Ajker Patrika

রোকেয়া পদক পেলেন দাবাড়ু রাণী হামিদ

অনলাইন ডেস্ক
ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে বেগম রোকেয়া পদক নিচ্ছেন রাণী হামিদের ছেলে কায়সার হামিদ। ছবি: সংগৃহীত
ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে বেগম রোকেয়া পদক নিচ্ছেন রাণী হামিদের ছেলে কায়সার হামিদ। ছবি: সংগৃহীত

বেগম রোকেয়া পদক পেলেন কিংবদন্তি ক্রীড়াবিদ ও বর্ষীয়ান দাবাড়ু রাণী হামিদ। ঢাকার ওসমানী মিলনায়তনে আজ অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের হাত থেকে এই পদক গ্রহণ করেন রাণী হামিদের ছেলে এবং সাবেক তারকা ফুটবলার কায়সার হামিদ।

বাংলাদেশের দাবায় রাণী হামিদের অবদান অস্বীকার করার জো নেই। চার দশকের বেশি সময় তিনি দাবা খেলছেন। কয়েক মাস আগে ৮২ বছর বয়সে হাঙ্গেরিতে অনুষ্ঠিত দাবা অলিম্পিয়াডেও আলো ছড়ান।

রাণী হামিদ ক্রীড়াঙ্গনে সর্বোচ্চ স্বীকৃতি হিসেবে জাতীয় ক্রীড়া পুরস্কারসহ নানা সংগঠন, সংস্থার অনেক স্বীকৃতি পদক পেয়েছেন। বাংলাদেশের প্রথম আন্তর্জাতিক মহিলা মাস্টার রাণী হামিদ। দাবার জন্য তিনি বইও লিখেছেন, ‘মজার খেলা দাবা।’ যা দাবাড়ুদের জন্য প্রাথমিক পাঠ।

নারী জাগরণের অগ্রদূত হিসেবে পরিচিত বেগম রোকেয়া। জাতীয় ক্ষেত্রে নানা অবদানের জন্য বেগম রোকেয়া পদক প্রদান করে আসছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়। সেই হিসেবে এবার এই পদক পেলেন রাণী হামিদ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত