Ajker Patrika

লঙ্কানদের হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ মে ২০২২, ১৪: ২৩
লঙ্কানদের হারিয়ে এশিয়ান গেমসের মূল পর্বে বাংলাদেশ 

সেমিফাইনালে উঠতে পারলেই এশিয়ান গেমসের মূল পর্ব নিশ্চিত ছিল বাংলাদেশ হকি দলের। গ্রুপ পর্বে টানা দ্বিতীয় জয়ে সেই কাজটা আগেভাগেই সেরে ফেলেছে ইমান গোবিনাথানের দল।

আজ সকালে ব্যাংককের বাছাইপর্বে শ্রীলঙ্কার বিপক্ষে ৩-১ গোলের সহজ জয় পেয়েছে বাংলাদেশ দল। এই জয়ে এশিয়ান গেমসের চূড়ান্ত পর্বে খেলা নিশ্চিত হলো জিমিদের।

প্রথম কোয়ার্টারে কোনো গোল না হলেও দ্বিতীয় কোয়ার্টারের শুরুতে এগিয়ে যায় বাংলাদেশ। ১৮ট  পেনাল্টি কর্নার থেকে ডিফেন্ডার আশরাফুল ইসলাম গোল করে বাংলাদেশকে এগিয়ে নেন। ৫ মিনিট পর পেনাল্টি স্ট্রোক থেকে ব্যবধান দ্বিগুণ করেন ডিফেন্ডার খোরশেদুর রহমান।

পিছিয়ে থেকে লঙ্কানরা ১ গোল করে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয়। ৪৪ মিনিটে ওয়ারনাকুলা ভিপুল আক্রমণ থেকে গোল করেন।

তবে ৫৩ মিনিটে বাংলাদেশ তৃতীয় ও শেষ গোল করে লঙ্কানদের আর ম্যাচে ফিরতে দেয়নি। রোমান সরকার আক্রমণ থেকে গোল করেন।

বৃহস্পতিবার সিঙ্গাপুরের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ খেলবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত