কথায় আছে, ‘নারী কুড়িতেই বুড়ি’। তবে অনেকের ক্ষেত্রে কথাটি একেবারে নিরর্থ। ইউক্রেনের এলিনা সভিতোলিনার কথাই ধরুন। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে নিজেকে কিশোরী মনে হচ্ছে ২৮ বছর বয়সী এই ইউক্রেনিয়ানের। বয়স যেন প্রায় অর্ধেক কমে গেছে তাঁর।
অনেকে মাতৃত্বের স্বাদ পাওয়ার পর খেলাধুলার জগৎকে বিদায় জানান। সভিতোলিনা সেখানেও উল্টো। মা হওয়ার পর রোলাঁ গারোতে এসে উঠে গেলেন শেষ আটে। ক্লে-কোর্টে দুর্দান্ত পারফরম্যান্সে পর এখন তাঁর নিজেকে মনে হচ্ছে ১৭ বছর বয়সী চপলা কিশোরী।
সাবেক তৃতীয় বাছাই সভিতোলিনা কোয়ার্টার নিশ্চিত করেছেন গতকাল ৯ নম্বর বাছাই রাশিয়ার মেয়ে দারিয়া কাসাতকিনাকে ৬-৪, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে। সেমিফাইনাল উঠতে হলে আগামীকাল তাঁকে জিততে হবে দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কার বিপক্ষে। এই বেলারুশিয়ান শেষ আট নিশ্চিত করেন আমেরিকার স্লোয়ান স্তেফেন্সকে হারিয়ে।
সাবালেঙ্কা বছর শুরু করেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামজয়ী ফ্রেঞ্চ ওপেনেও এসেছেন ফেবারিট হিসেবে। তবে ফর্মে থাকা ৩ বছরের ছোট সাবালেঙ্কার মুখোমুখি হওয়ার আগে বেশ নির্ভার সভিতোলিনা, ‘চাপে থাকার যে অভ্যাস, সেটা আমার অনুভূত হচ্ছে না।’
গত অক্টোবরে মা হয়েছেন সভিতোলিনা। ফরাসি টেনিস তারকা গায়েল মনফিলস ও তাঁর সংসারে আছে স্কাই নামে এই কন্যাসন্তান। গত এপ্রিলে টেনিসে ফেরার পর এটি সভিতোলিনার ষষ্ঠ টুর্নামেন্ট। ফের কোর্টে ফেরার কথা এক বছর কল্পনাও করেননি ২০১৯ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট। তবে এবার ক্যারিয়ার প্রথম গ্র্যান্ড স্লাম ছুঁয়ে দেখতে চান তিনি, ‘অবশ্যই, আমি গ্র্যান্ড স্ল্যাম জিততে চাই। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য।’
নিজেকে এ জন্য বেশ ফিট রাখছেন সভিতোলিনা। লড়াইয়ের আগে বাহ্যিক চাপ নিতে চান না জানিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এখন আমার বয়স প্রায় ১৭ বছর আর একেবারে নতুন হিসেবে ট্যুরে এসেছি।’
কথায় আছে, ‘নারী কুড়িতেই বুড়ি’। তবে অনেকের ক্ষেত্রে কথাটি একেবারে নিরর্থ। ইউক্রেনের এলিনা সভিতোলিনার কথাই ধরুন। ফ্রেঞ্চ ওপেনের কোয়ার্টার ফাইনালে উঠে নিজেকে কিশোরী মনে হচ্ছে ২৮ বছর বয়সী এই ইউক্রেনিয়ানের। বয়স যেন প্রায় অর্ধেক কমে গেছে তাঁর।
অনেকে মাতৃত্বের স্বাদ পাওয়ার পর খেলাধুলার জগৎকে বিদায় জানান। সভিতোলিনা সেখানেও উল্টো। মা হওয়ার পর রোলাঁ গারোতে এসে উঠে গেলেন শেষ আটে। ক্লে-কোর্টে দুর্দান্ত পারফরম্যান্সে পর এখন তাঁর নিজেকে মনে হচ্ছে ১৭ বছর বয়সী চপলা কিশোরী।
