অভিযোগটা যাঁর-তাঁর বিরুদ্ধে নয়। খোদ চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি! তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন নারী টেনিস তারকা পেং শুয়াই। কিন্তু দেশটির ইন্টারনেট থেকে এ বিষয়ক সব তথ্য মুছে ফেলা হয়েছে। এরপর থেকে শুয়াইকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না!
৩৫ বছর বয়সী শুয়াইয়ের নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছে নারী টেনিস সংস্থা (ডব্লিউটিএ)। সংস্থাটির দাবি, শুয়াইকে দ্রুত খুঁজে বের করে কোনো রকম পর্যালোচনা ছাড়াই তাঁর অভিযোগ শোনা উচিত এবং তদন্ত করা উচিত। চীনের বিভিন্ন নারী সংগঠনও ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন।
এ মাসের শুরুতে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন শুয়াই। লেখেন, চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ কর্মকর্তা ও উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি তাঁকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন।
কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সংস্থা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন গাওলি। সেই সময়ই দেশটির তারকা টেনিস খেলোয়াড় শুয়াইয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেন তিনি। সে সময় নাকি দুজনের প্রেমের সম্পর্ক ছিল। তবে এত দিন পর গাওলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন শুয়াই।
সঙ্গে সঙ্গে পোস্টটি ভাইরাল হলে আধঘণ্টার মধ্যে পর মুছে দেওয়া হয়। এরপর থেকে শুয়াইয়ের কোনো তথ্যই চীনের ইন্টারনেট মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ মিলছে না খোদ শুয়াইয়েরও।
এ ব্যাপারে সাবেক নারী টেনিস তারকা ক্রিস এভার্ট টুইটারে লিখেছেন, ‘পেংকে (শুয়াইকে) আমি ১৪ বছর থেকে চিনি। তাই চিন্তা হবেই। ও কোথায়? নিরাপদে আছে তো?’ কিংবদন্তি বিলি জিন কিং লিখেছেন, ‘আশা করি শুয়াই সুস্থ আছে। ওর অভিযোগের তদন্ত করা উচিত’।
আগের দশকের মাঝামাঝিতে ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন শুয়াই। নারী দ্বৈতে জিতেছেন ২০১৩ উইম্বলডন ও ২০১৪ ফরাসি ওপেন। একই বছর ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনালেও ওঠেন তিনি।
যাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সেই ঝাং গাওলি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঘনিষ্ঠ সহযোগী তিনি। সে কারণে গাওলির বিরুদ্ধে অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
অভিযোগটা যাঁর-তাঁর বিরুদ্ধে নয়। খোদ চীনের সাবেক উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি! তাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ এনেছেন নারী টেনিস তারকা পেং শুয়াই। কিন্তু দেশটির ইন্টারনেট থেকে এ বিষয়ক সব তথ্য মুছে ফেলা হয়েছে। এরপর থেকে শুয়াইকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না!
৩৫ বছর বয়সী শুয়াইয়ের নিখোঁজ হওয়ার খবরে উদ্বেগ জানিয়েছে নারী টেনিস সংস্থা (ডব্লিউটিএ)। সংস্থাটির দাবি, শুয়াইকে দ্রুত খুঁজে বের করে কোনো রকম পর্যালোচনা ছাড়াই তাঁর অভিযোগ শোনা উচিত এবং তদন্ত করা উচিত। চীনের বিভিন্ন নারী সংগঠনও ঘটনাটি নিয়ে উদ্বিগ্ন।
এ মাসের শুরুতে চীনের সামাজিক যোগাযোগমাধ্যম ওয়েইবোতে একটি পোস্ট দিয়ে অভিযোগ করেন শুয়াই। লেখেন, চীনের ক্ষমতাসীন দল কমিউনিস্ট পার্টির সাবেক শীর্ষ কর্মকর্তা ও উপপ্রধানমন্ত্রী ঝাং গাওলি তাঁকে যৌন সম্পর্ক স্থাপনে বাধ্য করেছিলেন।
কমিউনিস্ট পার্টির সর্বোচ্চ সংস্থা পলিটব্যুরো স্ট্যান্ডিং কমিটির সদস্য ছিলেন গাওলি। সেই সময়ই দেশটির তারকা টেনিস খেলোয়াড় শুয়াইয়ের সঙ্গে যৌন সম্পর্ক করেন তিনি। সে সময় নাকি দুজনের প্রেমের সম্পর্ক ছিল। তবে এত দিন পর গাওলির বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ তুলেছেন শুয়াই।
সঙ্গে সঙ্গে পোস্টটি ভাইরাল হলে আধঘণ্টার মধ্যে পর মুছে দেওয়া হয়। এরপর থেকে শুয়াইয়ের কোনো তথ্যই চীনের ইন্টারনেট মাধ্যমে খুঁজে পাওয়া যাচ্ছে না। খোঁজ মিলছে না খোদ শুয়াইয়েরও।
এ ব্যাপারে সাবেক নারী টেনিস তারকা ক্রিস এভার্ট টুইটারে লিখেছেন, ‘পেংকে (শুয়াইকে) আমি ১৪ বছর থেকে চিনি। তাই চিন্তা হবেই। ও কোথায়? নিরাপদে আছে তো?’ কিংবদন্তি বিলি জিন কিং লিখেছেন, ‘আশা করি শুয়াই সুস্থ আছে। ওর অভিযোগের তদন্ত করা উচিত’।
আগের দশকের মাঝামাঝিতে ক্যারিয়ারের সেরা সময় পার করেছেন শুয়াই। নারী দ্বৈতে জিতেছেন ২০১৩ উইম্বলডন ও ২০১৪ ফরাসি ওপেন। একই বছর ইউএস ওপেনের নারী এককের সেমিফাইনালেও ওঠেন তিনি।
যাঁর বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ, সেই ঝাং গাওলি ২০১৩ থেকে ২০১৮ সাল পর্যন্ত চীনের উপপ্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। প্রেসিডেন্ট শি জিন পিংয়ের ঘনিষ্ঠ সহযোগী তিনি। সে কারণে গাওলির বিরুদ্ধে অভিযোগ ‘ভিত্তিহীন’ বলে উড়িয়ে দিলেও অবাক হওয়ার কিছুই থাকবে না।
ভারতের আপত্তিতে গত বছর এশিয়া কাপ হয়েছিল হাইব্রিড মডেলে। এবার শঙ্কা দেখা দিয়েছে ২০২৫ এশিয়া কাপ হওয়া নিয়ে। এশিয়ার ক্রিকেটীয় সৌন্দর্যই যেন প্রায় বিলীন ভারত-পাকিস্তানের রেষারেষিতে। সম্প্রতি কাশ্মীরের পেহেলগাম হত্যাকাণ্ডের ঘটনায় দুই দেশের মধ্যে চলছে চরম উত্তেজনা।
১১ ঘণ্টা আগেআগের রাতে জিততে ঘাম ছুটে গিয়েছিল বার্সেলোনার। যদিও রিয়াল ভায়াদোলিদের বিপক্ষে অনেকটা দ্বিতীয় সারির দল সাজিয়েছিল তারা। তবে আজ সেল্টা ভিগোর বিপক্ষে পূর্ণ শক্তি নিয়েই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। শুরুতে দাপট দেখানোর পরও তারা মাঠ ছেড়েছে ৩-২ ব্যবধানের কষ্টের জয় নিয়ে। তবে দুই দল স্বস্তি পাচ্ছে এই ভেবে যে এল ক্
১২ ঘণ্টা আগেটি-টোয়েন্টিতে নতুন যুগের শুরুটা তাহলে করতে যাচ্ছে বাংলাদেশ। যার শুরুটা বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) হয়েছে লিটন দাসকে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক ঘোষণা করে। পাকিস্তান-সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে এই দুই দলের সিরিজ দিয়েই আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের টি-টোয়েন্টির নেতৃত্ব শুরু হচ্ছে লিটনের।
১৬ ঘণ্টা আগেবাংলাদেশ সবশেষ টি-টোয়েন্টি খেলেছে গত বছরের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। সেই সিরিজে লিটন দাস ছিলেন অধিনায়ক। এবার তাঁকেই স্থায়ীভাবে আন্তর্জাতিক টি-টোয়েন্টির অধিনায়ক করা হয়েছে। ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ পর্যন্ত লিটন বাংলাদেশের টি-টোয়েন্টি দলের অধিনায়ক।
১৭ ঘণ্টা আগে