রেকর্ড গড়ার কাছাকাছি গিয়ে ফিরে আসার গল্প নোভাক জোকোভিচের জন্য নতুন কিছু নয়। উইম্বলডনে স্বপ্নভঙের পর এবার ইউএস ওপেনও শেষ জোকোভিচ। ইউএস ওপেন থেকে তাড়াতাড়ি বিদায়ঘণ্টা বেজে যাওয়ার দায় স্বীকার করেছেন জোকোভিচ।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ খেলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ সকালে হয়েছে তৃতীয় রাউন্ডের এই ম্যাচ। এই ম্যাচে প্রথম দুই সেটেই ৬-৪ গেমে জেতেন পপিরিন। তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে ঘুরে দাঁড়ান জোকোভিচ। অতীতে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে অসংখ্য ম্যাচ জিতেছেন তিনি। এবার আর সেটা হয়নি। চতুর্থ সেট ৬-৪ গেমে পপিরিন জিতলে তৃতীয় রাউন্ডেই থেমে যায় জোকোভিচের পথচলা। হারের পর সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘এটা আমার জন্য বাজে এক ম্যাচ। নিজের সেরার ধারে কাছেও ছিলাম না।’
পুরুষ ও নারী মিলে যৌথভাবে সর্বোচ্চ ২৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন মার্গারেট কোট ও জোকোভিচ। সংখ্যাটাকে ২৫ করার সুযোগ ছিল এবারের ইউএস ওপেনে জোকোভিচের সামনে। তবে তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়ায় অপেক্ষাটা বাড়ল সার্বিয়ান টেনিস তারকার। জোকোভিচ বলেন, ‘গ্র্যান্ড স্লামের কারণে অবশ্যই আপনার ভেতর অনুপ্রেরণা কাজ করবে। তবে নিজের খেলাটাই খেলতে পারিনি। এটাই আসল কথা। এসব টুর্নামেন্টে এমনটা হয়েই থাকে।’
প্যারিস অলিম্পিকে কার্লোস আলকারাসকে হারিয়ে ক্যারিয়ারের ‘গোল্ডেন স্লাম’ জিতলেন জোকোভিচ। ছেলে-মেয়ে মিলিয়ে পঞ্চম খেলোয়াড় হিসেবে সিঙ্গেলে জোকোভিচ এই মাইলফলক ছুঁয়েছেন। এক মাস না যেতেই সার্বিয়ান টেনিস তারকাকে ইউএস ওপেনে খেলতে নামতে হয়েছে। ক্লান্তির কথা স্বীকার করে জোকোভিচ বলেন, ‘শারীরিকভাবে তেমন ফিটও ছিলাম না।’
রজার ফেদেরার, রাফায়েল নাদাল, জোকোভিচ—টেনিসের ‘বিগ থ্রি’র কাউকে এবার তাহলে দেখা যাচ্ছে না গ্র্যান্ড স্লাম জিততে। কারণ ফেদেরার আগেই টেনিসকে বিদায় বলেছেন। নাদাল তো ইউএস ওপেন শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, এবার তিনি থাকছেন না। জোকোভিচের আগে গতকাল অঘটনের শিকার হয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন আলকারাস। নেদারল্যান্ডসের বোটিং ফন ডি জান্ডশুপের কাছে গতকাল সরাসরি সেটে (৬-১,৭-৫, ৬-৪ গেমে) হেরেছেন আলকারাস।
আরও পড়ুন: এটাই কি টেনিস ইতিহাসের সবচেয়ে বড় অঘটন
রেকর্ড গড়ার কাছাকাছি গিয়ে ফিরে আসার গল্প নোভাক জোকোভিচের জন্য নতুন কিছু নয়। উইম্বলডনে স্বপ্নভঙের পর এবার ইউএস ওপেনও শেষ জোকোভিচ। ইউএস ওপেন থেকে তাড়াতাড়ি বিদায়ঘণ্টা বেজে যাওয়ার দায় স্বীকার করেছেন জোকোভিচ।
ইউএস ওপেনের তৃতীয় রাউন্ডে জোকোভিচ খেলেন অস্ট্রেলিয়ার অ্যালেক্সেই পপিরিনের বিপক্ষে। বাংলাদেশ সময় আজ সকালে হয়েছে তৃতীয় রাউন্ডের এই ম্যাচ। এই ম্যাচে প্রথম দুই সেটেই ৬-৪ গেমে জেতেন পপিরিন। তৃতীয় সেটে ৬-৩ গেমে জিতে ঘুরে দাঁড়ান জোকোভিচ। অতীতে এমন পরিস্থিতিতে ঘুরে দাঁড়িয়ে অসংখ্য ম্যাচ জিতেছেন তিনি। এবার আর সেটা হয়নি। চতুর্থ সেট ৬-৪ গেমে পপিরিন জিতলে তৃতীয় রাউন্ডেই থেমে যায় জোকোভিচের পথচলা। হারের পর সার্বিয়ান টেনিস তারকা বলেন, ‘এটা আমার জন্য বাজে এক ম্যাচ। নিজের সেরার ধারে কাছেও ছিলাম না।’
পুরুষ ও নারী মিলে যৌথভাবে সর্বোচ্চ ২৪ বার গ্র্যান্ড স্লাম জিতেছেন মার্গারেট কোট ও জোকোভিচ। সংখ্যাটাকে ২৫ করার সুযোগ ছিল এবারের ইউএস ওপেনে জোকোভিচের সামনে। তবে তৃতীয় রাউন্ডে বিদায় নেওয়ায় অপেক্ষাটা বাড়ল সার্বিয়ান টেনিস তারকার। জোকোভিচ বলেন, ‘গ্র্যান্ড স্লামের কারণে অবশ্যই আপনার ভেতর অনুপ্রেরণা কাজ করবে। তবে নিজের খেলাটাই খেলতে পারিনি। এটাই আসল কথা। এসব টুর্নামেন্টে এমনটা হয়েই থাকে।’
প্যারিস অলিম্পিকে কার্লোস আলকারাসকে হারিয়ে ক্যারিয়ারের ‘গোল্ডেন স্লাম’ জিতলেন জোকোভিচ। ছেলে-মেয়ে মিলিয়ে পঞ্চম খেলোয়াড় হিসেবে সিঙ্গেলে জোকোভিচ এই মাইলফলক ছুঁয়েছেন। এক মাস না যেতেই সার্বিয়ান টেনিস তারকাকে ইউএস ওপেনে খেলতে নামতে হয়েছে। ক্লান্তির কথা স্বীকার করে জোকোভিচ বলেন, ‘শারীরিকভাবে তেমন ফিটও ছিলাম না।’
রজার ফেদেরার, রাফায়েল নাদাল, জোকোভিচ—টেনিসের ‘বিগ থ্রি’র কাউকে এবার তাহলে দেখা যাচ্ছে না গ্র্যান্ড স্লাম জিততে। কারণ ফেদেরার আগেই টেনিসকে বিদায় বলেছেন। নাদাল তো ইউএস ওপেন শুরুর আগেই জানিয়ে দিয়েছেন, এবার তিনি থাকছেন না। জোকোভিচের আগে গতকাল অঘটনের শিকার হয়ে দ্বিতীয় রাউন্ড থেকেই বিদায় নিয়েছেন আলকারাস। নেদারল্যান্ডসের বোটিং ফন ডি জান্ডশুপের কাছে গতকাল সরাসরি সেটে (৬-১,৭-৫, ৬-৪ গেমে) হেরেছেন আলকারাস।
আরও পড়ুন: এটাই কি টেনিস ইতিহাসের সবচেয়ে বড় অঘটন
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
১০ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে