নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘরে বসে ভিডিও গেম খেলে অভিভাবকের বকুনি খাওয়ার দিন বুঝি ফুরলো! উন্নত বিশ্বে শখের ভিডিও গেম বা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নেওয়ার প্রচলন শুরু হয়েছে অনেক আগেই। বাংলাদেশেও যে চাইলে এই খেলাকে পেশা হিসেবে নেওয়া সম্ভব সেই পথ দেখাচ্ছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ।
অ্যারেনা অব ভ্যালর একটি মাল্টিপ্লেয়ার বা একাধিক অংশগ্রহণকারীকে নিয়ে অনলাইন ভিডিও গেম। দলভিত্তিক এ গেমটিতে অনলাইনে এক দল গেমার অংশ নেন আরেক দলের বিপক্ষে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম-এই তিন বিভাগের পাঁচ হাজার গেমারের অংশ গ্রহণে ছয় দিন ধরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে হয়েছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। প্রতি দলে পাঁচজন করে লড়েছেন অন্য আরেক দলের বিপক্ষে। টুর্নামেন্টের শেষ দিনে ফাইনালে গতকাল উই ই-স্পোর্টস আরমাডাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওরিয়েন্টাল ফিনিক্স।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে টুকটাক ই-স্পোর্টস টুর্নামেন্ট হলেও পেশাদারিত্বে সবাইকে ছাপিয়ে গেছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। ছিল টুর্নামেন্টের বাছাইপর্ব। অংশ গ্রহণ করা সব দলকেই দেওয়া হয়েছে পার্টিশিপেসন মানি বা অংশগ্রহণ খরচ। সবচেয়ে বড় চমকটা ছিল প্রাইজমানিতে। ২৫ লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১২ লাখ টাকা। রানার্সআপ দলকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।
তবে অ্যারেনা অব ভ্যালর নিজের গুরুত্ব বাড়িয়েছে অন্যদিক থেকে। ফিফা, কল অব ডিউটির মতো জনপ্রিয় আটটি ই-স্পোর্টস বা গেম প্রথমবারের মতো জায়গা পেয়েছে এবারের এশিয়ান গেমসে। এই আটটি গেমের মধ্যে নাম আছে অ্যারেনা অব ভ্যালরেরও। এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জিততে না পারার হাহাকার ই-স্পোর্টস দিয়েও পূরণ করা সম্ভব বলে মনে করেন অ্যারেনা অব বাংলাদেশের প্রধান কাজী আরাফাত হোসেন। তিনি বলেছেন, ‘এই গেমের মাধ্যমে গেমাররা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নিতে আগ্রহী হবেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে মার্চ-এপ্রিলে একটি বাছাইপর্ব হবে। আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের গেমাররা এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবেন।’
ঘরে বসে ভিডিও গেম খেলে অভিভাবকের বকুনি খাওয়ার দিন বুঝি ফুরলো! উন্নত বিশ্বে শখের ভিডিও গেম বা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নেওয়ার প্রচলন শুরু হয়েছে অনেক আগেই। বাংলাদেশেও যে চাইলে এই খেলাকে পেশা হিসেবে নেওয়া সম্ভব সেই পথ দেখাচ্ছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ।
