অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
অলিম্পিকের সোনা জিতেছেন, কিন্তু কোন উদযাপন নেই ২১ বছর বয়সী উতা আবের। জাপানি তরুণী জুডোকার নজর তখন ছেলেদের ৬৬ কেজি শ্রেণিতে। কারণ সেই ইভেন্টের ফাইনালে লড়ছেন উতার ভাই হিফুমি আবে। উতার ইচ্ছা ভাই জিতলে তাঁকে নিয়েই করবেন সোনা জয়ের উদযাপন, তাই গলা ফাটিয়ে সমর্থন ম্যাটের বাইরে থেকে।
উতার সমর্থন বিফলে যেতে দেননি ২৩ বছর বয়সী হিফুমি। জর্জিয়ার ভাহা মারভেলাশভিলিকে কুপোকাত করে বোনের মতো নিজেও জিতেছেন অলিম্পিকে সোনা। তাতেই হয়ে গেছে ইতিহাস। জাপানের অলিম্পিক ইতিহাসে উতা ও হিফুমিরাই প্রথম ভাই-বোন যারা একই দিনে জিতলেন অলিম্পিকে সোনা।
টোকিওর নিপ্পন বুদোকান স্টেডিয়ামে আজ নারীদের ৫২ কেজি শ্রেণিতে সোনা জেতেন উতা। জুডোতে ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ফ্রান্সের আমানদিন বুচারকে হারান উতা। ফাইনালে কঠিন এক লড়াইয়ে বুচারকে শেষ পর্যন্ত গোল্ডেন ইপ্পনে হারান উতা। মারভেলাশভিলিকে হিফুমি হারিয়েছেন ওয়াজা-আরি পয়েন্টে।
নারীদের ৫২ কেজি শ্রেণিতে উতাই সর্বকনিষ্ঠ বিশ্ব চ্যাম্পিয়ন এবং একই ক্যাটাগরিতে জাপানের প্রথম সোনাজয়ী জুডোকা। ২০০৮ বেইজিং অলিম্পিকে মাসাতো উচিশিবার পর ৬৬ কেজিতে হিফুমিই প্রথম জাপানি যিনি এই শ্রেণিতে সোনা জিতেছেন।
সোনা জয়ের পর এই হিফুমি বলেন, ‘আমার মনে হয় আমরা দুই ভাই-বোন ইতিহাসের অংশ হয়ে গেছি, আমরা ইতিহাস বদলে দিয়েছি।’। আর নিজের সবচেয়ে কঠিন প্রতিপক্ষকে হারিয়ে তাঁকে শ্রদ্ধা জানাতে ভোলেননি উতা, ‘বুচার্ড এমন একজন প্রতিপক্ষে যাকে আমি সব সময় শ্রদ্ধা করি। তাঁকে যে শেষ পর্যন্ত হারিয়ে সোনা জিতেছি তাতে আমি ভীষণ আনন্দিত।’
শুধু অলিম্পিকেই নয়, ২০১৮ সালে বিশ্ব চ্যাম্পিয়নেও সোনা জিতেছিলেন হিফুমি ও উতা। ২০১৭ সালে প্রথম বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিলেন হিফুমি। পরের বছর বিশ্ব সেরা হওয়ার লড়াইয়ে তাঁর সঙ্গে যোগ দেন উতা। টানা ৪৮ ভিনদেশি প্রতিপক্ষের বিপক্ষে জয়ে এখন ভাইকেও ছাপিয়ে গেছেন উতা।
বাংলাদেশের গত ওয়েস্ট ইন্ডিজ সফরে সবচেয়ে সফল ব্যাটার ছিলেন জাকের আলী অনিক। সে সফরে দুই টেস্টের সিরিজে করেছিলেন ১৭৬ রান। তিনটি টি-টোয়েন্টিতে ৬০ গড়ে ১২০ রান। দুই সংস্করণেই তিনি ছিলেন সফরকারী দলের সর্বোচ্চ রান সংগ্রাহক। সে সফরে ওয়ানডে সিরিজেও রান পেয়েছিলেন জাকের; তিন ওয়ানডেতে ৫৬.৫০ গড়ে করেছিলেন ১১৩।
২ মিনিট আগেমিরপুরে দ্বিতীয় টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ৮ রানে হারিয়ে সিরিজ জিতল বাংলাদেশ। কুড়ি ওভারের একাধিক ম্যাচের দ্বিপক্ষীয় সিরিজে পাকিস্তানের বিপক্ষে এটি তাদের প্রথম সিরিজ জয়। টেস্ট খেলুড়ে হিসেবে নবমতম দলের বিপক্ষে সিরিজ জয়। শোকের দিনে এল বাংলাদেশ দলের সিরিজ জয়ের সাফল্য। অধিনায়ক লিটন দাস এই জয় উৎসর্গ করলেন
৩ ঘণ্টা আগেসহজে জয়ের ইঙ্গিত দিয়েও ফাহিম আশরাফের তাণ্ডবে কঠিন হয়ে ওঠে ম্যাচ। তবে ১৯তম ওভারের শেষ বলে ফাহিমকে বোল্ড করে জয়ের সম্ভাবনা উজ্জ্বল করেন রিশাদ হোসেন। শেষ ওভারে জিততে পাকিস্তানের প্রয়োজন ছিল ১৩, বাংলাদেশের ১ উইকেট। মোস্তাফিজুর রহমানের করা প্রথম বলেই মিড অফ দিয়ে দারুণ এক চারে ম্যাচ আরও জমিয়ে তোলেন
৪ ঘণ্টা আগেবাড়িতে টিভি ছিল না। গত বছর অনূর্ধ্ব-১৯ নারী সাফ চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড় হওয়ায় মোসাম্মৎ সাগরিকার ঘরে পৌঁছে যায় দুটি টিভি। তবু গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখার আনন্দই অন্য রকম। সাগরিকার বাবা লিটন আলীও চেয়েছিলেন তা। কিন্তু জটিলতার কারণে ঠাকুরগাঁও থেকে ঢাকায় আসতে পারেননি তিনি।
৫ ঘণ্টা আগে