ক্রীড়া ডেস্ক
গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।
গলফে সবচেয়ে বেশি, ১৮টি মেজর শিরোপা জয়ের রেকর্ড জ্যাক নিকলাসের। দ্বিতীয় সর্বোচ্চ ১৫টি টাইগার উডসের। তবে একটা জায়গায় এই দুই কিংবদন্তির পাশেই অবস্থান উত্তর আয়ারল্যান্ডের গলফার ররি ম্যাকইলরয়ের—বয়স ২৫ বছরের আগে তিনজনই জিতেছেন ৪টি মেজর শিরোপা।
অন্য আরেকটা জায়গায় নিকলাস নেই। সেখানে উডসের পাশে কিন্তু আছেন ম্যাকইলরয়। বিবিসি বলছে, পিজিএ ট্যুর তথা পেশাদার গলফ থেকে ১০ কোটি মার্কিন ডলার আয় করা দ্বিতীয় গলফার ম্যাকইলরয়। তাঁর আগে গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের কৃতিত্ব টাইগার উডসের।
গত সপ্তাহে হিউস্টন ওপেন গলফে মিলিতভাবে ৪ জনের সঙ্গে পাঁচ নম্বরে থেকে টুর্নামেন্ট শেষ করেছেন ম্যাকইলরয়। এর জন্য অর্থ পুরস্কার পেয়েছেন ৩ লক্ষ ৩৮ হাজার মার্কিন ডলার। এই অর্থ হিসেবে নিয়েই পিজিএ ট্যুর থেকে ম্যাকইলরয়ের আয় ১০ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছে।
৩৫ বছর বয়সী ম্যাকইলরয় ২০১০ সালে পেশাদার গলফে পা রাখার পর ২৬২টি প্রতিযোগিতায় অংশ নিয়েছেন। শিরোপা জিতেছেন ২৮টি।
আর ৪৮ বছর বয়সী টাইগার উডস ২০১২ সালেই গলফ থেকে ১০ কোটি ডলার আয়ের রেকর্ড গড়েন। বর্তমানে উডসের আয় ১২ কোটি মার্কিন ডলার। সবচেয়ে বেশি ১৮টি গলফের মেজর শিরোপা জিতলেও এই তালিকার তৃতীয় স্থানে নেই জ্যাক নিকলাস। তৃতীয় স্থানে রয়েছেন ফিল মিকেলসন। ৯ কোটি ৭০ লাখ ডলার আয় তাঁর।
সিরিজের দ্বিতীয় ওয়ানডের আগে পাকিস্তান, নিউজিল্যান্ড দু্ই দলই তাদের ক্রিকেটার হারিয়েছিল চোটের কারণে। তার ওপর পাকিস্তান ম্যাচটি খেলতে নেমেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) শাস্তি মাথায় নিয়ে। প্রথম ওয়ানডেতে স্লো-ওভার রেটের কারণে পাকিস্তানের ক্রিকেটারদের শাস্তি গতকাল দিয়েছে আইসিসি।
২০ মিনিট আগেরিয়াল মাদ্রিদকে তো এমনি এমনি ‘রয়্যাল মাদ্রিদ’ বলা হয় না। যে ম্যাচে অনেকেই চোখ বুজে রিয়ালের হার দেখতে পান, স্প্যানিশ ক্লাবটি সেখানেই দেখায় চমক। কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচ দিয়ে আবার সেটা নতুন করে বোঝাল মাদ্রিদ।
২ ঘণ্টা আগেসিরিজ বাঁচাতে নিউজিল্যান্ডের বিপক্ষে জয়ের কোনো বিকল্প নেই পাকিস্তানের। কিন্তু হ্যামিল্টনের সেডন পার্কে আজ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে দিশেহারা পাকিস্তান। টস হেরে প্রথমে ব্যাটিং পাওয়া নিউজিল্যান্ড ৫০ ওভারে করে ৮ উইকেটে ২৯২ রান। জয়ের লক্ষ্যে নেমে পাকিস্তান ৩২ রানেই হারায় ৫ উইকেট। এই প্রতিবেদন লেখা...
২ ঘণ্টা আগেক্রিকেট দক্ষিণ আফ্রিকার (সিএসএ) সঙ্গে রব ওয়াল্টারের চুক্তির মেয়াদ শেষ হতে বাকি ছিল দুই বছরের বেশি সময়। কিন্তু দক্ষিণ আফ্রিকার সাদা বলের কোচ সেই পর্যন্ত আর অপেক্ষা করলেন না। চার বছরের চুক্তির মেয়াদ ফুরোনোর আগেই পদত্যাগ করেছেন।
৩ ঘণ্টা আগে