সাবেক তৃতীয় বাছাই সভিতোলিনা কোয়ার্টার নিশ্চিত করেছেন গতকাল ৯ নম্বর বাছাই রাশিয়ার মেয়ে দারিয়া কাসাতকিনাকে ৬-৪, ৭-৬ (৭-৫) গেমে হারিয়ে। সেমিফাইনাল উঠতে হলে আগামীকাল তাঁকে জিততে হবে দ্বিতীয় বাছাই আরিয়ানা সাবালেঙ্কার বিপক্ষে। এই বেলারুশিয়ান শেষ আট নিশ্চিত করেন আমেরিকার স্লোয়ান স্তেফেন্সকে হারিয়ে।
সাবালেঙ্কা বছর শুরু করেন ক্যারিয়ারের প্রথম গ্র্যান্ড স্ল্যাম জিতে। বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যামজয়ী ফ্রেঞ্চ ওপেনেও এসেছেন ফেবারিট হিসেবে। তবে ফর্মে থাকা ৩ বছরের ছোট সাবালেঙ্কার মুখোমুখি হওয়ার আগে বেশ নির্ভার সভিতোলিনা, ‘চাপে থাকার যে অভ্যাস, সেটা আমার অনুভূত হচ্ছে না।’
গত অক্টোবরে মা হয়েছেন সভিতোলিনা। ফরাসি টেনিস তারকা গায়েল মনফিলস ও তাঁর সংসারে আছে স্কাই নামে এই কন্যাসন্তান। গত এপ্রিলে টেনিসে ফেরার পর এটি সভিতোলিনার ষষ্ঠ টুর্নামেন্ট। ফের কোর্টে ফেরার কথা এক বছর কল্পনাও করেননি ২০১৯ সালের উইম্বলডন ও ইউএস ওপেনের সেমিফাইনালিস্ট। তবে এবার ক্যারিয়ার প্রথম গ্র্যান্ড স্লাম ছুঁয়ে দেখতে চান তিনি, ‘অবশ্যই, আমি গ্র্যান্ড স্ল্যাম জিততে চাই। এটাই এখন আমার একমাত্র লক্ষ্য।’
নিজেকে এ জন্য বেশ ফিট রাখছেন সভিতোলিনা। লড়াইয়ের আগে বাহ্যিক চাপ নিতে চান না জানিয়ে তিনি বলেছেন, ‘আমার মনে হচ্ছে, এখন আমার বয়স প্রায় ১৭ বছর আর একেবারে নতুন হিসেবে ট্যুরে এসেছি।’
আবুধাবিতে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ খোয়ানোর পর গত পরশু শেষ ওয়ানডেতে ২০০ রানের লজ্জার পরাজয়। বাংলাদেশ ক্রিকেট নিয়ে সমর্থকদের হতাশার শেষ নেই। সামাজিক যোগাযোগমাধ্যমে তীব্র সমালোচনা, ব্যঙ্গ রসিকতা তো হচ্ছেই। আজ দল যখন রাতে ফিরল, বিমানবন্দরে দুয়োও শুনতে হলো তাদের।
১১ ঘণ্টা আগেএশিয়া–পূর্ব এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের বাছাইয়ে আজ মুখোমুখি হয়েছে ওমান-নেপাল। ম্যাচ শুরু হওয়ার দেড় ঘণ্টা আগেই অবশ্য ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে জায়গা করে নিয়েছে তারা। ২০ দলের মধ্যে ১৯ দলেরই বিশ্বকাপ নিশ্চিত হয়েছে। বাকি একটি জায়গা নিয়ে লড়াইয়ে আছে সংযুক্ত আরব আমিরাত, জাপান ও কাতার।
১২ ঘণ্টা আগেআবুধাবিতে বাংলাদেশের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজ দুর্দান্ত খেলেছেন ইব্রাহিম জাদরান। দারুণ খেলেও মেজাজ হারিয়েছেন আফগান ওপেনার। গতকাল সিরিজের শেষ ওয়ানডেতে মেজাজ হারিয়ে যা করেছেন, তাতে আইসিসির শাস্তি পেয়েছেন জাদরান।
১৩ ঘণ্টা আগেপৌনে ৩ ঘণ্টার রোমাঞ্চকর লড়াই। প্রথম সেটে হেরে পিছিয়ে থাকলেও সেখানে ঘুরে দাঁড়ানোর গল্প লিখেছেন জারিফ আবরার। ভারতের শৌনক চ্যাটার্জিকে ৫-৭,৬-২ ও ৭-৫ গেমে হারিয়ে ৩৫ তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছেন তিনি।
১৪ ঘণ্টা আগে