কেনিয়ার নারীদের জাতীয় চ্যাম্পিয়ন আর উগান্ডার শীর্ষ নারী দাবাড়ু সহজেই ধরাশায়ী হলেন অচেনা এক নারীর কাছে। তাতেই টনক নড়ল কর্তৃপক্ষের। খেলোয়াড়দের মাঝে জাগল কৌতূহলও। খোঁজ নিতে জানা গেল আদতে সেই নারী একজন পুরুষ যিনি কিনা বোরকা পরে প্রায় জিতেই নিয়েছিলেন ৫ লাখ শিলিংয়ের প্রাইজমানি!
বিব্রতকর এই ঘটনা ঘটেছে কেনিয়ার ওপেন চেস টুর্নামেন্টে। কেনিয়ান দৈনিক ন্যাশনস জানায়, সেখানে মিলিসেন্ট আউয়োর নামধারী এক অপরিচিত নারী দাবাড়ুর কাছে যখন ধরাশায়ী হচ্ছিলেন কেনিয়ান নারীদের পরিচিত সব মুখ তখনই আগ্রহী হয়ে ওঠে কর্তৃপক্ষ। বোরকা পরে আসায় মিলিসেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা এক কক্ষে নেওয়া হলে সেখানে তিনি স্বীকার করেন, আদতে তিনি কোনো নারী নন; একজন পুরুষ! তার প্রকৃত নাম স্ট্যানলি ওমোন্ডি।
কেনিয়া ওপেন চেসে অংশ নিয়েছেন সাত গ্র্যান্ডমাস্টার ও তিন নারী গ্র্যান্ডমাস্টার। নারীদের বিভাগে প্রাইজমানি ধরা হয়েছিল ৫ লাখ শিলিং যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার একটু বেশি। জিজ্ঞাসাবাদে স্ট্যানলি স্বীকার করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোগাতেই বোরকা পরে নারী সেজেছেন তিনি। প্রতারণা করে জিতেও যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
স্ট্যানলির কাছে হেরেছেন কেনিয়ার সাবেক নারী চ্যাম্পিয়ন গ্লোরিয়া জুম্বা ও উগান্ডার আমপাইরা শাকিরা। প্রতিপক্ষরা জানিয়েছেন, খেলার সময় স্ট্যানলি কথা বলতেন খুব কম। বোরকা পরায় বোঝাও যায়নি তিনি নারী নাকি পুরুষ! জিজ্ঞাসাবাদ শেষে স্ট্যানলি নিষিদ্ধ করা হয়েছে টুর্নামেন্ট থেকে। তবে নেওয়া হয়নি আইনি ব্যবস্থা। তাঁর কাছে হারা প্রতিপক্ষ দাবাড়ুদের জয়ীও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
কেনিয়ার নারীদের জাতীয় চ্যাম্পিয়ন আর উগান্ডার শীর্ষ নারী দাবাড়ু সহজেই ধরাশায়ী হলেন অচেনা এক নারীর কাছে। তাতেই টনক নড়ল কর্তৃপক্ষের। খেলোয়াড়দের মাঝে জাগল কৌতূহলও। খোঁজ নিতে জানা গেল আদতে সেই নারী একজন পুরুষ যিনি কিনা বোরকা পরে প্রায় জিতেই নিয়েছিলেন ৫ লাখ শিলিংয়ের প্রাইজমানি!
বিব্রতকর এই ঘটনা ঘটেছে কেনিয়ার ওপেন চেস টুর্নামেন্টে। কেনিয়ান দৈনিক ন্যাশনস জানায়, সেখানে মিলিসেন্ট আউয়োর নামধারী এক অপরিচিত নারী দাবাড়ুর কাছে যখন ধরাশায়ী হচ্ছিলেন কেনিয়ান নারীদের পরিচিত সব মুখ তখনই আগ্রহী হয়ে ওঠে কর্তৃপক্ষ। বোরকা পরে আসায় মিলিসেন্টকে জিজ্ঞাসাবাদের জন্য আলাদা এক কক্ষে নেওয়া হলে সেখানে তিনি স্বীকার করেন, আদতে তিনি কোনো নারী নন; একজন পুরুষ! তার প্রকৃত নাম স্ট্যানলি ওমোন্ডি।
কেনিয়া ওপেন চেসে অংশ নিয়েছেন সাত গ্র্যান্ডমাস্টার ও তিন নারী গ্র্যান্ডমাস্টার। নারীদের বিভাগে প্রাইজমানি ধরা হয়েছিল ৫ লাখ শিলিং যা বাংলাদেশি মুদ্রায় ৪ লাখ টাকার একটু বেশি। জিজ্ঞাসাবাদে স্ট্যানলি স্বীকার করেছেন, বিশ্ববিদ্যালয়ে পড়ার খরচ জোগাতেই বোরকা পরে নারী সেজেছেন তিনি। প্রতারণা করে জিতেও যাচ্ছিলেন। কিন্তু শেষ রক্ষা আর হয়নি।
স্ট্যানলির কাছে হেরেছেন কেনিয়ার সাবেক নারী চ্যাম্পিয়ন গ্লোরিয়া জুম্বা ও উগান্ডার আমপাইরা শাকিরা। প্রতিপক্ষরা জানিয়েছেন, খেলার সময় স্ট্যানলি কথা বলতেন খুব কম। বোরকা পরায় বোঝাও যায়নি তিনি নারী নাকি পুরুষ! জিজ্ঞাসাবাদ শেষে স্ট্যানলি নিষিদ্ধ করা হয়েছে টুর্নামেন্ট থেকে। তবে নেওয়া হয়নি আইনি ব্যবস্থা। তাঁর কাছে হারা প্রতিপক্ষ দাবাড়ুদের জয়ীও ঘোষণা করেছে কর্তৃপক্ষ।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৯ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৯ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
১২ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
১২ ঘণ্টা আগে