উইম্বলডন খেলতে এখন লন্ডনে থাকার কথা ছিল ইউজিন বুচার্ডের। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম খেলতে টেনিস তারকারা এখন অল ইংল্যান্ড ক্লাবে অবস্থান করছেন। সেখানে শিরোপার জন্য লড়ছেন তাঁরা। তবে এই লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছেন কানাডীয় টেনিস তারকা বুচার্ড।
তবে বুচার্ডের সরে যাওয়া চোটের কারণে নয়। মূলত র্যাঙ্কিং পয়েন্ট না থাকাতেই টেনিস কোর্ট থেকে দূরে থাকছেন বুচার্ড।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রাশিয়ার টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিক্রিয়ায় উইম্বলডনের র্যাঙ্কিং পয়েন্ট বাতিল করে নারী টেনিস সংস্থা (ডব্লিউটিএ)। এই সিদ্ধান্তের প্রতিবাদে নিজেকে উইম্বলডন থেকে সরিয়ে নেন বুচার্ড। খেলার বদলে নিজের মতো ছুটি কাটানোতেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
নিজের খেলা থেকে দূরে থাকলেও অন্য খেলায় ঠিকই মনোযোগ আছে বুচার্ডের। কদিন আগে নিজ শহর মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান মোটর রেসিং দেখতে গিয়েছিলেন তিনি।
কাঁধের চোটে পড়ায় ২০২১ সালের মার্চ থেকে কোর্টের বাইরে বুচার্ড। অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিট তিনি। আশা করেছিলেন উইম্বলডন দিয়ে আবার কোর্টে ফিরবেন। এই কোর্টেই ২০১৪ সালের উইম্বলডনে ফাইনাল খেলেছেন বুচার্ড। তবে ডব্লিউটিএর সিদ্ধান্তের প্রতিবাদে না খেলার ঘোষণা দেন। বুচার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ডব্লিউটিএর র্যাঙ্কিং পয়েন্ট না দেওয়ার ঘোষণার পর আমি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
উইম্বলডন খেলতে এখন লন্ডনে থাকার কথা ছিল ইউজিন বুচার্ডের। বছরের তৃতীয় গ্র্যান্ড স্লাম খেলতে টেনিস তারকারা এখন অল ইংল্যান্ড ক্লাবে অবস্থান করছেন। সেখানে শিরোপার জন্য লড়ছেন তাঁরা। তবে এই লড়াই থেকে নিজেকে সরিয়ে নিয়ে সমুদ্রসৈকতে ছুটি কাটাচ্ছেন কানাডীয় টেনিস তারকা বুচার্ড।
তবে বুচার্ডের সরে যাওয়া চোটের কারণে নয়। মূলত র্যাঙ্কিং পয়েন্ট না থাকাতেই টেনিস কোর্ট থেকে দূরে থাকছেন বুচার্ড।
ইউক্রেনে রুশ আগ্রাসনের কারণে রাশিয়ার টেনিস খেলোয়াড়দের নিষিদ্ধ করেছে উইম্বলডন কর্তৃপক্ষ। এ ঘটনার প্রতিক্রিয়ায় উইম্বলডনের র্যাঙ্কিং পয়েন্ট বাতিল করে নারী টেনিস সংস্থা (ডব্লিউটিএ)। এই সিদ্ধান্তের প্রতিবাদে নিজেকে উইম্বলডন থেকে সরিয়ে নেন বুচার্ড। খেলার বদলে নিজের মতো ছুটি কাটানোতেই ব্যস্ত সময় পার করছেন তিনি।
নিজের খেলা থেকে দূরে থাকলেও অন্য খেলায় ঠিকই মনোযোগ আছে বুচার্ডের। কদিন আগে নিজ শহর মন্ট্রিয়লে অনুষ্ঠিত ফর্মুলা ওয়ান মোটর রেসিং দেখতে গিয়েছিলেন তিনি।
কাঁধের চোটে পড়ায় ২০২১ সালের মার্চ থেকে কোর্টের বাইরে বুচার্ড। অস্ত্রোপচারের পর পুরোপুরি ফিট তিনি। আশা করেছিলেন উইম্বলডন দিয়ে আবার কোর্টে ফিরবেন। এই কোর্টেই ২০১৪ সালের উইম্বলডনে ফাইনাল খেলেছেন বুচার্ড। তবে ডব্লিউটিএর সিদ্ধান্তের প্রতিবাদে না খেলার ঘোষণা দেন। বুচার্ড সামাজিক যোগাযোগমাধ্যমে লেখেন, ‘ডব্লিউটিএর র্যাঙ্কিং পয়েন্ট না দেওয়ার ঘোষণার পর আমি নিজেকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।’
৩৩ পেরিয়ে আজ ৩৪ বছরে পা দিয়েছেন লোকেশ রাহুল। ৩৩তম জন্মদিনের দিন ভক্তদের থেকে পেয়েছেন জন্মদিনের শুভেচ্ছা। আইপিএলে তাঁর দল দিল্লি ক্যাপিটালসও সামাজিক মাধ্যমে জন্মদিন নিয়ে একটি রিলস পোস্ট করেছে। নিজের জন্মদিনের দিনই মেয়ের নাম জানালেন রাহুল
১১ ঘণ্টা আগে৬২ পেরিয়ে আজ ৬৩-এ পা দিলেন ফিল সিমন্স। তাঁর ৬২তম জন্মদিনটা কেটেছে বাংলাদেশেই। কারণ, বাংলাদেশ-জিম্বাবুয়ে দুই ম্যাচের টেস্ট সিরিজ দরজায় কড়া নাড়ছে। সিরিজ শুরুর আগে মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজদের সঙ্গে জন্মদিন উদযাপন করলেন সিমন্স।
১১ ঘণ্টা আগে২০২২ কাতার বিশ্বকাপ জিতেই লিওনেল মেসির আজন্মলালিত স্বপ্ন পূরণ হয়েছে। তখন থেকেই মেসির ২০২৬ ফুটবল বিশ্বকাপ খেলা নিয়ে শোনা যাচ্ছে নানা কথাবার্তা। ‘দ্য গ্রেটেস্ট শো অন আর্থ’ শুরু হতে যখন বাকি ১৪ মাস, তখন আলোচনাটা হচ্ছে আরও বেশি।
১২ ঘণ্টা আগেএএইচএফ কাপে গত চার আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশ। এবার শুরুটা করল চ্যাম্পিয়নের মতো করেই। নিজেদের প্রথম ম্যাচে কাজাখস্তানকে ৫-১ গোলে উড়িয়ে দিয়েছে পুষ্কর ক্ষিসা মিমোর দল। জোড়া গোল করেছেন আশরাফুল ইসলাম।
১৩ ঘণ্টা আগে