নিজস্ব প্রতিবেদক, ঢাকা
‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও নীড় যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আর ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাত খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন।
এ দিকে অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় চার পয়েন্ট করে পেয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গ্র্যান্ড মাস্টার পেচের মিলানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা গুটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় গ্র্যান্ড মাস্টার পেচের মিলানের বিরুদ্ধে ২১ চালের মাথায় জয়ী হন।
ফিদে মাস্টার মনন রেজা নীড় জার্মানির ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলকে পরাজিত করেন। তিনি কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ৫২ চালে ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলের বিরুদ্ধে জয়ী হন। সপ্তম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দক্ষিণ কোরিয়া ফিদে মাস্টার উন সিহায়ুনের সঙ্গে ড্র করেন।
আর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নামালা ধানভিকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ লাটভিয়ার স্ট্যাইনার ইমিলসের সঙ্গে ড্র করেন।
‘সিক্স ডে বুদাপেস্ট টু ইয়ার্স’ টুর্নামেন্টের গ্র্যান্ড মাস্টার্স দাবায় আলো ছড়াচ্ছেন বাংলাদেশের দুই দাবাড়ু মোহাম্মদ ফাহাদ রহমান ও মনন রেজা নীড়।
সপ্তম রাউন্ডের খেলা শেষে আন্তর্জাতিক মাস্টার ফাহাদ ও নীড় যৌথভাবে পয়েন্ট তালিকার শীর্ষে রয়েছেন। আর ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া সাত খেলায় আড়াই পয়েন্ট পেয়েছেন।
এ দিকে অনূর্ধ্ব-২২৫০ রেটিং ইভেন্টে মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ ও মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ সাত খেলায় চার পয়েন্ট করে পেয়েছেন।
আজ শুক্রবার স্থানীয় সময় সকালে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান স্লোভাকিয়ার গ্র্যান্ড মাস্টার পেচের মিলানকে পরাজিত করেন। আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ ফাহাদ রহমান সাদা গুটি নিয়ে কুইনস গ্যাম্বিট ডিকলাইনড পদ্ধতির খেলায় গ্র্যান্ড মাস্টার পেচের মিলানের বিরুদ্ধে ২১ চালের মাথায় জয়ী হন।
ফিদে মাস্টার মনন রেজা নীড় জার্মানির ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলকে পরাজিত করেন। তিনি কালো নিয়ে সিসিলিয়ান ডিফেন্স পদ্ধতি অবলম্বন করে ৫২ চালে ফিদে মাস্টার কোয়েনিন মাইকেলের বিরুদ্ধে জয়ী হন। সপ্তম রাউন্ডে ফিদে মাস্টার তাহসিন তাজওয়ার জিয়া দক্ষিণ কোরিয়া ফিদে মাস্টার উন সিহায়ুনের সঙ্গে ড্র করেন।
আর মহিলা ফিদে মাস্টার ওয়াদিফা আহমেদ মার্কিন যুক্তরাষ্ট্রের নামালা ধানভিকে পরাজিত করেন। মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ লাটভিয়ার স্ট্যাইনার ইমিলসের সঙ্গে ড্র করেন।
ছেলেদের ফুটবলে ব্রাজিল পাঁচবার বিশ্বকাপ চ্যাম্পিয়ন হলেও সবশেষ শিরোপা জিতেছে ২০০২ সালে। পরের ২৪ বছরে বলার মতো সাফল্য বলতে ২০১৯ কোপা আমেরিকার শিরোপা জয়। ছেলেদের ফুটবলে ব্রাজিল যেখানে ধুঁকছে, সেখানে তাদের নারী ফুটবলাররা খেলছেন দাপট দেখিয়ে। উরুগুয়েকে বিধ্বস্ত করে ফের নারী কোপা আমেরিকার ফাইনালে উঠল
৩৮ মিনিট আগেবাংলাদেশ দলের সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাহ উদ্দীন জাতীয় দলে গত ডিসেম্বরে যুক্ত হওয়ার পর গত আট মাসে মুদ্রার দুটি পিঠই দেখে ফেলেছেন। জাতীয় দলের ধারাবাহিক ব্যর্থতায় সালাহ উদ্দীন সমালোচিত হয়েছেন। অথচ ঘরোয়া ক্রিকেটের সাফল্যে তিনি এত দিন শুধু প্রশংসা পেয়ে অভ্যস্ত ছিলেন। এসব নিয়েই গতকাল মাস্কো...
১ ঘণ্টা আগেবাংলাদেশের হয়ে ৩৭ বছর পর ইংলিশ চ্যানেল পাড়ি দিলেন দুই সাঁতারু মাহফিজুর রহমান সাগর ও নাজমুল হক হিমেল। এ যাত্রায় তাঁদের সঙ্গ দিয়েছেন কলকাতার দুজন সাঁতারু। চার জন মিলে ইংলিশ চ্যানেল পাড়ি দিতে সময় লেগেছে ১২ ঘণ্টা ১০ মিনিট।
১৩ ঘণ্টা আগেসাকিব-মাশরাফিদের সৌজন্যে বাংলাদেশ ক্রিকেট হামাগুড়ি থেকে উঠে দাঁড়াতে শিখেছে। শিখেছে দৌড়াতে। ‘পঞ্চপাণ্ডব’ বাংলাদেশকে নিয়ে গেছেন ভিন্ন উচ্চতায়। তাঁদের সবার ক্যারিয়ার প্রায় শেষ। মাশরাফি বিন মর্তুজা, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ এরই মধ্যে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরে। মুশফিকুর রহিম খেলছেন শুধু
১৩ ঘণ্টা আগে