Ajker Patrika

প্যারালিম্পিক কমিটির সদস্যপদ ফিরে পেল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ০৯ জুন ২০২২, ১৬: ৪১
Thumbnail image

ফেডারেশনের অন্তর্দ্বন্দ্বে আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির (আইপিসি) সদস্যপদ হারিয়েছিল বাংলাদেশ। ২০১২, ২০১৬ ও ২০২০ প্যারালিম্পিকে ছিল না বাংলাদেশি প্যারা অ্যাথলেটদের অংশগ্রহণ। এক দশক আগে বাতিল হওয়া সদস্যপদ আবারও ফিরে পেয়েছে ন্যাশনাল প্যারালিম্পিক কমিটি অব বাংলাদেশ (এনপিসি)। 

দুই ‘বৈধ-অবৈধ’ ফেডারেশনের দ্বন্দ্ব ও তদন্তের দীর্ঘসূত্রতায় বাংলাদেশের সদস্যপদ কেড়ে নেয় আইপিসি। অন্তর্দ্বন্দ্বে আন্তর্জাতিক প্রতিযোগিতায় খেলার সুযোগ হারাচ্ছিলেন বাংলাদেশের প্যারা অ্যাথলেটরা। এ নিয়ে গত বছরের ৩০ আগস্ট বিশেষ প্রতিবেদনও প্রকাশিত হয়েছিল আজকের পত্রিকায়। 

গত বছরের ৩০ আগস্ট প্যারালিম্পিক নিয়ে বিশেষ প্রতিবেদন প্রকাশিত হয়েছিল আজকের পত্রিকায়সদস্যপদ ফিরে পেতে এনপিসিকে নির্বাচনের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটির নাম জমা দেওয়ার সুপারিশ করেছিল আইপিসি। এ বছরের শুরুতে নির্বাচনের মাধ্যমে কমিটির নাম জমা দেওয়ার পর কেটেছে জটিলতা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত