সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা, ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্ব টেনিসের নতুনের কেতন ওড়ানো ইতালির ইয়ানিক সিনার।
গতকাল সেমিফাইনালে সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৭ (৮/৭) গেমে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাককে। আজই টুর্নামেন্টের ফাইনাল।
আজ জিতলে এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ করবেন নোভাক জোকোভিচ। এখন তাঁর এটিপি শিরোপা ৯৯টি। তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজনের—জিমি কনর্সের ১০৯টি ও রজার ফেদেরারের ১০৩টি। ছেলেদের টেনিসের আলোচিত এই একটি রেকর্ড, যেখানে এক কিংবা দুয়ে নেই জোকোভিচ। তবে টেনিসকে বিদায় বলার আগেই যে তিনি রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে নাম লেখাবেন, সেটা আশা করাই যায়। সে পথেই অন্তত এগিয়ে যাচ্ছেন জোকোভিচ; অপেক্ষায় শিরোপার সেঞ্চুরি পূরণের। আর সিনার জিতলে এটা হবে তাঁর ১৮তম এটিপি শিরোপা। ফাইনালে উঠেই অবশ্য একটা সুখবর পেয়েছেন সিনার; র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে তাঁর।
পেশাদার সার্কিটে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-সিনার। জয়ের পাল্লাটা হেলে জোকোভিচের দিকে, জিতেছেন ৪ বার। তবে সিনার এই ভেবে তৃপ্তি পেতে পারেন যে সবশেষ ৪ সাক্ষাতের ৩ বারই জিতেছেন তিনি।
সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন দুই প্রজন্মের দুই তারকা, ‘বড় তিন’-এর শেষ প্রতিনিধি সার্বিয়ার নোভাক জোকোভিচ ও বিশ্ব টেনিসের নতুনের কেতন ওড়ানো ইতালির ইয়ানিক সিনার।
গতকাল সেমিফাইনালে সার্বিয়ান নোভাক জোকোভিচ ৬-৪, ৭-৭ (৮/৭) গেমে যুক্তরাষ্ট্রের টেলর ফ্রিটজকে হারিয়ে সাংহাই মাস্টার্সের ফাইনালে উঠেছেন। অন্য সেমিফাইনালে ইতালির ইয়ানিক সিনার ৬-৪, ৭-৫ গেমে হারিয়েছেন চেক প্রজাতন্ত্রের টমাস ম্যাখাককে। আজই টুর্নামেন্টের ফাইনাল।
আজ জিতলে এটিপি শিরোপার ‘সেঞ্চুরি’ করবেন নোভাক জোকোভিচ। এখন তাঁর এটিপি শিরোপা ৯৯টি। তার চেয়ে বেশি শিরোপা আছে শুধু দুজনের—জিমি কনর্সের ১০৯টি ও রজার ফেদেরারের ১০৩টি। ছেলেদের টেনিসের আলোচিত এই একটি রেকর্ড, যেখানে এক কিংবা দুয়ে নেই জোকোভিচ। তবে টেনিসকে বিদায় বলার আগেই যে তিনি রেকর্ড বইয়ের এই পাতাতেও সবার ওপরে নাম লেখাবেন, সেটা আশা করাই যায়। সে পথেই অন্তত এগিয়ে যাচ্ছেন জোকোভিচ; অপেক্ষায় শিরোপার সেঞ্চুরি পূরণের। আর সিনার জিতলে এটা হবে তাঁর ১৮তম এটিপি শিরোপা। ফাইনালে উঠেই অবশ্য একটা সুখবর পেয়েছেন সিনার; র্যাঙ্কিংয়ের শীর্ষে থেকে বছর শেষ করা নিশ্চিত হয়েছে তাঁর।
পেশাদার সার্কিটে এ পর্যন্ত ৭ বার মুখোমুখি হয়েছেন জোকোভিচ-সিনার। জয়ের পাল্লাটা হেলে জোকোভিচের দিকে, জিতেছেন ৪ বার। তবে সিনার এই ভেবে তৃপ্তি পেতে পারেন যে সবশেষ ৪ সাক্ষাতের ৩ বারই জিতেছেন তিনি।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
১৯ মিনিট আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
২ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
২ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
৩ ঘণ্টা আগে