Ajker Patrika

টাইগার উডস প্রেমিকা খুঁজে পাওয়ায় খুশি ডোনাল্ড ট্রাম্প

ক্রীড়া ডেস্ক    
একই ফ্রেমে টাইগার উডস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত
একই ফ্রেমে টাইগার উডস ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ছবি: সংগৃহীত

প্রেমে মজেছেন কিংবদন্তি গলফার টাইগার উডস। ডোনাল্ড ট্রাম্পের সাবেক পুত্রবধূ ভ্যানেসা ট্রাম্পের সঙ্গে উডসের প্রেমে পড়ার খবরটা নতুন কিছু নয়। কিছুদিন আগেই সামাজিক যোগাযোগমাধ্যমে ভ্যানেসা ও উডস এক যৌথ বার্তায় পরস্পরের প্রেমে পড়ার কথা জানিয়েছিলেন। নতুন তথ্য, দুজনের সম্পর্ক নিয়ে মুখ খুলেছেন যুক্তরাষ্ট্রের যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

গতকাল ওয়াশিংটনে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ট্রাম্প। সেখানে ভ্যানেসার সঙ্গে উডসের সম্পর্ক নিয়ে এক প্রশ্নের জবাবে দুজনের জন্য শুভকামনা জানিয়ে ট্রাম্প বলেন, ‘তাদের জন্য আমি খুবই খুশি। তারা সুখী হোক, এটাই চাওয়া আমার।’

উডসের সঙ্গে তাঁর ভালো সম্পর্ক থাকার কথাও জানান ট্রাম্প, ‘টাইগার আসলে কয়েক মাস আগে আমাকে ফোন করেছিল। আমাদের মধ্যে খুব ভালো ও বিশেষ সম্পর্ক বিদ্যমান।’

ভ্যানেসা ট্রাম্প ২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প জুনিয়রের সঙ্গে ১৩ বছরের বিবাহিত জীবনের সম্পর্কের ইতি টানেন। টাইগার উডসের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়ার পর তিনিও সামাজিক যোগাযোগ মাধ্যমে নতুন সম্পর্কের ঘোষণা দেন। উডসের সঙ্গে ভ্যানেসার এক যৌথ বিবৃতিতে বলা হয়, ‘ভালোবাসা চারপাশে ছড়িয়ে আছে, আর তোমার পাশে থাকাই আমার জীবনের সবচেয়ে সুন্দর অনুভূতি! আমরা একসঙ্গে জীবনের এই যাত্রার জন্য উচ্ছ্বসিত। এই মুহূর্তে, আমরা চাইব কাছের

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশকে ভেঙে ফেলার আহ্বান ত্রিপুরার রাজপরিবার প্রধানের

পরিবারের সামনে পুলিশ কর্মকর্তা লাঞ্ছিত, স্বেচ্ছাসেবক দলের ৩ নেতা-কর্মী আটক

নয়াদিল্লি হাসিনা আমলের দৃষ্টিভঙ্গিই ধরে রেখেছে: ভারতীয় গণমাধ্যমকে দেবপ্রিয় ভট্টাচার্য

গ্রেপ্তার আসামিকে ছিনিয়ে নিতে পুলিশের ওপর হামলা, বিএনপির ১৭ নেতা-কর্মী আটক

বিমসটেক সম্মেলনে ড. ইউনূস ও নরেন্দ্র মোদি বৈঠক হচ্ছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত