ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।
ফ্রেঞ্চ ওপেনের নারী এককের কোয়ার্টার ফাইনালে জেতার পরও যেন হেরে গেলেন আরিয়ানা সাবালেঙ্কা। সেমিফাইনাল নিশ্চিত করার পর কোর্টে নেট ধরে তাঁর দাঁড়িয়ে থাকার হতাশ চেহারা যেন সেটাই ইঙ্গিত করল।
এলিনা সভিতোলিনাকে সরাসরি ৬-৪,৬-৪ সেটে হারানোর পর ইউক্রেনীয় টেনিস তারকার সঙ্গে নিয়ম অনুযায়ী হাত মেলানোর অপেক্ষায় দাঁড়িয়েছিলেন সাবালেঙ্কা। কিন্তু নিয়ম মানার কোনো সৌজন্য দেখাননি সভিতোলিনা। হারের পর সাবেলেঙ্কার সঙ্গে হাত না মিলিয়ে কোর্ট ছাড়েন তিনি।
হাত না মেলানোর জন্য অবশ্য রুশ-ইউক্রেন যুদ্ধ দায়ী। সভিতোলিনার দেশে রাশিয়া সামরিক আক্রমণ চালানোর প্রতিবাদ হিসেবে রুশ ও বেলারুশের খেলোয়াড়দের সঙ্গে হাত না মেলানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বেলারুশ আক্রমণ না চালালেও সমর্থন দেওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছেন তিনিসহ স্বদেশি খেলোয়াড়রা। যার ফলেই সাবালেঙ্কার সঙ্গে হাত মেলাননি ইউক্রেনীয় নারী টেনিস তারকা। এর আগেও মাটির কোর্টে এমন অভিজ্ঞতা হয়েছে দ্বিতীয় বাছাই বেলারুশ তারকার। টুর্নামেন্টের প্রথম রাউন্ডে তাঁর সঙ্গে হাত মেলাননি আরেক ইউক্রেনীয় টেনিস তারকা মার্তা কস্তিয়ুক।
এমন কাণ্ডে ম্যাচে শেষে দর্শকের দুয়ো শুনতে হয়েছে সভিতোলিনাকে। হাত না মেলানোর বিষয়ে তিনি বলেছেন, ‘জানি না কেন সে (সাবালেঙ্কা) অপেক্ষা করেছিল। কারণ হাত মেলানোর বিষয়ে আমার বক্তব্য আগে থেকেই পরিষ্কার ছিল।’
সে যাই হোক এ জয়ে দ্বিতীয় গ্র্যান্ড স্লাম জয়ের আরও কাছে পৌঁছালেন সাবালেঙ্কা। সেমিফাইনালে তাঁর প্রতিপক্ষ ক্যারোলিনা মুচোভা। আগামী ৮ জুন প্রতিপক্ষকে হারাতে পারলেই বছরের প্রথম গ্র্যান্ড স্লাম অস্ট্রেলিয়ান ওপেন জয়ের পর আরেকটি শিরোপা জয়ের সুযোগ পাবেন তিনি।
ড্রাগ টেস্টে পজিটিভ হওয়ায় ৩ মাসের নিষেধাজ্ঞা পেয়েছিলেন কাগিসো রাবাদা। তবে পেশাদার আচরণ বজায় এবং বোর্ডের কাছে ক্ষমা চাওয়ায় তাঁর শাস্তি কমে এসেছে। এখন সব ধরনের ক্রিকেটে খেলতে আর কোনো বাধা নেই দক্ষিণ আফ্রিকার এ পেসারের। ডোপিংয়ের দায়ে পাওয়া তিন মাসের নিষেধাজ্ঞা কমিয়ে এক মাসে আনা হয়েছে। এরই মধ্যে এক মাস
১০ ঘণ্টা আগেটানা তিন জয়ের পর আজ সুযোগ ছিল সিরিজ জয়ের। আজ পঞ্চম ওয়ানডেতে বোলাররা নিজেদের কাজটাও সেরে রাখেন দারুণভাবে। সাইমুন বশির-রিজান হাসানরা দুর্দান্ত বোলিংয়ে শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলকে ১৯৬ রানেই আটকে রাখে বাংলাদেশ যুবারা। গত তিন ম্যাচের ব্যাটিং বিবেচনায় ১৯৭ রানের লক্ষ্য বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলের
১২ ঘণ্টা আগেপ্রথমবারের মতো আইসিসি পুরুষ ক্রিকেটারদের ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কারের জন্য মনোনীত হয়েছেন মেহেদী হাসান মিরাজ। কদিন আগে শেষ হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট সিরিজ ব্যাটে-বলে আলো ছড়িয়েছেন এই অলরাউন্ডার। মিরাজের সঙ্গে এপ্রিলে মাসের ‘প্লেয়ার অব দ্য মান্থের’ সংক্ষিপ্ত তালিকায় জায়গা করেছেন জিম্বাবুয়ের ব
১৪ ঘণ্টা আগে১৭ মে শারজায় সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ দিয়ে শুরু বাংলাদেশের ব্যস্ততা। নাজমুল হোসেন শান্ত-লিটন দাসরা এরপর উড়াল দেবেন পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজ খেলতে। এক মাসে সাত টি-টোয়েন্টি খেলার পর বাংলাদেশ দল যাবে শ্রীলঙ্কা সফরে।
১৪ ঘণ্টা আগে