ক্রীড়া ডেস্ক
দাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
ধর্মীয় আইনের ব্যাপারটি সামনে রেখে ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাউল্লাহ মাশওয়ানি এএফপিকে বলেন, ‘শরিয়তে (ইসলামি আইন) দাবাকে জুয়ার মাধ্যম হিসেবে গণ্য করা হয়। যা গত বছর ঘোষিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ।’
তবে কত দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। আতাউল্লাহ বলেন, ‘দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে।। যতক্ষণ না এই বিষয়গুলোর সমাধান হচ্ছে, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।’ এই তালেবান মুখপাত্র জানিয়েছেন, জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করেনি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর ধর্মীয় দিক গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সিদ্ধান্ত নিচ্ছে। ক্রমবর্ধমান বিধিনিষেধের মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। দাবা নিষিদ্ধ হওয়ার আগে, আফগান দাবাড়ুরা খেলা চালিয়ে যাওয়ার অনুমতি ও সহায়তার জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে, তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
দাবা খেলাকে জুয়ার উৎস হিসেবে বিবেচনা করে অনির্দিষ্টকালের জন্য নিষিদ্ধ ঘোষণা করেছে আফগানিস্তান সরকার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, এক ক্রীড়া কর্মকর্তার বরাতে দেশটি জানিয়েছে দাবা খেলা তাদের সরকারের নীতিশাস্ত্র আইনে অবৈধ।
ধর্মীয় আইনের ব্যাপারটি সামনে রেখে ক্রীড়া অধিদপ্তরের মুখপাত্র আতাউল্লাহ মাশওয়ানি এএফপিকে বলেন, ‘শরিয়তে (ইসলামি আইন) দাবাকে জুয়ার মাধ্যম হিসেবে গণ্য করা হয়। যা গত বছর ঘোষিত সৎ কাজের আদেশ ও অসৎ কাজের প্রতিরোধ আইনের অধীনে নিষিদ্ধ।’
তবে কত দিন এই নিষেধাজ্ঞা বহাল থাকবে তার কোনো নির্দিষ্ট সময় নেই। আতাউল্লাহ বলেন, ‘দাবা খেলার বিষয়ে ধর্মীয় বিবেচনা রয়েছে।। যতক্ষণ না এই বিষয়গুলোর সমাধান হচ্ছে, ততক্ষণ আফগানিস্তানে দাবা খেলা স্থগিত থাকবে।’ এই তালেবান মুখপাত্র জানিয়েছেন, জাতীয় দাবা ফেডারেশন প্রায় দুই বছর ধরে কোনো আনুষ্ঠানিক ইভেন্ট আয়োজন করেনি।
২০২১ সালে তালেবান ক্ষমতায় ফেরার পর ধর্মীয় দিক গুরুত্ব দিয়ে সাংস্কৃতিক, সামাজিক ও ক্রীড়া কার্যক্রমে সিদ্ধান্ত নিচ্ছে। ক্রমবর্ধমান বিধিনিষেধের মধ্যে এই সিদ্ধান্ত এসেছে। দাবা নিষিদ্ধ হওয়ার আগে, আফগান দাবাড়ুরা খেলা চালিয়ে যাওয়ার অনুমতি ও সহায়তার জন্য আবেদন করেছিলেন বলে জানা গেছে, তবে তাদের সেই অনুরোধ প্রত্যাখ্যান করা হয়।
ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে পিছিয়ে ভারত। ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডে পরশু শুবমান গিলের নেতৃত্বে ভারত নামবে সমতায় ফেরাতে। সিরিজের চতুর্থ টেস্ট যখন দরজায় কড়া নাড়ছে, তখন ভারত বেশ দুশ্চিন্তায় পড়েছে।
১০ মিনিট আগেসবার নজর ছিল প্যারিস অলিম্পিকের দ্রুততম মানব নোয়া লাইলসের ওপর। সেখানে ৯.৭৯ সেকেন্ড টাইমিং করা লাইলস ডায়মন্ড লিগের লন্ডন মিটে ট্র্যাকে নামার আগে বলেও ছিলেন, তিনি প্রস্তুতি। কিন্তু লন্ডনের ট্র্যাকে সবাইকে তাক লাগিয়ে সেরা হয়ে গেলেন ওব্লিক সেভিল।
৩২ মিনিট আগেক্রিকেটের বিশ্বায়নের ব্যাপারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কার্যক্রম নিয়ে প্রায়ই চলে সমালোচনা। যদিও টি-টোয়েন্টির কারণে ইউরোপের অনেক দল ক্রিকেটে আগ্রহী হচ্ছে, তবে তাদের খুব একটা নিয়মিত দেখা যাচ্ছে না। আর রাজস্ব বণ্টনের ক্ষেত্রে আইসিসি মাঝেমধ্যে নির্দিষ্ট কোনো বোর্ডকে বেশি প্রাধান্য দিয়ে থাকে।
১ ঘণ্টা আগেআন্তর্জাতিক ক্রিকেটে এখনো কোনো ম্যাচ খেলেননি মিচেল ওয়েন। অস্ট্রেলিয়ার জার্সি পরার আগেই নিজেকে চিনিয়েছেন ওয়েন। স্বীকৃত টি-টোয়েন্টিতে বিধ্বংসী ব্যাটিংয়ে নজর কেড়েছেন তিনি। ক্রিকেটের সংক্ষিপ্ত সংস্করণে এরই মধ্যে দুটি সেঞ্চুরি করেছেন অজি এই ব্যাটার।
২ ঘণ্টা আগে