ক্রীড়া ডেস্ক
২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে নোভাক জোকোভিচ মাঠে নামছেন পরশু। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামার আগে তিনি ৩ বছর আগের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষক্রিয়ার’ অভিযোগ তুলেছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত জিকিউ ম্যাগাজিন গতকাল জোকোভিচের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে খাবার নিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, সেটা জিকিউ ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকারে জানা গেছে। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা সেই সময়ের ভয়ংকর এক তথ্য সামনে এনেছেন। জোকোভিচ বলেন,‘স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলাম (২০২২ সালে)। মেলবোর্নের হোটেলে এটা বুঝতে পারি। যে খাবার দেওয়া হয়েছিল, সেটা খেয়ে বিষক্রিয়ায় ভুগছিলাম। সার্বিয়ায় ফেরার পর সেটা ধরতে পেরেছি। সবার সামনে কখনো সেটা বলিনি। তবে তখন শরীরে উচ্চমাত্রার ধাতব ছিল বলে টের পেয়েছিল।সিসা ও পারদ ছিল উচ্চমাত্রায়।’
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জোকোভিচের খাবার নিয়ে বিষক্রিয়ার অভিযোগের ব্যাপারে জানিয়েছেন, ব্যাপারটি গোপনীয় হওয়ায় ব্যক্তিগত এসব ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের ‘ফুড পলিসি’ নিয়ে কাজ করা ড্যামিয়ান ম্যাগাঞ্জা বলেন, ‘এটা খুব বাজে অভিযোগ। এটা হতে পারে (বিষক্রিয়া)। তবে সম্ভাবনা খুব। যতটা দীর্ঘ সময় তিনি সেখানে ছিলেন, তখন সেই খাবারগুলো বানানো হয়েছিল। আমার জানা মতে অন্যান্য রিপোর্টও আর হয়নি পরে।’ জোকোভিচ যে হোটেলে ২০২২ সালে, সেই পার্ক হোটেলের সঙ্গে লিজ চুক্তি হয়েছিল। আটকে থাকা ব্যক্তিদের জন্য তখন দুপুর ও রাতে সতেজ খাবার দেওয়া হয়েছিল।
২০২২ সালে করোনার টিকে নিতে চাননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তাঁর ভিসা বাতিল করা হয়েছিল। জোকোভিচকে একটি ডিটেনশন হোটেলে আটকেও রাখা হয়েছিল। তখন আইনি লড়াইয়ে নামলেও সেটা কোনো কাজে আসেনি। টুর্নামেন্ট শুরুর আগেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল।
ক্যারিয়ারে ২৪ গ্র্যান্ড স্লামের মধ্যে সর্বোচ্চ ১০ বার জোকোভিচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্টে সবশেষ এককভাবে জিতেছেন ২০২৩ সালে। যুক্তরাষ্ট্রের নিশেষ বাসাভারেড্ডির বিপক্ষে পরশু খেলতে নামেন জোকোভিচ।
২০২৫ অস্ট্রেলিয়ান ওপেনের বাছাইপর্ব এরই মধ্যে শুরু হয়ে গেছে। তবে নোভাক জোকোভিচ মাঠে নামছেন পরশু। মেলবোর্নের রড লেভার অ্যারেনায় নামার আগে তিনি ৩ বছর আগের ঘটনা নিয়ে স্মৃতিচারণ করেছেন। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা অস্ট্রেলিয়ার খাবারে ‘বিষক্রিয়ার’ অভিযোগ তুলেছেন।
