Ajker Patrika

কোন অর্জনে টাইগার উডসের পাশে ররি ম্যাকইলরয়

ক্রীড়া ডেস্ক    
একই ফ্রেমে দুই গলফার টাইগার উডস ও ররি ম্যাকইলরয়। ফাইল ছবি
একই ফ্রেমে দুই গলফার টাইগার উডস ও ররি ম্যাকইলরয়। ফাইল ছবি

গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।

অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।

গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।

৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।

আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত