চোটের সঙ্গে লড়ছিলেন অনেক দিন হলো। অবশেষে টেনিসকে বিদায়ই জানিয়ে দিলেন রজার ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার এ মাসের লেভার কাপ খেলেই বিদায় জানাবেন টেনিসকে। আজ আনুষ্ঠানিকভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন সুইস তারকা।
২০২১ উইম্বলডনের পর থেকে আর টেনিস খেলছেন না ফেদেরার। এই সময়ে তৃতীয়বারের মতো হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে। শরীর আর সমর্থন না করায় অবশেষে থামতেই হচ্ছে ফেডেক্সকে। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে ফেদেরার লিখেছেন, ‘গত কিছুদিনে আমার শরীর আমাকে পরিষ্কার বার্তা দিয়েছে। গত ২৪ বছরে ১৫০০ ম্যাচের বেশি খেলেছি। এখন আমাকে স্বীকার করতেই হচ্ছে প্রতিযোগিতামূলক ক্যারিয়ারটা শেষ করতে হচ্ছে। টেনিস খেলাকে বলব, তোমাকে অনেক ভালোবাসি, কখনোই তোমাকে ছেড়ে যাব না।’
বিদায়ী বার্তায় ফেদেরার তাঁর পরিবার, বন্ধু, কোচ, প্রতিদ্বন্দ্বী, পৃষ্ঠপোষক, ভক্ত-সমর্থক—সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফেদেরার। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক। ২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এরপর টেনিসকে শিল্পে রূপ দিয়ে জিতেছেন ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফ্রেঞ্চ ওপেন, ৮ উইম্বলডন আর ৫টি ইউএস ওপেন। গ্র্যান্ড স্লাম জেতার দিক দিয়ে তাঁর ওপরে আছে শুধু রাফায়েল নাদাল (২২) আর নোভাক ুজোকোভিচ (২১)।
ফেদেরের এই বিদায়ে একটি বড় অধ্যায়ই শেষ হতে চলেছে টেনিসের ইতিহাসে।
চোটের সঙ্গে লড়ছিলেন অনেক দিন হলো। অবশেষে টেনিসকে বিদায়ই জানিয়ে দিলেন রজার ফেদেরার। ২০টি গ্র্যান্ড স্ল্যামজয়ী ফেদেরার এ মাসের লেভার কাপ খেলেই বিদায় জানাবেন টেনিসকে। আজ আনুষ্ঠানিকভাবেই অবসরের ঘোষণা দিয়েছেন সুইস তারকা।
২০২১ উইম্বলডনের পর থেকে আর টেনিস খেলছেন না ফেদেরার। এই সময়ে তৃতীয়বারের মতো হাঁটুতে অস্ত্রোপচার করতে হয়েছে। শরীর আর সমর্থন না করায় অবশেষে থামতেই হচ্ছে ফেডেক্সকে। সামাজিক মাধ্যমে এক চিঠি পোস্ট করে ফেদেরার লিখেছেন, ‘গত কিছুদিনে আমার শরীর আমাকে পরিষ্কার বার্তা দিয়েছে। গত ২৪ বছরে ১৫০০ ম্যাচের বেশি খেলেছি। এখন আমাকে স্বীকার করতেই হচ্ছে প্রতিযোগিতামূলক ক্যারিয়ারটা শেষ করতে হচ্ছে। টেনিস খেলাকে বলব, তোমাকে অনেক ভালোবাসি, কখনোই তোমাকে ছেড়ে যাব না।’
বিদায়ী বার্তায় ফেদেরার তাঁর পরিবার, বন্ধু, কোচ, প্রতিদ্বন্দ্বী, পৃষ্ঠপোষক, ভক্ত-সমর্থক—সবাইকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়েছেন ফেদেরার। ১৯৯৮ সালে মাত্র ১৬ বছর বয়সে পেশাদার টেনিসে অভিষেক। ২০০৩ সালে প্রথম গ্র্যান্ড স্লাম জয়। এরপর টেনিসকে শিল্পে রূপ দিয়ে জিতেছেন ৬টি অস্ট্রেলিয়ান ওপেন, ১টি ফ্রেঞ্চ ওপেন, ৮ উইম্বলডন আর ৫টি ইউএস ওপেন। গ্র্যান্ড স্লাম জেতার দিক দিয়ে তাঁর ওপরে আছে শুধু রাফায়েল নাদাল (২২) আর নোভাক ুজোকোভিচ (২১)।
ফেদেরের এই বিদায়ে একটি বড় অধ্যায়ই শেষ হতে চলেছে টেনিসের ইতিহাসে।
ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রস্তুতিতে ব্যস্ত বাংলাদেশ। এর মধ্যে আমন্ত্রণ এল আরও এক সিরিজ খেলার। অক্টোবরে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশকে নিয়ে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে চায় আফগানিস্তান।
১ ঘণ্টা আগেত্রিদেশীয় সিরিজে টানা দ্বিতীয় জয় তুলে নিয়েছে নিউজিল্যান্ড। দক্ষিণ আফ্রিকার পর আজ হারারে স্পোর্টস ক্লাব মাঠে জিম্বাবুয়েকে ৮ উইকেটে উড়িয়ে দিয়েছে কিউইরা। দলের জয়ে ঝোড়ো ইনিংস খেলে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এক বছর পর টি-টোয়েন্টি দলে সুযোগ পাওয়া ডেভন কনওয়ে। ৪০ বলে ৫৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন এই ওপেনার
৩ ঘণ্টা আগেশ্রীলঙ্কা সফর ওয়ানডে ও টেস্ট সিরিজ হার। তবে টি-টোয়েন্টি সিরিজ জিতে শেষটা রাঙিয়েছে বাংলাদেশ দল। সেই জয়ের আত্মবিশ্বাস নিয়ে কাল থেকে লিটন দাসরা নতুন টি-টোয়েন্টি শুরু জয়ের অভিযানে নামবেন পাকিস্তানের বিপক্ষে। বাংলাদেশ দলের টপ অর্ডার ব্যাটার মোহাম্মদ নাঈম শেখ তো এই সিরিজে আগে রাখছেন বাংলাদেশকেই। নিজেদের
৩ ঘণ্টা আগেওপেনিংয়ে ব্যাটিং করতে সাকিব আল হাসানকে দেখা যায় না বললেই চলে। তবে ম্যাক্সসিক্সটিন ক্যারিবিয়ান টি-টেন লিগে ওপেনিংয়ে নেমে রীতিমতো তাণ্ডব চালালেন এই অলরাউন্ডার। সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সে জয়ের দেখা পেল তাঁর দল মায়ামি ব্লেইজ। টানা দুই হারের পর গ্র্যান্ড কেম্যান ফ্যালকনসকে ১৩ রানে হারিয়েছে মায়ামি।
৪ ঘণ্টা আগে