রোলাঁ গারোঁর লাল দুর্গে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের ম্যাচে অনেকেরই চোখ ছিল। লাল দুর্গের রাজা নাদাল পিছিয়ে পড়ে ঘুরেও দাঁড়িয়েছিলেন। তবে দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন জোকোভিচ। বিদায় ঘণ্টা বেজে গেছে নাদালের।
অলিম্পিকের প্রথম রাউন্ডে টেনিস সিঙ্গেলসে মার্তন ফুকসোভিচকে হারিয়ে নাদাল ওঠেন দ্বিতীয় রাউন্ডে। ক্লে কোর্টে আজ দ্বিতীয় রাউন্ডে নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জোকোভিচ। সময়ের দুই টেনিস তারকার লড়াইয়ে সরাসরি সেটেই ম্যাচ হেরে যান নাদাল। স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে ৬-১, ৬-৪ গেমে জিতেছেন জোকোভিচ।
প্রথম সেটে কোনো পাত্তাই পাননি নাদাল। ৬-১ ব্যবধানে জিতেছেন জোকোভিচ। দ্বিতীয় সেটেও সার্বিয়ান টেনিস তারকা ৪-০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু নাদালের। সার্ভিস পয়েন্ট পাওয়ার পর একটি ব্রেক পয়েন্টও পেয়ে যান তিনি। টানা দুটি ব্রেক পয়েন্ট আদায়ের পাশাপাশি নিজের সেটে পয়েন্ট পেয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় সেট তখন পরিণত হয় ৪-৪ গেমে। লড়াইটা এ পর্যন্তই থেমে যায় নাদালের। পিছিয়ে থেকে যে জোকোভিচ ঘুরে দাঁড়াতে অভ্যস্ত, সেখানে এগিয়ে থাকা ম্যাচ হারা তাঁর জন্য অসম্ভব বলা চলে। ব্রেক পয়েন্ট আদায়ের পর নিজের সার্ভিসে পয়েন্ট নিয়ে জেতেন জোকোভিচ।
চোটের সঙ্গে লড়াইটা নাদালের চলছে দীর্ঘদিন। অনুশীলনে চোট পেয়ে প্যারিস অলিম্পিক থেকে এক রকম ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল নাদালের। সেই অনিশ্চয়তা দূর করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে ক্লে কোর্ট যখন নাদালের ‘প্রিয়’, সেখানে তাঁকে পিছিয়ে রাখার তো কোনো উপায় নেই। ক্যারিয়ারের ২২ গ্র্যান্ড স্লামের ১৪টিই জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা।
রোলাঁ গারোঁর লাল দুর্গে নোভাক জোকোভিচ ও রাফায়েল নাদালের ম্যাচে অনেকেরই চোখ ছিল। লাল দুর্গের রাজা নাদাল পিছিয়ে পড়ে ঘুরেও দাঁড়িয়েছিলেন। তবে দুই তারকার লড়াইয়ে শেষ হাসি হেসেছেন জোকোভিচ। বিদায় ঘণ্টা বেজে গেছে নাদালের।
অলিম্পিকের প্রথম রাউন্ডে টেনিস সিঙ্গেলসে মার্তন ফুকসোভিচকে হারিয়ে নাদাল ওঠেন দ্বিতীয় রাউন্ডে। ক্লে কোর্টে আজ দ্বিতীয় রাউন্ডে নাদাল প্রতিপক্ষ হিসেবে পেয়েছেন জোকোভিচ। সময়ের দুই টেনিস তারকার লড়াইয়ে সরাসরি সেটেই ম্যাচ হেরে যান নাদাল। স্প্যানিশ টেনিস তারকার বিপক্ষে ৬-১, ৬-৪ গেমে জিতেছেন জোকোভিচ।
প্রথম সেটে কোনো পাত্তাই পাননি নাদাল। ৬-১ ব্যবধানে জিতেছেন জোকোভিচ। দ্বিতীয় সেটেও সার্বিয়ান টেনিস তারকা ৪-০ ব্যবধানে এগিয়ে যান। সেখান থেকেই ঘুরে দাঁড়ানো শুরু নাদালের। সার্ভিস পয়েন্ট পাওয়ার পর একটি ব্রেক পয়েন্টও পেয়ে যান তিনি। টানা দুটি ব্রেক পয়েন্ট আদায়ের পাশাপাশি নিজের সেটে পয়েন্ট পেয়েছেন স্প্যানিশ টেনিস তারকা। দ্বিতীয় সেট তখন পরিণত হয় ৪-৪ গেমে। লড়াইটা এ পর্যন্তই থেমে যায় নাদালের। পিছিয়ে থেকে যে জোকোভিচ ঘুরে দাঁড়াতে অভ্যস্ত, সেখানে এগিয়ে থাকা ম্যাচ হারা তাঁর জন্য অসম্ভব বলা চলে। ব্রেক পয়েন্ট আদায়ের পর নিজের সার্ভিসে পয়েন্ট নিয়ে জেতেন জোকোভিচ।
চোটের সঙ্গে লড়াইটা নাদালের চলছে দীর্ঘদিন। অনুশীলনে চোট পেয়ে প্যারিস অলিম্পিক থেকে এক রকম ছিটকে যাওয়ার মতো অবস্থা হয়েছিল নাদালের। সেই অনিশ্চয়তা দূর করে দ্বিতীয় রাউন্ডে ওঠেন স্প্যানিশ টেনিস তারকা। তবে ক্লে কোর্ট যখন নাদালের ‘প্রিয়’, সেখানে তাঁকে পিছিয়ে রাখার তো কোনো উপায় নেই। ক্যারিয়ারের ২২ গ্র্যান্ড স্লামের ১৪টিই জিতেছেন স্প্যানিশ টেনিস তারকা।
প্রত্যাবর্তনের গল্প রিয়াল মাদ্রিদের চেয়ে আর কোন দল সুন্দর করে লিখতে পারে? এটা রীতিমতো গবেষণার ব্যাপার। তবে এবার আর ঘুরে দাঁড়ানোর গল্প লিখতে পারল না রিয়াল। যে চ্যাম্পিয়নস লিগ তাদের এক রকম সম্পত্তি হয়ে গেছে, সেই টুর্নামেন্ট থেকেই এবার কোয়ার্টার ফাইনালেই বেজে গেল বিদায়ঘণ্টা।
১৫ মিনিট আগেম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৬ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১২ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১৩ ঘণ্টা আগে