নোভাক জোকোভিচের ভিসাসংক্রান্ত জটিলতা যেন শেষ হওয়ার নয়। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে থাকা এই ইস্যু প্রতিদিনই নতুন বাঁক নিচ্ছে। গতকাল দ্বিতীয়বারের মতো বাতিল হলো জোকোভিচের ভিসা। বিষয়টি সমর্থন করে এক বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন।
দ্বিতীয়বার ভিসা বাতিলের এক দিন আগে জোকোভিচকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত ড্রয়ে শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছিল সার্বিয়ান তারকাকে। তবে এর ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভিসা হারাতে হলো জোকোকে।
এর আগে প্রথমবার আদালতের রায় অবশ্য জোকোভিচের পক্ষেই গিয়েছিল। সব আশা অবশ্য এখনই শেষ হয়ে যাচ্ছে না। সার্বিয়ান তারকার আপিলের সুযোগ অবশ্য এখনো আছে। শুক্রবার আচমকাই ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে জোকোভিচের ভিসা বাতিল করে দেন অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক!
অ্যালেক্সের এই সিদ্ধান্তকে সমর্থন করে মরিসন বলেছেন, ‘সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী অ্যালেক্স হক। মহামারিতে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের কঠিন সময় গেছে। কিন্তু আমরা অনেক জীবন ও জীবিকা বাঁচিয়ে দিয়েছি।’
জোকোভিচ ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, যার শুনানি চলছে অস্ট্রেলিয়ার ফেডারেল সার্কিট আদালতে। মরিসন বলেছেন, ‘আমাদের দেশে মৃত্যুহার অনেক কম, আর্থিকভাবেও আমরা শক্তিশালী এবং টিকাদানের ক্ষেত্রেও বাকি বিশ্বের থেকে অনেক এগিয়ে। এই মহামারিতে অস্ট্রেলিয়ার মানুষ অনেক আত্মত্যাগ করেছে। তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত অস্ট্রেলীয়কে নিরাপদে রাখাই আমাদের একমাত্র দায়িত্ব।’
নোভাক জোকোভিচের ভিসাসংক্রান্ত জটিলতা যেন শেষ হওয়ার নয়। সাম্প্রতিক সময়ে আলোচনার কেন্দ্রে থাকা এই ইস্যু প্রতিদিনই নতুন বাঁক নিচ্ছে। গতকাল দ্বিতীয়বারের মতো বাতিল হলো জোকোভিচের ভিসা। বিষয়টি সমর্থন করে এক বার্তা দিয়েছেন অস্ট্রেলিয়ান প্রধানমন্ত্রী স্কট মরিসন।
দ্বিতীয়বার ভিসা বাতিলের এক দিন আগে জোকোভিচকে নিয়ে অনুষ্ঠিত হয়েছে অস্ট্রেলিয়ান ওপেনের ড্র। নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর অনুষ্ঠিত ড্রয়ে শেষ পর্যন্ত অন্তর্ভুক্ত করা হয়েছিল সার্বিয়ান তারকাকে। তবে এর ২৪ ঘণ্টা না পেরোতেই আবারও ভিসা হারাতে হলো জোকোকে।
এর আগে প্রথমবার আদালতের রায় অবশ্য জোকোভিচের পক্ষেই গিয়েছিল। সব আশা অবশ্য এখনই শেষ হয়ে যাচ্ছে না। সার্বিয়ান তারকার আপিলের সুযোগ অবশ্য এখনো আছে। শুক্রবার আচমকাই ব্যক্তিগত ক্ষমতা প্রয়োগ করে জোকোভিচের ভিসা বাতিল করে দেন অস্ট্রেলিয়ার অভিবাসনমন্ত্রী অ্যালেক্স হক!
অ্যালেক্সের এই সিদ্ধান্তকে সমর্থন করে মরিসন বলেছেন, ‘সাধারণ মানুষের স্বার্থের কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খুব ভাবনাচিন্তা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন মন্ত্রী অ্যালেক্স হক। মহামারিতে অস্ট্রেলিয়ার প্রত্যেক মানুষের কঠিন সময় গেছে। কিন্তু আমরা অনেক জীবন ও জীবিকা বাঁচিয়ে দিয়েছি।’
জোকোভিচ ইতিমধ্যে এই সিদ্ধান্তের বিরুদ্ধে আবেদন করেছেন, যার শুনানি চলছে অস্ট্রেলিয়ার ফেডারেল সার্কিট আদালতে। মরিসন বলেছেন, ‘আমাদের দেশে মৃত্যুহার অনেক কম, আর্থিকভাবেও আমরা শক্তিশালী এবং টিকাদানের ক্ষেত্রেও বাকি বিশ্বের থেকে অনেক এগিয়ে। এই মহামারিতে অস্ট্রেলিয়ার মানুষ অনেক আত্মত্যাগ করেছে। তাদের অবদানকে সম্মান জানানোর জন্যই আমরা এই সিদ্ধান্ত নিয়েছি। সমস্ত অস্ট্রেলীয়কে নিরাপদে রাখাই আমাদের একমাত্র দায়িত্ব।’
৩১১ রানে পিছিয়ে থেকে ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের দ্বিতীয় ইনিংসের খেলা শুরু করে ভারত। দ্বিতীয় ইনিংসে ২ উইকেটে ১৭৪ রানে গতকাল চতুর্থ দিনের খেলা শেষ করেছে শুবমান গিলের নেতৃত্বাধীন ভারত। ইনিংস পরাজয় এড়াতে এখনো তাদের করতে হবে ১৩৭ রান। ওল্ড ট্রাফোর্ডে আজ চতুর্থ টেস্টের পঞ্চম দিনে...
২২ মিনিট আগেম্যানোলা মার্কেজ চলে যাওয়ায় ভারতের ফুটবল দল হয়ে পড়েছে কোচশূন্য। এশিয়ার এই দলটির কোচ হতে আগ্রহ প্রকাশ করেন জাভি হার্নান্দেজ, পেপ গার্দিওলার মতো স্প্যানিশ কিংবদন্তিরা। তবে অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন (এআইএফএফ) জানতে পেরেছে, তাঁদের নামে যেসব আবেদনপত্র এসেছে সেগুলো ভুয়া।
১ ঘণ্টা আগেমেয়েদের ফিফা বিশ্বকাপের ডিফেন্ডিং চ্যাম্পিয়ন স্পেন। আজ ২০২৫ মেয়েদের ইউরোর ফাইনালও জিতলে বিশ্বের দ্বিতীয় দল হিসেবে টানা বিশ্বকাপ ও ইউরোর শিরোপা জিতবে তারা। মেয়েদের ফুটবলে বিরল এই কীর্তি আছে কেবল জার্মান মেয়েদেরই। ২০০৭ ও ২০০৯ সালে টানা এই দুটি শিরোপা জিতেছিল তারা। আজ মেয়েদের ইউরোর ফাইনালে ডিফেন্ডিং
২ ঘণ্টা আগেহেডিংলি ও এজবাস্টন টেস্টে রানের ফোয়ারা ছুটিয়ে কিছুটা ঝিমিয়ে পড়েছিলেন শুবমান গিল। লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে হাসেনি তাঁর ব্যাট। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে প্রথম ইনিংসে করেন ১২ রান। ভারতের নবাগত টেস্ট অধিনায়ক হয়তো ভাবলেন, এভাবে আর কত! দলের প্রয়োজনের সময় ঠিকই জ্বলে উঠলেন তিনি।
২ ঘণ্টা আগে