ক্রীড়া ডেস্ক
যেকোনো খেলায় হারজিত থাকবেই। আর ম্যাচের পর ফল যা-ই হোক, প্রতিপক্ষকে সম্মান দেখানো একটা রীতি। সেখানে এবার ঘটল উল্টোটা। এমন ঘটনা আগে দেখা গেছে কি না, তা-ও বলা মুশকিল। টেনিস কোর্টে ঘটেছে এমনই এক ঘটনা। ম্যাচের পর প্রতিপক্ষকে চড় মারাকে কেন্দ্র করে কোর্টেই দুই খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ঘানার এক জুনিয়র টেনিস প্রতিযোগিতায়।
আইটিএফ আয়োজিত জুনিয়র টেনিস প্রতিযোগিতার আসর বসেছিল ঘানার রাজধানী আক্রা শহরে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ১৫ বছর বয়সী ফরাসি টেনিস খেলোয়াড় মিচেল কোয়ামে ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আকরাকে কশে চড় মারেন। এরপর কোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই খেলোয়াড়।
১৫ বছরের এই ফরাসি টেনিস খেলোয়াড়ের এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে এসে তাঁকে ঠাঁটিয়ে চড় মারার কাণ্ডে হতবাক সবাই। কয়েকজন দর্শক সেই ভিডিও ক্যামেরাবন্দী করে পোস্ট করেন সামাজিক মাধ্যমগুলোতে, যা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ঘানায় আইটিএফ জুনিয়র টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের শীর্ষ বাছাই মিচেল কোয়ামে ও ঘানার রাফায়েল নি আকরা। ম্যাচের প্রথম সেটেই হেরে পিছিয়ে পড়েন মিচেল। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু তৃতীয় সেটে কিছুটা অপ্রত্যাশিতভাবে হেরে যান মিচেল। হারের ধাক্কা সামলাতে না পেরে ম্যাচ শেষে কোর্টের মাঝে দাঁড়িয়ে হাত মেলানোর বদলে প্রতিপক্ষ ঘানার রাফায়েলকে চড় মারেন। চড় খেয়ে মিচেলের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন রাফায়েল। পরে তাঁর কোচের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
যেকোনো খেলায় হারজিত থাকবেই। আর ম্যাচের পর ফল যা-ই হোক, প্রতিপক্ষকে সম্মান দেখানো একটা রীতি। সেখানে এবার ঘটল উল্টোটা। এমন ঘটনা আগে দেখা গেছে কি না, তা-ও বলা মুশকিল। টেনিস কোর্টে ঘটেছে এমনই এক ঘটনা। ম্যাচের পর প্রতিপক্ষকে চড় মারাকে কেন্দ্র করে কোর্টেই দুই খেলোয়াড় মারামারিতে জড়িয়ে পড়েছেন। ঘটনাটি ঘটেছে ঘানার এক জুনিয়র টেনিস প্রতিযোগিতায়।
আইটিএফ আয়োজিত জুনিয়র টেনিস প্রতিযোগিতার আসর বসেছিল ঘানার রাজধানী আক্রা শহরে। টুর্নামেন্টের শীর্ষ বাছাই ১৫ বছর বয়সী ফরাসি টেনিস খেলোয়াড় মিচেল কোয়ামে ম্যাচ হারের পর মেজাজ হারিয়ে প্রতিপক্ষ ঘানার রাফায়েল নি আকরাকে কশে চড় মারেন। এরপর কোর্টের মধ্যেই হাতাহাতিতে জড়িয়ে পড়েন দুই খেলোয়াড়।
১৫ বছরের এই ফরাসি টেনিস খেলোয়াড়ের এমন কাণ্ড মুহূর্তেই ভাইরাল হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে। ম্যাচ হেরে প্রতিপক্ষের সঙ্গে হাত মেলাতে এসে তাঁকে ঠাঁটিয়ে চড় মারার কাণ্ডে হতবাক সবাই। কয়েকজন দর্শক সেই ভিডিও ক্যামেরাবন্দী করে পোস্ট করেন সামাজিক মাধ্যমগুলোতে, যা ঝড়ের বেগে ছড়িয়ে পড়েছে।
ঘানায় আইটিএফ জুনিয়র টুর্নামেন্টের প্রথম রাউন্ডের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিলেন ফ্রান্সের শীর্ষ বাছাই মিচেল কোয়ামে ও ঘানার রাফায়েল নি আকরা। ম্যাচের প্রথম সেটেই হেরে পিছিয়ে পড়েন মিচেল। দ্বিতীয় সেট টাইব্রেকারে জিতে ঘুরে দাঁড়ান। কিন্তু তৃতীয় সেটে কিছুটা অপ্রত্যাশিতভাবে হেরে যান মিচেল। হারের ধাক্কা সামলাতে না পেরে ম্যাচ শেষে কোর্টের মাঝে দাঁড়িয়ে হাত মেলানোর বদলে প্রতিপক্ষ ঘানার রাফায়েলকে চড় মারেন। চড় খেয়ে মিচেলের ওপর পাল্টা আক্রমণের চেষ্টা করেন রাফায়েল। পরে তাঁর কোচের সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।
আন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
২ মিনিট আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক। এই মাসের পর আর নির্বাচক প্যানেলে থাকছেন না তিনি। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাচক হিসেবে নিজের অপূর
১০ মিনিট আগেটানা আট ম্যাচে জেতার পর হঠাৎ ছন্দপতন! লিগ পর্বে পরের চার ম্যাচে টানা হেরেছে রংপুর রাইডার্স। সরাসরি কোয়ালিফায়ার খেলার সুযোগ হাতছাড়া তো হলোই, সঙ্গে টানা হারে আত্মবিশ্বাসও যে কিছুটা নড়বড়ে রাইডার্সদের, সেটি আর বলার অপেক্ষা রাখে না। সঙ্গে অ্যালেক্স হেলস-খুশদিল শাহদের চলে যাওয়া তাদের চিন্তাও বাড়িয়েছে খানি
১ ঘণ্টা আগেপ্রথমবারের মতো পাকিস্তান পুরুষ ক্রিকেট দলে নারী অপারেশন ম্যানেজারকে নিয়োগ দিয়েছে পিসিবি। হিনা মুনাওয়ার নামে এই নারী ম্যানেজার দায়িত্ব পালন শুরু করবেন চ্যাম্পিয়নস ট্রফির আগে ত্রিদেশীয় সিরিজ থেকে। পুলিশে চাকরি করেন তিনি। এর আগে তিনি পাকিস্তানের ঝুঁকিপূর্ণ সোয়াত অঞ্চলের ফ্রন্টিয়ার কনস্ট্যাবুলারিতে নিরা
২ ঘণ্টা আগে