Ajker Patrika

হকি খেললে গোলকিপার হতেন সোহান

ক্রীড়া ডেস্ক
Thumbnail image

হকিস্টিক হাতে নিলেও কখনো হকি খেলা হয়নি নুরুল হাসান সোহানের। যদি খেলতেন তবে হকিতে গোলকিপার হতেন বলে জানিয়েছেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের এই উইকেটরক্ষক-ব্যাটার। আজ বসুন্ধরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে হকি চ্যাম্পিয়নস ট্রফি টুর্নামেন্টের লোগো উন্মোচন অনুষ্ঠানে এমন ইচ্ছা প্রকাশ করেছেন তিনি।

আজকের অনুষ্ঠানে শুভেচ্ছাদূত হিসেবে গিয়েছিলেন সোহান। বাংলাদেশের টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক বলেছেন, ‘হকি খেলা অনেক মজার। কিন্তু অনেক কঠিন। তবে এটা আমার কাছে বেশ ভালোই লাগে। হকিস্টিক হাতে নিলে আলাদা একটা শক্তি পাই। কখনো হকি খেলিনি। যদি হকি খেলতাম, তাহলে গোলকিপার হতাম।’

হকি চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে প্রথমবারের মতো হতে যাচ্ছে বাংলাদেশে হচ্ছে ফ্র্যাঞ্চাইজিভিত্তিক হকি টুর্নামেন্ট। সোহানের মতে, এই লিগের মাধ্যমে হকিতে বাংলাদেশ ভালো খেলবে। এমনকি বাংলাদেশের বিশ্বকাপেও খেলার সম্ভাবনা দেখছেন তিনি।

ক্রিকেট, ফুটবল, হকিসহ সব খেলাতেই বাংলাদেশের সফলতা কামনা করে সোহান বলেন, ‘আমাদের বিপিএল আয়োজনের পরে ক্রিকেটে অনেক উন্নতি হয়েছে। আশা করি, এই হকি লিগের মাধ্যমে হকিরও অনেক উন্নতি হবে। আমি শুনেছি, হকি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ২৭ নম্বরে আছে। নিয়মিত খেললে ভালো সুযোগ আছে বিশ্বকাপে খেলার। আশা করি, বাংলাদেশ দ্রুতই হকিতে বিশ্বকাপে খেলবে। বাংলাদেশের মানুষ খেলাধুলার প্রতি অনেক আবেগী। আমরা যখন ভালো করি বা খারাপ করি, তখন ব্যক্তিজীবনেও অনেক প্রভাব পড়ে। শুধু ক্রিকেট বা ফুটবল নয়; হকি বা অন্য যেসব খেলা আছে বাংলাদেশ যেন সব খেলায় উন্নতি করতে পারে সেটাই আমরা চাই।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত