০৫ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে রয়েছে ৩৬৪৮ শিশু। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এসব সহিংসতার ঘটনা। জাবির বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’
ওনস জাবিরকে হারিয়েই জুলাইয়ে ২০২৩ উইম্বলডনের নারী এককের শিরোপা জিতেছিলেন মার্কেতা ভন্দ্রোসভা। সেদিন রুদ্ধশ্বাস লড়াই শেষে প্রথম রানি খুঁজে পেয়েছিল উইম্বলডন। তিন মাসেরও বেশি সময় পর এবার ভন্দ্রোসোভার বিপক্ষে প্রতিশোধ নিয়েছেন জাবির।
ডব্লিউটিএ ফাইনালস টুর্নামেন্টে এস্তাদিও প্যারাডিসাসে গতকাল মুখোমুখি হয়েছিলেন জাবির ও ভন্দ্রোসোভা। প্রথম সেটে ৬-৪ গেমে জিতে যান জাবির। যা প্রায় চার মাস আগে হওয়া উইম্বলডন ফাইনালের প্রথম সেটের ফলের সমান। এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি ভন্দ্রোসোভা। দ্বিতীয় সেটে ৬-৩ গেমে জিতে যান জাবির। প্রায় চার মাস পর ‘প্রতিশোধের’ ম্যাচে সরাসরি সেটে জিতলেও জাবিরের মুখে ছিল না হাসি। গাজায় যুদ্ধের ভয়াবহ দেখে তিনি কেঁদে ফেলেছেন। টুর্নামেন্ট থেকে পাওয়া অর্থ পুরস্কার ফিলিস্তিনিদের দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। ম্যাচ শেষে তিউনিসিয়ান টেনিস তারকা বলেন, ‘বর্তমান বিশ্বে যা হচ্ছে, তাতে আমি খুশি না। আমার খুবই খারাপ লাগছে। একের পর এক বাচ্চা মারা যেতে দেখে খুবই খারাপ লাগছে। এটা খুবই হৃদয়বিদারক। ফিলিস্তিনিদের সাহায্য করতে আমার পুরস্কারের কিছু অংশ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
গাজায় ইসরায়েলি সহিংসতায় কমপক্ষে ৮৮০৫ ফিলিস্তিনি মারা গেছে। যার মধ্যে রয়েছে ৩৬৪৮ শিশু। সামাজিকমাধ্যমে প্রতিনিয়ত দেখা যাচ্ছে এসব সহিংসতার ঘটনা। জাবির বলেন, ‘ভিডিও, ফটো নিয়মিত আপনি দেখতে পাবেন। এতে আমি ঠিকমতো ঘুমোতে পারছি না। এ কারণে সামাজিকমাধ্যম থেকে যতটা সম্ভব দূরে থাকার চেষ্টা করছি।’
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৩ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
৯ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
৯ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১১ ঘণ্টা আগে