অ্যারেনা অব ভ্যালর একটি মাল্টিপ্লেয়ার বা একাধিক অংশগ্রহণকারীকে নিয়ে অনলাইন ভিডিও গেম। দলভিত্তিক এ গেমটিতে অনলাইনে এক দল গেমার অংশ নেন আরেক দলের বিপক্ষে। ঢাকা, খুলনা ও চট্টগ্রাম-এই তিন বিভাগের পাঁচ হাজার গেমারের অংশ গ্রহণে ছয় দিন ধরে রাজধানীর যমুনা ফিউচার পার্কে হয়েছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। প্রতি দলে পাঁচজন করে লড়েছেন অন্য আরেক দলের বিপক্ষে। টুর্নামেন্টের শেষ দিনে ফাইনালে গতকাল উই ই-স্পোর্টস আরমাডাকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ওরিয়েন্টাল ফিনিক্স।
গত কয়েক বছর ধরে বাংলাদেশে টুকটাক ই-স্পোর্টস টুর্নামেন্ট হলেও পেশাদারিত্বে সবাইকে ছাপিয়ে গেছে অ্যারেনা অব ভ্যালর চ্যাম্পিয়নশিপ। ছিল টুর্নামেন্টের বাছাইপর্ব। অংশ গ্রহণ করা সব দলকেই দেওয়া হয়েছে পার্টিশিপেসন মানি বা অংশগ্রহণ খরচ। সবচেয়ে বড় চমকটা ছিল প্রাইজমানিতে। ২৫ লাখ টাকার টুর্নামেন্টে চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পেয়েছে ১২ লাখ টাকা। রানার্সআপ দলকে দেওয়া হয়েছে ৫ লাখ টাকা।
তবে অ্যারেনা অব ভ্যালর নিজের গুরুত্ব বাড়িয়েছে অন্যদিক থেকে। ফিফা, কল অব ডিউটির মতো জনপ্রিয় আটটি ই-স্পোর্টস বা গেম প্রথমবারের মতো জায়গা পেয়েছে এবারের এশিয়ান গেমসে। এই আটটি গেমের মধ্যে নাম আছে অ্যারেনা অব ভ্যালরেরও। এশিয়ান গেমসে বাংলাদেশের পদক জিততে না পারার হাহাকার ই-স্পোর্টস দিয়েও পূরণ করা সম্ভব বলে মনে করেন অ্যারেনা অব বাংলাদেশের প্রধান কাজী আরাফাত হোসেন। তিনি বলেছেন, ‘এই গেমের মাধ্যমে গেমাররা ই-স্পোর্টসকে পেশা হিসেবে নিতে আগ্রহী হবেন। দক্ষিণ এশিয়ার দেশগুলোকে নিয়ে মার্চ-এপ্রিলে একটি বাছাইপর্ব হবে। আমাদের বিশ্বাস আছে বাংলাদেশের গেমাররা এশিয়ান গেমসে খেলার যোগ্যতা অর্জন করবেন।’
এবারসহ টানা তিনটি বিপিএলে জাকির হাসান খেলছেন সিলেট স্ট্রাইকার্সের হয়ে। তাঁর দল এবার নিষ্প্রভ; লিগ পর্বেই বিদায় নিয়েছে। তবু ব্যাট হাতে দ্যুতি ছড়িয়েছেন জাতীয় দলের এই ব্যাটার। ১৪০.৪৩ স্ট্রাইকরেটে ১২ ইনিংসে করেছেন ৩৮৯ রান; যা টুর্নামেন্টের চতুর্থ সর্বোচ্চ। এই ফর্মটাকে আন্তর্জাতিক ক্রিকেটেও ধরে রাখতে...
১ ঘণ্টা আগেগল টেস্টে গতকাল তৃতীয় দিন শেষে ৫ উইকেটে ১৩৬ রান করেছিল শ্রীলঙ্কা। আজ চতুর্থ দিন আর ২৯ রান তুলতেই বাকি ৫ উইকেট হারিয়ে তারা। ফলোঅনে পড়ে দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নেমেছে স্বাগতিকেরা। এদিকে বিপিএলে সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে খুলনা টাইগার্সের জয় ও হারের ওপর নির্ভর করছে দুর্বার রাজশাহীর প্লে-অফ...
১ ঘণ্টা আগেএক মাস ধরে চলা বহুল আলোচিত ও সমালোচিত এবারের বিপিএল চলে এসেছে লিগ পর্বের শেষ ধাপে। ৪০ ম্যাচ শেষে এখন প্লে-অফের শেষ স্থানের জন্য লড়াই। যে লড়াইয়ে টিকে রয়েছে খুলনা টাইগার্স ও দুর্বার রাজশাহী।
১ ঘণ্টা আগেদেশের ফুটবলে এমন নজির আগে দেখা যায়নি। কোচের বিরুদ্ধে একসঙ্গে ১৮ ফুটবলার অবস্থান নিয়ে গণ-অবসরে যাওয়ার হুমকি দিলেন। তা-ও তাঁরা যেনতেন ফুটবলার নন! বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দলের সবচেয়ে অভিজ্ঞ ও মেধাবীরা। যেখানে আছেন সর্বশেষ সাফের সেরা খেলোয়াড় ঋতুপর্ণা চাকমা। আছেন সেরা গোলকিপার রুপনা চাকমা।
১ ঘণ্টা আগে