ক্রীড়া ডেস্ক
জোকোভিচের বয়স ৩৭। জাকুব মেনসিকের ১৯। মায়ামি মাস্টার্সের ফাইনালে দুই প্রতিযোগীর বয়সের ব্যবধান ১৮ বছর। কোনো ১০০০ মাস্টার্সের ফাইনালে দুই ফাইনালিস্টের বয়সের ব্যবধান এটাই সবচেয়ে বড়। তো জোকোভিচের সঙ্গে অনভিজ্ঞ মেনসিকের ফাইনালটিকে কেউ কেউ অসম লড়াই হিসেবেই কল্পনা করেছেন। অভিজ্ঞ জোকোভিচের নামের পাশে ৯৯টি এটিপি শিরোপা, আর কোনো শিরোপার স্বাদই পাওয়া হয়নি তরুণ মেনসিকের।
কিন্তু চেক প্রজাতন্ত্রের অনভিজ্ঞ জাকুব মেনসিকই পাশার দান উল্টে দিলেন। মায়ামি মাস্টার্সের ফাইনালে ৭-৬ (৭ /৪),৭-৬ (৭ /৪) গেমে জোকোভিচকে হারিয়ে চমকে দিলেন সবাইকে।
চোখের সংক্রমণে ভুগছেন জোকোভিচ। চোখ ফুলে গিয়েছে তাঁর। এই অবস্থাতেও খেলে গেছেন তিনি। হাড্ডাহাড্ডি প্রথম সেটের লড়াইয়ের পর বিরতিতে চোখে ড্রপ নিতেও দেখা যায় জোকোভিচকে। চোখের সমস্যাটা সন্দেহ নেই জোকোর খেলায় প্রভাব ফেলেছে, তারপরও দুর্দান্ত লড়াই করেছেন তিনি। আর সেই লড়াইয়ে মেনসিক জেতায় তাঁর কৃতিত্বকেও খাট করে দেখার কিছু নেই।
মেনসিকের এই জয়ে শিরোপা ‘সেঞ্চুরি’র অপেক্ষা বাড়ল সার্বিয়ান তারকার। বেশ কিছুদিন ধরেই নামের পাশে ৯৯টি শিরোপা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরারের (১০৩) পর টেনিস ইতিহাসের তৃতীয় পুরুষ প্রতিযোগী হিসেবে শততম শিরোপা জয়ের অপেক্ষায় জোকোভিচ। কাল মায়ামি ওপেনের ফাইনাল জিতে জোকোর সে অপেক্ষাটাকেই বাড়িয়ে দিলেন মেনসিক।
ফাইনাল শেষে জোকোভিচ বললেন, ‘২টি টাইব্রেক, বৃষ্টি বিলম্ব, সবকিছু মিলিয়ে অদ্ভুত একটা ম্যাচ ছিল। সত্যি বলতে কোর্টে আমি নিজের সেবা অবস্থায় ছিলাম না। তবে যা হয়েছে সেটি মেনে নিতে হবে। তাঁর জয়ের কৃতিত্বকে খাট করে দেখার কিছু নেই।’ চোখের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সার্বিয়ান তারকার উত্তর, ‘এ সব নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ আমি কোনো অজুহাত দেখানোর মানুষ নই। আমি তাকে অভিনন্দন জানাতে চাই।’
আর ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের পর মেনসিক বললেন, ‘সত্যি বলতে, বুঝে উঠতে পারছি না কি বলব। এটি আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমি খুব খুশি নিয়ে নিজের পারফরম্যান্স ধরে রাখতে পেরেছি এবং নার্ভাসনেসকে খেলার বাইরে রাখতে পেরেছি।’
জোকোভিচের বয়স ৩৭। জাকুব মেনসিকের ১৯। মায়ামি মাস্টার্সের ফাইনালে দুই প্রতিযোগীর বয়সের ব্যবধান ১৮ বছর। কোনো ১০০০ মাস্টার্সের ফাইনালে দুই ফাইনালিস্টের বয়সের ব্যবধান এটাই সবচেয়ে বড়। তো জোকোভিচের সঙ্গে অনভিজ্ঞ মেনসিকের ফাইনালটিকে কেউ কেউ অসম লড়াই হিসেবেই কল্পনা করেছেন। অভিজ্ঞ জোকোভিচের নামের পাশে ৯৯টি এটিপি শিরোপা, আর কোনো শিরোপার স্বাদই পাওয়া হয়নি তরুণ মেনসিকের।
কিন্তু চেক প্রজাতন্ত্রের অনভিজ্ঞ জাকুব মেনসিকই পাশার দান উল্টে দিলেন। মায়ামি মাস্টার্সের ফাইনালে ৭-৬ (৭ /৪),৭-৬ (৭ /৪) গেমে জোকোভিচকে হারিয়ে চমকে দিলেন সবাইকে।
চোখের সংক্রমণে ভুগছেন জোকোভিচ। চোখ ফুলে গিয়েছে তাঁর। এই অবস্থাতেও খেলে গেছেন তিনি। হাড্ডাহাড্ডি প্রথম সেটের লড়াইয়ের পর বিরতিতে চোখে ড্রপ নিতেও দেখা যায় জোকোভিচকে। চোখের সমস্যাটা সন্দেহ নেই জোকোর খেলায় প্রভাব ফেলেছে, তারপরও দুর্দান্ত লড়াই করেছেন তিনি। আর সেই লড়াইয়ে মেনসিক জেতায় তাঁর কৃতিত্বকেও খাট করে দেখার কিছু নেই।
মেনসিকের এই জয়ে শিরোপা ‘সেঞ্চুরি’র অপেক্ষা বাড়ল সার্বিয়ান তারকার। বেশ কিছুদিন ধরেই নামের পাশে ৯৯টি শিরোপা বয়ে নিয়ে বেড়াচ্ছেন। জিমি কনর্স (১০৯) ও রজার ফেদেরারের (১০৩) পর টেনিস ইতিহাসের তৃতীয় পুরুষ প্রতিযোগী হিসেবে শততম শিরোপা জয়ের অপেক্ষায় জোকোভিচ। কাল মায়ামি ওপেনের ফাইনাল জিতে জোকোর সে অপেক্ষাটাকেই বাড়িয়ে দিলেন মেনসিক।
ফাইনাল শেষে জোকোভিচ বললেন, ‘২টি টাইব্রেক, বৃষ্টি বিলম্ব, সবকিছু মিলিয়ে অদ্ভুত একটা ম্যাচ ছিল। সত্যি বলতে কোর্টে আমি নিজের সেবা অবস্থায় ছিলাম না। তবে যা হয়েছে সেটি মেনে নিতে হবে। তাঁর জয়ের কৃতিত্বকে খাট করে দেখার কিছু নেই।’ চোখের সমস্যা সম্পর্কিত এক প্রশ্নের জবাবে সার্বিয়ান তারকার উত্তর, ‘এ সব নিয়ে আমি কথা বলতে চাই না। কারণ আমি কোনো অজুহাত দেখানোর মানুষ নই। আমি তাকে অভিনন্দন জানাতে চাই।’
আর ক্যারিয়ারের প্রথম শিরোপা জয়ের পর মেনসিক বললেন, ‘সত্যি বলতে, বুঝে উঠতে পারছি না কি বলব। এটি আমার জীবনের সবচেয়ে বড় দিন। আমি খুব খুশি নিয়ে নিজের পারফরম্যান্স ধরে রাখতে পেরেছি এবং নার্ভাসনেসকে খেলার বাইরে রাখতে পেরেছি।’
ধ্বংসস্তূপে দাঁড়িয়ে লাহোর কালান্দার্সের জন্য হুমকি হয়ে উঠছিলেন রাইলি রুশো। উইকেটে এসে বোলারদের ওপর চড়াও হতে থাকেন তিনি। রিশাদ হোসেনকেও পড়তে হয় সেই ঝড়ের কবলে। তবে রুশোর সাজঘরের পথ দেখিয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন বাংলাদেশের এই স্পিনার। তাঁর ঘূর্ণিতে চড়ে পাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোরও পায় দারুণ এক
৪ ঘণ্টা আগেঅবনমন অঞ্চলঘেঁষা দল দেপোর্তিভো আলাভেস। তাদের বিপক্ষে জিততে গিয়ে ঘাম ছুটে গেল রিয়াল মাদ্রিদের। বোঝাই যাচ্ছে চ্যাম্পিয়নস লিগে আর্সেনালের বিপক্ষে হারের ধাক্কা সেভাবে কাটিয়ে উঠতে পারেনি তারা। তবে ১-০ গোলের জয় স্বস্তি দিচ্ছে লা লিগার শিরোপা লড়াইয়ে টিকে।
৬ ঘণ্টা আগেজিততে হলে গড়তে হবে রেকর্ড। এমন সমীকরণে আয়ারল্যান্ডের বিপক্ষে ২৩৬ রানের লক্ষ্য তাড়া করতে নামে বাংলাদেশ। রোমাঞ্চ ছড়ানো ২ উইকেটের জয়ে রেকর্ড গড়েই মাঠ ছাড়ে নিগার সুলতানা জ্যোতির দল। ওয়ানডে বিশ্বকাপ বাছাইয়ে এটি টানা দ্বিতীয় জয় তাদের।
৭ ঘণ্টা আগেপাকিস্তান সুপার লিগে (পিএসএল) লাহোর কালান্দার্সের জার্সিতে অভিষেক হয়েছে রিশাদ হোসেনের। আসরের প্রথম ম্যাচে এই লেগ স্পিনারকে অবশ্য একাদশে রাখেনি লাহোর। আজ কোয়েটা গ্লাডিয়েটর্সের বিপক্ষে ডেভিড ভিসেকে বসিয়ে রিশাদকে নামিয়েছে তারা। বিদেশি কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে প্রথমবার খেলার স্বাদ পেলেন রিশাদ। তাঁকে লাহো
৮ ঘণ্টা আগে