নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এ কে এম মুমিনুল সাঈদ আজ হকি ফেডারেশনে এসেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের খেলোয়াড়দের সৌজন্য আলাপ করতে। আগামী মে মাসে যুব এশিয়া কাপকে সামনে রেখে ৩৫ খেলোয়াড় নিয়ে আগামীকাল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প। গতকালও তাঁকে দেখা গেছে শেখ কামাল যুব গেমসের সোনা জয়ী দলের সঙ্গেও ছবি তুলতে। তবে তিনি কথা বলেননি।
কবে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত এই ক্রীড়া সংগঠক, তা নিয়ে একটা বাড়তি আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। আজ তাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দোতলায় ফেডারেশন কক্ষের সামনে গণমাধ্যমকর্মীদের ভিড়। ভিড় ফেডারেশনের বিভিন্ন পদে থাকা কর্মকর্তাদেরও। সবার এই আগ্রহের কেন্দ্রবিন্দু একজন, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মুমিনুল হক সাঈদ। তিন বছর পর দেশে ফেরার যিনি আজ প্রথমবারের মতো কথা বলেছেন গণমাধ্যমের সামনে।
আজ সংবাদ সম্মেলন শুরু হতেই অবধারিতভাবে চলে এল ক্যাসিনো অভিযানের বিষয়টি। প্রশ্ন শুরু হতেই প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে সাঈদ বললেন, ‘কেবল হকি ও এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন, দয়া করে অতীত নিয়ে প্রশ্ন করবেন না। আমি কেবল হকি নিয়েই কথা বলব।’ সাঈদের পাশে কর্মকর্তারাও অনুরোধ করলেন, সংবাদ সম্মেলনকে ইতিবাচকভাবে উপস্থাপন করার।
২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর দেশান্তরী হোন ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাঈদ। গত তিন বছর বিভিন্ন অবস্থান করে সাঈদ দেশে ফেরেন গত ডিসেম্বরের শেষ সপ্তাহে। দেশে ফেরার পর গত মাসে হকির নির্বাহী কমিটির সভাতেও যোগ দেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে আজ সংবাদমাধ্যমের সামনে এলেন আলোচিত ও বিতর্কিত এই ক্রীড়া সংগঠক। গত তিন বছর দেশের বাইরে থাকার অভিজ্ঞতার গল্পগুলো শোনার আগ্রহ নিয়েই গতকাল ভাসানী স্টেডিয়ামে গিয়েছিলেন সংবাদ কর্মীরা।
নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক হিসেবে খুব বেশি কাজ করার সুযোগ পাননি সাঈদ। বর্তমান কমিটির মেয়াদ আছে এই বছরের মে মাস পর্যন্ত। নতুন করে নির্বাচন করার ইচ্ছা আছে কি না সেই প্রশ্নের জবাবে সাঈদ বললেন, ‘আমাদের এখনো দুই মাস সময় রয়েছে। এর মধ্যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ হকি এবং জুনিয়র এশিয়া কাপ নিয়ে আমরা মনোযোগী। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ম মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করবে (নির্বাচন সংক্রান্ত)।’
যুব এশিয়া কাপকে সামনে রেখে ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছেন অনূর্ধ্ব-২১ কোচ মামুনুর রশীদ। এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশ। যুব দলকে ঘিরে ভালো প্রস্তুতির আশ্বাস দিয়েছেন সাধারণ সম্পাদকও। আগামী এপ্রিলে দলকে ভারতে পাঠানোর একটা সিদ্ধান্তও হয়েছে আজকের সভায়।
এ কে এম মুমিনুল সাঈদ আজ হকি ফেডারেশনে এসেছিলেন বাংলাদেশ অনূর্ধ্ব-২১ হকি দলের খেলোয়াড়দের সৌজন্য আলাপ করতে। আগামী মে মাসে যুব এশিয়া কাপকে সামনে রেখে ৩৫ খেলোয়াড় নিয়ে আগামীকাল থেকে শুরু হবে অনূর্ধ্ব-২১ হকি দলের ক্যাম্প। গতকালও তাঁকে দেখা গেছে শেখ কামাল যুব গেমসের সোনা জয়ী দলের সঙ্গেও ছবি তুলতে। তবে তিনি কথা বলেননি।
কবে আনুষ্ঠানিকভাবে কথা বলবেন ক্যাসিনো কাণ্ডে বিতর্কিত এই ক্রীড়া সংগঠক, তা নিয়ে একটা বাড়তি আগ্রহ ছিল সংবাদমাধ্যমের। আজ তাই মওলানা ভাসানী হকি স্টেডিয়ামের দোতলায় ফেডারেশন কক্ষের সামনে গণমাধ্যমকর্মীদের ভিড়। ভিড় ফেডারেশনের বিভিন্ন পদে থাকা কর্মকর্তাদেরও। সবার এই আগ্রহের কেন্দ্রবিন্দু একজন, হকি ফেডারেশনের সাধারণ সম্পাদক এ কে এম মুমিনুল হক সাঈদ। তিন বছর পর দেশে ফেরার যিনি আজ প্রথমবারের মতো কথা বলেছেন গণমাধ্যমের সামনে।
আজ সংবাদ সম্মেলন শুরু হতেই অবধারিতভাবে চলে এল ক্যাসিনো অভিযানের বিষয়টি। প্রশ্ন শুরু হতেই প্রশ্নকর্তাকে থামিয়ে দিয়ে সাঈদ বললেন, ‘কেবল হকি ও এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন করবেন, দয়া করে অতীত নিয়ে প্রশ্ন করবেন না। আমি কেবল হকি নিয়েই কথা বলব।’ সাঈদের পাশে কর্মকর্তারাও অনুরোধ করলেন, সংবাদ সম্মেলনকে ইতিবাচকভাবে উপস্থাপন করার।
২০১৯ সালে ক্যাসিনো বিরোধী অভিযান শুরুর পর দেশান্তরী হোন ফেডারেশনের নির্বাচিত সাধারণ সম্পাদক মুমিনুল হক সাঈদ ওরফে ক্যাসিনো সাঈদ। গত তিন বছর বিভিন্ন অবস্থান করে সাঈদ দেশে ফেরেন গত ডিসেম্বরের শেষ সপ্তাহে। দেশে ফেরার পর গত মাসে হকির নির্বাহী কমিটির সভাতেও যোগ দেন তিনি। তবে আনুষ্ঠানিকভাবে আজ সংবাদমাধ্যমের সামনে এলেন আলোচিত ও বিতর্কিত এই ক্রীড়া সংগঠক। গত তিন বছর দেশের বাইরে থাকার অভিজ্ঞতার গল্পগুলো শোনার আগ্রহ নিয়েই গতকাল ভাসানী স্টেডিয়ামে গিয়েছিলেন সংবাদ কর্মীরা।
নির্বাচিত হওয়ার পর সাধারণ সম্পাদক হিসেবে খুব বেশি কাজ করার সুযোগ পাননি সাঈদ। বর্তমান কমিটির মেয়াদ আছে এই বছরের মে মাস পর্যন্ত। নতুন করে নির্বাচন করার ইচ্ছা আছে কি না সেই প্রশ্নের জবাবে সাঈদ বললেন, ‘আমাদের এখনো দুই মাস সময় রয়েছে। এর মধ্যে প্রথম বিভাগ, দ্বিতীয় বিভাগ হকি এবং জুনিয়র এশিয়া কাপ নিয়ে আমরা মনোযোগী। জাতীয় ক্রীড়া পরিষদ নিয়ম মোতাবেক তাদের কার্যক্রম পরিচালনা করবে (নির্বাচন সংক্রান্ত)।’
যুব এশিয়া কাপকে সামনে রেখে ভারতে গিয়ে প্রস্তুতি ম্যাচ খেলার অনুরোধ জানিয়েছেন অনূর্ধ্ব-২১ কোচ মামুনুর রশীদ। এশিয়া কাপের সেমিফাইনাল নিশ্চিত করতে পারলে বিশ্বকাপে জায়গা করে নেবে বাংলাদেশ। যুব দলকে ঘিরে ভালো প্রস্তুতির আশ্বাস দিয়েছেন সাধারণ সম্পাদকও। আগামী এপ্রিলে দলকে ভারতে পাঠানোর একটা সিদ্ধান্তও হয়েছে আজকের সভায়।
ভারতীয় সংবাদমাধ্যমের খবরে আবারও আলোচনায় এশিয়ান ক্রিকেট কাউন্সিলের (এসিসি) সভা। আগামী বৃহস্পতিবার ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে হওয়ার কথা এসিসির বার্ষিক সাধারণ সভা। ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে জানিয়েছে, রাজনৈতিক-কূটনৈতিক কারণে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) এবং এসিসির আরও কিছু সদস্য বোর্ড...
৮ ঘণ্টা আগেনারী অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৯-১ ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। ফিরতি দেখায় অবশ্য তা ছাপিয়ে যেতে পারেনি। তবে ব্যবধানটা বড়ই থেকেছে। পিটার বাটলারের দল মাঠ ছেড়েছে ৫-০ গোলে জয়ের তৃপ্তি নিয়ে। এই জয়ে শিরোপার আরও কাছে চলে গেল বাংলাদেশ। সোমবার শেষ ম্যাচে নেপালের বিপক্ষে...
১০ ঘণ্টা আগেকোচ পিটার বাটলার থাকতে চাইছেন পরীক্ষা-নিরীক্ষার মধ্যে। তাই আজ শ্রীলঙ্কার বিপক্ষেও পূর্ণশক্তির একাদশ সাজাননি তিনি। প্রথমার্ধে বরাবরের মতো ঠিকই মিলেছে গোলের দেখা। বসুন্ধরা অনুশীলন মাঠে বাংলাদেশ বিরতিতে গেছে ২-০ গোলে এগিয়ে থেকে।
১০ ঘণ্টা আগেমিরপুরের শেরেবাংলা স্টেডিয়ামে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের টি-টোয়েন্টি সিরিজ শুরু হচ্ছে কাল সন্ধ্যায়। প্রতি সিরিজ-টুর্নামেন্টে দর্শকদের জন্য বিশেষ নির্দেশাবলি থাকে আয়োজকদের। তবে এবার যেন দর্শকদের নিয়মকানুন নিয়ে একটু বেশিই গুরুত্ব দিচ্ছে বিসিবি। দর্শকদের জন্য নিয়ম যথেষ্ট কড়া করেছে। স্টেডিয়ামে দর্শক
১১ ঘণ্টা আগে