ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৪ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৫ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৫ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৭ ঘণ্টা আগে