যুক্তরাষ্ট্রের অন্যতম বিখ্যাত জিকিউ ম্যাগাজিন গতকাল জোকোভিচের একটি সাক্ষাৎকার প্রকাশ করেছে। ২০২২ সালে অস্ট্রেলিয়ান ওপেনে খেলতে গিয়ে খাবার নিয়ে কী অভিজ্ঞতা হয়েছিল, সেটা জিকিউ ম্যাগাজিনে তাঁর সাক্ষাৎকারে জানা গেছে। ২৪ গ্র্যান্ড স্লামজয়ী টেনিস তারকা সেই সময়ের ভয়ংকর এক তথ্য সামনে এনেছেন। জোকোভিচ বলেন,‘স্বাস্থ্যগত সমস্যায় ভুগছিলাম (২০২২ সালে)। মেলবোর্নের হোটেলে এটা বুঝতে পারি। যে খাবার দেওয়া হয়েছিল, সেটা খেয়ে বিষক্রিয়ায় ভুগছিলাম। সার্বিয়ায় ফেরার পর সেটা ধরতে পেরেছি। সবার সামনে কখনো সেটা বলিনি। তবে তখন শরীরে উচ্চমাত্রার ধাতব ছিল বলে টের পেয়েছিল।সিসা ও পারদ ছিল উচ্চমাত্রায়।’
অস্ট্রেলিয়ার স্বরাষ্ট্র বিভাগের এক মুখপাত্র জোকোভিচের খাবার নিয়ে বিষক্রিয়ার অভিযোগের ব্যাপারে জানিয়েছেন, ব্যাপারটি গোপনীয় হওয়ায় ব্যক্তিগত এসব ব্যাপারে মন্তব্য করা সম্ভব নয়। জর্জ ইনস্টিটিউট ফর গ্লোবাল হেলথের ‘ফুড পলিসি’ নিয়ে কাজ করা ড্যামিয়ান ম্যাগাঞ্জা বলেন, ‘এটা খুব বাজে অভিযোগ। এটা হতে পারে (বিষক্রিয়া)। তবে সম্ভাবনা খুব। যতটা দীর্ঘ সময় তিনি সেখানে ছিলেন, তখন সেই খাবারগুলো বানানো হয়েছিল। আমার জানা মতে অন্যান্য রিপোর্টও আর হয়নি পরে।’ জোকোভিচ যে হোটেলে ২০২২ সালে, সেই পার্ক হোটেলের সঙ্গে লিজ চুক্তি হয়েছিল। আটকে থাকা ব্যক্তিদের জন্য তখন দুপুর ও রাতে সতেজ খাবার দেওয়া হয়েছিল।
২০২২ সালে করোনার টিকে নিতে চাননি জোকোভিচ। অস্ট্রেলিয়ান ওপেন খেলতে অস্ট্রেলিয়ায় যাওয়ার পর তাঁর ভিসা বাতিল করা হয়েছিল। জোকোভিচকে একটি ডিটেনশন হোটেলে আটকেও রাখা হয়েছিল। তখন আইনি লড়াইয়ে নামলেও সেটা কোনো কাজে আসেনি। টুর্নামেন্ট শুরুর আগেই দেশ থেকে বের করে দেওয়া হয়েছিল।
ক্যারিয়ারে ২৪ গ্র্যান্ড স্লামের মধ্যে সর্বোচ্চ ১০ বার জোকোভিচ জিতেছেন অস্ট্রেলিয়ান ওপেন। এই টুর্নামেন্টে সবশেষ এককভাবে জিতেছেন ২০২৩ সালে। যুক্তরাষ্ট্রের নিশেষ বাসাভারেড্ডির বিপক্ষে পরশু খেলতে নামেন জোকোভিচ।
দ্বিতীয় টি-টোয়েন্টি জিতে সিরিজে ঘুরে দাঁড়ানোর পর অধিনায়ক লিটন দাস বলেছিলেন, নিজের প্রতি আত্মবিশ্বাস ছিল তাঁর! আত্মবিশ্বাস ছিল দলকে নিয়েও। তাঁর নেতৃত্বেই প্রথমবারের মতো শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ।
৮ ঘণ্টা আগেকলম্বোয় বাংলাদেশ-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি ম্যাচ হলে ঘুরেফিরে আসে ২০১৮ নিদাহাস ট্রফির স্মৃতি। সেবার লঙ্কানদের বিপক্ষে দুবারের লড়াইয়ে দুবারই জিতেছিল বাংলাদেশ। সাত বছর পর সেই প্রেমাদাসায় রচিত হলো ইতিহাস। ৮ উইকেটে জিতে শ্রীলঙ্কার বিপক্ষে প্রথমবারের মতো টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ।
১০ ঘণ্টা আগেলর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ‘লো-স্কোরিং থ্রিলারে’ ভারত হারলেও রবীন্দ্র জাদেজার ব্যাটিংয়ের প্রশংসা করেছেন অনেক ক্রিকেট বিশেষজ্ঞরা। মোহাম্মদ সিরাজ, জসপ্রীত বুমরাদের নিয়ে প্রাণপণে লড়ে গেছেন জাদেজা। তবে পাকিস্তানের সাবেক উইকেটরক্ষক ব্যাটার কামরান আকমলের মতে জাদেজার আরেকটু দায়িত্ব নিয়ে খেলা উচিত ছিল।
১০ ঘণ্টা আগেসিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে তেমন কিছুই করতে পারেননি মেহেদী হাসান মিরাজ ও মোহাম্মদ সাইফউদ্দিন। কলম্বোর প্রেমাদাসায় আজ সিরিজ নির্ধারণী তৃতীয় টি-টোয়েন্টিতে জায়গা মেলেনি তাঁদের। একাদশে দুই পরিবর্তন আনতেই বাজিমাত বাংলাদেশের। মিরাজের পরিবর্তে একাদশে এসেই শেখ মেহেদী হাসান দেখালেন তাঁর ঘূর্ণিজাদু।
১১ ঘণ্টা আগে